থানা ও পৌরসভার ১০ ইউনিটের সাথে নারায়নগঞ্জ জেলা বিএনপির সভা
Published: 6th, February 2025 GMT
নারায়ণগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সাথে জেলার আওতাধীন থানা ও পৌরসভার ১০টি সাংগঠনিক ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়েছে ।
বৃহস্পতিবার বিকেলে সিদ্ধিরগঞ্জের একটি কমিউনিটি সেন্টারে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ৫টি থানা ও ৫টি পৌরসভা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে নানা সাংগঠনিক বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় জেলা বিএনপির আহবায়ক কমিটির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ, প্রথম যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজীব, শরীর আহমেদ টুটুল, সদস্য সাবেক এমপি গিয়াসউদ্দিন উপস্থিত ছিলেন।
সভা শেষে সাংবাদিকদের আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল এবং সুসংগঠিত করার জন্য কর্মসূচি প্রণয়নে আলোচনা হয়। এবং প্রতিটি সাংগঠনিক ইউনিটকে এ বিষয়ে নির্দেশনা দেয়া হয়। এছাড়াও সদস্যপদ নবায়নের বিষয়ে সিদ্ধান্ত হয়।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ ব এনপ র গঠন ক
এছাড়াও পড়ুন:
রেজা রিপনের ইন্তেকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের শোক
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য ও সাবেক পৌরপিতা আলী আহাম্মদ চুনকা’র বড় ছেলে এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা: সেলিনা হায়াৎ আইভীর ছোট ভাই আহাম্মদ আলী রেজা রিপনআজ সকাল সাড়ে আটটায় (সোমবার) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমের নামাজে জানাজা আজ বাদ আসর চেয়ারম্যানবাড়ী সংলগ্নবাইতুন নূর জামে মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় কবরস্থানে (মাসদাইর) মরহুমের দাফন সম্পন্ন হবে।মৃত্যুকালে পরিবারে স্ত্রী, দুই ছেলে ওএক মেয়ে এবং আত্নীয়স্বজনসহ বহু গুনগ্রাহী রেখে গিয়েছেন।
আহাম্মদ আলী রেজা রিপনেরমৃত্যুতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সকল সদস্যের পক্ষ থেকে ক্লাবের সভাপতি আরিফ আলম দীপু ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তাঁর শোক সন্তপ্ত পরিবারের সকল সদস্যের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।