মির্জা আজমের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ
Published: 6th, February 2025 GMT
জামালপুর শহরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের বকুলতলা এলাকায় দুই তলা বাড়িতে ভেকু দিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে তারা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার আহ্বায়ক মীর ইসহাক হাসান ইখলাস বলেন- ফ্যাসিস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে ছাত্র-জনতা বিভিন্নভাবে প্রতিবাদ জানাচ্ছে। জামালপুরেও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের বাসায় অগ্নিসংযোগ করা হয়েছিল। আমরা এসে ছাত্র-জনতাকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসি।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
কেরানীগঞ্জে আওয়ামী লীগ নেতাদের বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর
ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাদের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার রাত আটটার দিকে কেরানীগঞ্জের আগানগর ও কালীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন জানান, আজ সন্ধ্যার পর থেকে শতাধিক ব্যক্তি আগানগর এলাকায় নিউ গুলশান সিনেমা হলের সামনে জড়ো হতো থাকেন। একপর্যায়ে তাঁরা ওই এলাকার আওয়ামী লীগ নেতাদের বাড়িতে ভাঙচুর চালান। রাত আটটার দিকে কেরানীগঞ্জের আগানগর এলাকায় আগানগর ইউনিয়ন আওয়মাী লীগের সভাপতি মীর আসাদ হোসেন টিটুর বাড়ি, একই এলাকায় দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবলীগের সভাপতি মাহমুদ আলমের বাড়ি, আগানগর ছোট মসজিদপাড় এলাকায় আগানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবুল কাশেমের মালিকানাধীন বি প্লাস শাড়ির শোরুম, আগানগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সহসভাপতি জাহাঙ্গীর শাহ খুশির বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ছাড়া রাত সাড়ে আটটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের কালীগঞ্জ এলাকায় ঢাকা জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মুজিবুর রহমানের বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে।
মুজিবুর রহমানের বাড়িতে থাকা গাড়ি ভাঙচুর করা হয়েছে। বৃহস্পতিবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের কালীগঞ্জ এলাকায়