৯১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে রন হক শিকদার ও দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে মামলা
Published: 6th, February 2025 GMT
চার প্রতিষ্ঠানের নামে ৯১০ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করার অভিযোগে ন্যাশনাল ব্যাংকের সাবেক পরিচালক রন হক শিকদার এবং দেশ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানসহ ৫৩ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার তাঁদের বিরুদ্ধে পৃথক মামলা করা হয়।
রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন বলেন, ব্রডওয়ে রিয়েল এস্টেট লিমিটেড নামের একটি কাগুজে প্রতিষ্ঠানের নামে ভুয়া তথ্য দিয়ে ন্যাশনাল ব্যাংকের মহাখালী শাখা থেকে ৪৯০ কোটি ঋণ নেওয়ার পর তা আত্মাসাৎ করা হয়েছে। মরিয়ম কনস্ট্রাকশন লিমিটেড নামের আরেকটি প্রতিষ্ঠানের নামে ন্যাশনাল ব্যাংকের গুলশান শাখা থেকে আত্মাসাৎ করা হয়েছে ৩০০ কোটি টাকা। এ ছাড়া প্রকৃতি অ্যাসোসিয়েট ও দ্য ভিউ হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের নামে ১২০ কোটি টাকা ঋণ নিয়ে আত্মাসাৎ করা হয়েছে।
দুদক সূত্র বলছে, ব্রডওয়ে রিয়েল এস্টেট লিমিটেডের মামলায় ন্যাশনাল ব্যাংকের সাবেক পরিচালক মনোয়ারা শিকদার, পারভীন শিকদার এবং দেশ টেলিভিশনের ব্যবস্থাপনা সম্পাদক ও হাসান টেলিকম লিমিটেডের শেয়ার হোল্ডার আরিফ হাসানসহ ১৫ জনকে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে ন্যাশনাল ব্যাংকের সাবেক ও বর্তমান কর্মকর্তারা রয়েছেন।
মরিয়ম কনস্ট্রাকশন লিমিটেডের নামে ৩০০ কোটি টাকা ঋণ নিয়ে আত্মাসাতের মামলায় ন্যাশনাল ব্যাংকের সাবেক পরিচালক রন হক শিকদার, রিক হক শিকদারসহ ১৩ জনকে আসামি করা হয়েছে। বাকি আসামিরা ন্যাশনাল ব্যাংক ও মরিয়ম কনস্ট্রাকশনের সাবেক ও বর্তমান কর্মকর্তা।
এ ছাড়া প্রকৃতি অ্যাসোসিয়েটস লিমিটেডের নামে ন্যাশনাল ব্যাংকের মহাখালী শাখা থেকে ৮০ কোটি টাকা আত্মসাতের মামলায় ১৪ জনকে এবং দ্য ভিউ হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের নামে কুয়াকাটা শাখা থেকে ৪০ কোটি টাকা আত্মসাতের মামলায় ১১ জনকে আসামি করা হয়েছে। ন্যাশনাল ব্যাংকের সাবেক চার পরিচালক, দেশ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক এবং ন্যাশনাল ব্যাংকের কোনো কোনো কর্মকর্তাকে এই মামলাগুলোয় একাধিকবার আসামি করা হয়েছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: স ৎ কর
এছাড়াও পড়ুন:
গোপালগঞ্জে ভুয়া পুলিশ সদস্য আটক
গোপালগঞ্জে উৎপল মন্ডল ওরফে গৌতম মন্ডল (৪২) নামের এক ভুয়া পুলিশ সদস্যকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যায় সদর উপজেলার ঘোনাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
উৎপল মন্ডল ওরফে গৌতম মন্ডলের বাড়ি জেলার মুকসুদপুর উপজেলার দিস্তাইল গ্রামে। গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মো. সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘‘পুলিশের এসআই পরিচয় দিয়ে সুবিধা নেওয়ার চেষ্টা করছিলেন উৎপল। স্থানীয়দের সন্দেহ হলে তাকে আটক করে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে, তিনি নিজের অপরাধ স্বীকার করেছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
আরো পড়ুন:
সড়কের পাশে পড়ে ছিল ব্যবসায়ীর গলাকাটা মরদেহ
জামিন: জেল গেটে হামলার শিকার সাবেক এমপি আব্দুল আজিজ
ঢাকা/বাদল/রাজীব