গোয়েন্দা টিভি সিরিজে অভিনয় করে পুলিশের জেরার মুখে পড়েছেন জনপ্রিয় তুর্কি অভিনেত্রী মেলিসা সোজেন। উগ্রবাদী প্রচারণার সঙ্গে জড়িত সন্দেহে সম্প্রতি তাঁকে ইস্তাম্বুলে জিজ্ঞাসাবাদ করা হয়। খবর বিবিসির

২০১৭ সালে ফরাসি স্পাই সিরিজ ‘দ্য ব্যুরো’তে অভিনয় করেন মেলিসা। আলোচিত এই সিরিজে তাঁকে দেখা যায় ডাবল এজেন্টের চরিত্রে, যে ইসলামি জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করছে। এত আগে মুক্তি পাওয়া সিরিজটি নিয়ে এখন বিতর্কের কারণ ‘দ্য ব্যুরো’ সিরিজে মেলিসা অভিনীত ‘এসরিন’ চরিত্রের পোশাক। এ চরিত্রে ব্যবহৃত পোশাকের অনুরূপ পোশাক সম্প্রতি সিরিয়াভিত্তিক কুর্দি গোষ্ঠী ওয়াইপিজির সদস্যের পরতে দেখা গেছে, তুরস্ককে এই গোষ্ঠীকে সন্ত্রাসবাদী দল মনে করা হয়।

ইস্তাম্বুলভিত্তিক সংবাদ সংস্থা ডেমিরোরেন নিউজের খবর অনুযায়ী, দেশের বাইরে থেকে ফেরার পর মেলিসাকে জিজ্ঞাসাবাদ করা হয়, পরে তিনি পুলিশকে একটি লিখিত বিবৃতি দেন।

‘উইন্টার স্লিপ’ সিনেমায় মেলিসা। আইএমডিবি.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

এক মাসে ১০৬টি মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর

ঢাকায় বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ১০৬টি মোবাইল উদ্ধার করে মালিককে বুঝিয়ে দিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ। এর মধ্যে তেজগাঁও শিল্পাঞ্চল থানা ৬৫টি এবং হাতিরঝিল থানা ৪১টি মোবাইল উদ্ধার করে। উদ্ধারকৃত মোবাইলের আনুমানিক বাজারমূল্য ২২ লাখ টাকা। বিভিন্ন সময় মোবাইল হারিয়ে যাওয়ার ঘটনায় মালিকদের সাধারণ ডায়েরির (জিডি) প্রেক্ষিতে গত এক মাসে মোবাইল উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার তেজগাঁও শিল্পাঞ্চল জোনের সহকারী কমিশনারে কার্যালয়ে তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান উদ্ধারকৃত মোবাইল মালিকদের কাছে হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন শিল্পাঞ্চল জোনের এসি রব্বানী হোসেন, তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি গাজী শামীমুর রহমান ও হাতিরঝিল থানার ওসি মোহাম্মদ রাজুসহ পুলিশ সদস্যরা।

জানা যায়, জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে তেজগাঁও শিল্পাঞ্চল জোনের সহকারী কমিশনার রব্বানী হোসেন দুই থানায় দুটি মোবাইল উদ্ধার টিম গঠন করেন। তিনি মাসে ১০০টি মোবাইল ফোন উদ্ধারের পরিকল্পনা করেন। তার প্রত্যক্ষ তত্ত্বাবধান এবং মোবাইল উদ্ধার টিমের সদস্যদের আন্তরিক প্রচেষ্টার ফলশ্রুতিতে গত মাসে ১০৬টি মোবাইল উদ্ধার করা হয়।

মোবাইল হস্তান্তর অনুষ্ঠানে উপকমিশনার ইবনে মিজান বলেন, মোবাইল উদ্ধার কার্যক্রম আরও ব্যাপকভাবে বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে। তেজগাঁও বিভাগের ছয়টি থানাতেই টিম গঠন করে হারানো মোবাইল প্রকৃত মালিকদের কাছে দ্রুততম সময়ে ফিরিয়ে দেওয়ার প্রচেষ্টা অব্যাহত থাকবে। এসময় তিনি জনসাধারণকে আরও সচেতনভাবে মোবাইল ব্যবহার ও সংরক্ষণের অনুরোধ জানান।

সম্পর্কিত নিবন্ধ