দিনাজপুরের হাকিমপুরে দুষ্কৃতিকারীদের হামলায় বন্ধ হওয়া নারী ফুটবল খেলা ৮ দিন পর অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টায় উপজেলার বাওনা গ্রামের অস্থায়ী মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে রংপুর জেলা নারী ফুটবল একাদশ এবং দিনাজপুর জেলা নারী ফুটবল একাদশ অংশগ্রহণ করে।

খেলায় রংপুর জেলা নারী ফুটবল একাদশ ১-০ গোলে দিনাজপুর জেলা নারী ফুটবল একাদশকে পরাজিত করে। খেলাটি পুনরায় চালু করতে পেরে খুশি খেলোয়াড়,আয়োজক ও দর্শক। বৃহস্পতিবার খেলা দেখতে ভিড় করে নারী শিশুসহ সমবয়সী মানুষ।

আয়োজকরা জানান, হাকিমপুরসহ দেশের বিভিন্ন স্থানে নারী ফুটবল খেলায় হামলার ঘটনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বিবৃতি দেন। এরপর তারা প্রশাসনের সহযোগিতায় আবারও খেলার সিদ্ধান্ত নেন। সুষ্ঠুভাবে খেলা অনুষ্ঠিত হওয়ায় খুশী তারা। 
খেলাটির আয়োজন করে উপজেলার বাওনা গ্রামের ছাত্র কল্যাণ সমবায় সমিতি।

হাকিমপুর থানা ওসি সুজন মিঞা জানান, খেলাটি যেন পুনরায় অনুষ্ঠিত হয় সে জন্য পুলিশ প্রশাসনের পক্ষে থেকে সব ধরনের সহযোগিতা করা হয়েছে।

প্রসঙ্গত, গত ২৮ জানুয়ারি উপজেলার বাওনা গ্রামের ছাত্রকল্যাণ সমবায় সমিতি প্রমীলা ফুটবল প্রীতি ম্যাচের আয়োজন করে। নারীদের ফুটবল খেলা ‘বেহায়াপনা’ আখ্যা দিয়ে ভাঙচুর চালায় কয়েকশ লোক। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন। ঘটনার প্রেক্ষিতে প্রশাসন খেলাটি বন্ধ ঘোষণা করেন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ফ টবল

এছাড়াও পড়ুন:

কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গে সাবিলার গ্লোয়িং সন্ধ্যা

ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে ইউনিলিভার বাংলাদেশের ‘গ্লো অ্যান্ড বিয়ন্ড বাই গ্লো অ্যান্ড লাভলি’। এতে গ্লো অ্যান্ড লাভলির নতুন ইনোভেশন, ‘ব্রাইটেনিং ফেস সিরাম’-এর মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে জনপ্রিয় নারী ইনফ্লুয়েন্সার ফারহানা বীথি, সুনেহরা তাসনিম, ঈশায়া তাহসীন, ইশরাত জাহিনসহ প্রায় ৪০ জন কনটেন্ট ক্রিয়েটর উপস্থিত ছিলেন। এ ছাড়া গ্লো অ্যান্ড লাভলির ব্র্যান্ড অ্যাম্বাসাডর সাবিলা নূর ও উপস্থাপক সারাহ আলম অনুষ্ঠানে অংশ নেন।

গ্লো অ্যান্ড লাভলি সব সময় নারীদের সৌন্দর্যচর্চার প্রয়োজনীয়তা মাথায় রেখে নতুন স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে আসে। এবার ব্র্যান্ডটি এনেছে ‘গ্লো অ্যান্ড লাভলি ব্রাইটেনিং ফেস সিরাম’, যা নায়াসিনামাইডসহ বিশেষ উপাদানে তৈরি। এটি ৪ গুণ বেশি উজ্জ্বলতা দেয়।

বিকেল থেকে শুরু হওয়া এই আয়োজনে ইনফ্লুয়েন্সাররা স্কিন কেয়ার নিয়ে কথা বলেন। অনুষ্ঠানের শুরুতে সাবিলা নূর নতুন প্রোডাক্টের ঘোষণা দেন। এরপর ইনফ্লুয়েন্সাররা প্রোডাক্ট টেস্টিং বুথে সিরাম ব্যবহার করে রিভিউ তৈরি করেন এবং কনটেন্ট তৈরি করেন।

সাবিলা নূর ইনফ্লুয়েন্সারদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চান এবং তাঁদের মতামত শোনেন। তিনি বলেন, ‘তাঁরাই সামনের দিনের ট্রেন্ডসেটার। এটি আমাকে ভীষণ অনুপ্রাণিত করেছে।’ নতুন প্রোডাক্ট সম্পর্কে তিনি বলেন, ‘সিরাম এখন স্কিন কেয়ারের গুরুত্বপূর্ণ অংশ। গ্লো অ্যান্ড লাভলি এটি সহজলভ্য করে সবাইকে চমকে দিয়েছে।’

অনুষ্ঠানে গ্লো অ্যান্ড লাভলির সাদা ও গোলাপি থিমের সজ্জা ছিল লক্ষণীয়। পুরো আয়োজনটি পরিচালনা করে স্পেস মিডিয়া প্রোডাকশন। অনুষ্ঠানের শেষ মুহূর্তে ইনফ্লুয়েন্সারদের সঙ্গে গ্রুপ ছবি তোলার মাধ্যমে পর্দা নামে ‘গ্লো অ্যান্ড বিয়ন্ড বাই গ্লো অ্যান্ড লাভলি’-এর এক গ্লোয়িং সন্ধ্যার। সংবাদ বিজ্ঞপ্তি।

সম্পর্কিত নিবন্ধ