পুলিশের জেরার মুখে জনপ্রিয় তুর্কি অভিনেত্রী
Published: 6th, February 2025 GMT
গোয়েন্দা টিভি সিরিজে অভিনয় করে পুলিশের জেরার মুখে পড়েছেন জনপ্রিয় তুর্কি অভিনেত্রী মেলিসা সোজেন। উগ্রবাদী প্রচারণার সঙ্গে জড়িত সন্দেহে সম্প্রতি তাঁকে ইস্তাম্বুলে জিজ্ঞাসাবাদ করা হয়। খবর বিবিসির
২০১৭ সালে ফরাসি স্পাই সিরিজ ‘দ্য ব্যুরো’তে অভিনয় করেন মেলিসা। আলোচিত এই সিরিজে তাঁকে দেখা যায় ডাবল এজেন্টের চরিত্রে, যে ইসলামি জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করছে। এত আগে মুক্তি পাওয়া সিরিজটি নিয়ে এখন বিতর্কের কারণ ‘দ্য ব্যুরো’ সিরিজে মেলিসা অভিনীত ‘এসরিন’ চরিত্রের পোশাক। এ চরিত্রে ব্যবহৃত পোশাকের অনুরূপ পোশাক সম্প্রতি সিরিয়াভিত্তিক কুর্দি গোষ্ঠী ওয়াইপিজির সদস্যের পরতে দেখা গেছে, তুরস্ককে এই গোষ্ঠীকে সন্ত্রাসবাদী দল মনে করা হয়।
ইস্তাম্বুলভিত্তিক সংবাদ সংস্থা ডেমিরোরেন নিউজের খবর অনুযায়ী, দেশের বাইরে থেকে ফেরার পর মেলিসাকে জিজ্ঞাসাবাদ করা হয়, পরে তিনি পুলিশকে একটি লিখিত বিবৃতি দেন।
‘উইন্টার স্লিপ’ সিনেমায় মেলিসা। আইএমডিবি.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বগুড়ায় বাসের ধাক্কায় ভ্যানচালকসহ নিহত ২
বগুড়ার কাহালু উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ভ্যানচালকসহ দুজন নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ১০টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের কাহালুর নারহট্ট ভেঁপড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন কাহালু উপজেলার শিকড় গ্রামের ভ্যানচালক নুর আলম (৫০) এবং পাইকড় পাঞ্জাপাড়া গ্রামের মোফাজ্জল হোসেন (৩৬)।
পুলিশ সূত্রে জানা যায়, নুর আলম ভ্যানে বিবিরপুকুর থেকে মোফাজ্জল হোসেনকে সঙ্গে নিয়ে শিকড় গ্রামে যাচ্ছিলেন। নারহট্ট ভেঁপড়া এলাকায় পৌঁছালে ভ্যানটি বিকল হয়। এ সময় নওগাঁ থেকে ঢাকাগামী একটি কোচ পেছন থেকে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক নুর আলম নিহত হন। মোফাজ্জলের একটি হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় ফায়ার সার্ভিসের সদস্যরা তাঁকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হান্নান বলেন, দুর্ঘটনায় ভ্যানচালকসহ দুজনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।