বেরোবিতে হাসিনার প্রতিকৃতি সংবলিত ডাস্টবিন স্থাপন
Published: 6th, February 2025 GMT
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ডাস্টবিনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি লাগিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। এ ছাড়া ছবিসহ নতুন ১০টি ডাস্টবিন স্থাপন করেছেন।
সরেজমিন দেখা যায়, একাডেমিক বিল্ডিং, প্রশাসনিক ভবন ও প্রধান ফটক, ক্যাফেটেরিয়াসহ বিভিন্ন স্থানে বৃহস্পতিবার দুপুর ১২টায় এসব ডাস্টবিন স্থাপন করেন শিক্ষার্থীরা।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সিয়াম মণ্ডল বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের মাঝে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে সচেতনতা বাড়ানো এবং ফ্যাসিস্টের প্রতি ঘৃণার প্রতিফলন হয়ে থাকবে এ ডাস্টবিন।’
অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের শিক্ষার্থী আলভীর বলেন, ‘ইতিহাসের পাতায় যুগে যুগে স্থান করে নেয় বিখ্যাত এবং কুখ্যাত লোকেরা। বিখ্যাতদের জায়গা হয় মনের মধ্যে এবং কুখ্যাতদের স্থান ঘৃণার অতল গহ্বরে। এখন পর্যন্ত শেখ হাসিনা বাংলাদেশের অন্যতম একজন ঘৃণিত। তাঁর শাসনের ১৫ বছর বাংলাদেশ ছিল একটি উন্মুক্ত কারাগার। সর্বশেষ জুলাই আন্দোলনে গণহত্যা চালিয়ে এখন ভারতে পালিয়ে আছেন তিনি। তাঁর স্থান তো ডাস্টবিনে হবে, এটাই স্বাভাবিক।’
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
বগুড়ায় আওয়ামী লীগ ও জাসদ কার্যালয়ে ভাঙচুর-আগুন
বগুড়ায় আওয়ামী লীগ ও জাসদের কার্যালয় ভাঙচুর এবং অগ্নিসংযোগ করেছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা প্রথমে শহরের টেস্পোল রোডে জেলা আওয়ামী লীগ অফিসে হামলা করে। অফিসের আসবাব ভাঙচুর ও পুড়িয়ে দেয়। এরপর পাশেই জাসদ (ইনু) অফিসেও ভাঙচুর করে এবং অগ্নিসংযোগ করে। এছাড়া বগুড়া-৬ সদর আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুর শহরের শিববাটির
বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে। সেখানেও ভাঙচুর করা হয়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুল ইসলাম বলেন, বিক্ষুব্ধ ছাত্র-জনতা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।
এদিকে বগুড়া-১ আসনের সাবেক সংসদ সদস্য সাহাদারা মান্নানের বাবার বাড়ি সোনাতলার পাকুল্লায় হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। সেখানে আওয়ামী লীগ নেতা যুক্তরাষ্ট্র প্রবাসী সিদ্দিকুর রহমানের বাড়ি ভাঙচুর করা হয়। এছাড়া সোনাতলা উপজেলা আওয়ামী লীগ অফিস পুড়িয়ে দিয়েছে ছাত্র-জনতা।