বেরোবিতে হাসিনার প্রতিকৃতি সংবলিত ডাস্টবিন স্থাপন
Published: 6th, February 2025 GMT
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ডাস্টবিনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি লাগিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। এ ছাড়া ছবিসহ নতুন ১০টি ডাস্টবিন স্থাপন করেছেন।
সরেজমিন দেখা যায়, একাডেমিক বিল্ডিং, প্রশাসনিক ভবন ও প্রধান ফটক, ক্যাফেটেরিয়াসহ বিভিন্ন স্থানে বৃহস্পতিবার দুপুর ১২টায় এসব ডাস্টবিন স্থাপন করেন শিক্ষার্থীরা।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সিয়াম মণ্ডল বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের মাঝে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে সচেতনতা বাড়ানো এবং ফ্যাসিস্টের প্রতি ঘৃণার প্রতিফলন হয়ে থাকবে এ ডাস্টবিন।’
অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের শিক্ষার্থী আলভীর বলেন, ‘ইতিহাসের পাতায় যুগে যুগে স্থান করে নেয় বিখ্যাত এবং কুখ্যাত লোকেরা। বিখ্যাতদের জায়গা হয় মনের মধ্যে এবং কুখ্যাতদের স্থান ঘৃণার অতল গহ্বরে। এখন পর্যন্ত শেখ হাসিনা বাংলাদেশের অন্যতম একজন ঘৃণিত। তাঁর শাসনের ১৫ বছর বাংলাদেশ ছিল একটি উন্মুক্ত কারাগার। সর্বশেষ জুলাই আন্দোলনে গণহত্যা চালিয়ে এখন ভারতে পালিয়ে আছেন তিনি। তাঁর স্থান তো ডাস্টবিনে হবে, এটাই স্বাভাবিক।’
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
খুলনায় পালাতে গিয়ে আ. লীগের নেতার ছাদ থেকে লাফ, অতঃপর
পালাতে গিয়ে বাড়ির ছাদ থেকে লাফিয়ে পড়ে পা ভেঙেছেন খুলনা সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা শেখ খালিদ আহমেদ। এরপরও তার শেষ রক্ষা হয়নি। পুলিশ তাকে গ্রেপ্তার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করেছে।
পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার (১১ মার্চ) বিকেল ৫টার দিকে খুলনা নগরীর খালিশপুর থানার পদ্মা অয়েল রোডে খালিদের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় খালিদ একতলা বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে নিচে পড়ে পালানোর চেষ্টা করেন। তখন তার ডান পা ভেঙে যায়। তাকে গ্রেপ্তার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করা হয়েছে।”
খালিশপুর থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, “গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে বিএনপির অফিস ভাঙচুর ও নেতাকর্মীদের মারধরের অভিযোগে খালিশপুর থানায় তিনটি এবং খুলনা সদর ও আড়ংঘাটা থানায় একটি করে মামলা রয়েছে। খালিশপুর থানার তিন মামলায় খালিদ হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। তবে, অপর দুটি মামলায় তিনি জামিন নেননি। তিনি পালানোর চেষ্টা করে পায়ে আঘাতপ্রাপ্ত হন। তাকে হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।”
আরো পড়ুন:
শিক্ষার্থীকে ইঙ্গিত করে অশোভন আচরণ, অভিযুক্তকে খুঁজছে পুলিশ
গণমাধ্যমকর্মীদের ওপর হামলা, বরখাস্ত এসপির বিরুদ্ধে থানায় অভিযোগ
ঢাকা/নূরুজ্জামান/মাসুদ