মা কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সির গানে মডেল হলেন মেয়ে মার্জিয়া বুশরা রোদেলা। রোদেলা নিজেও গানের পাশাপাশি নাচে তালিম নিয়েছেন। আগ্রহ আছে অভিনয় এবং মডেলিংয়েও। সেই আগ্রহ থেকে প্রথমবারের মতো মডেল হলেন রোদেলা। সেটি মার গানে।
ইব্রাহিম মাহাদির পরিচালনায় ন্যান্সির গাওয়া ‘তোমারই আছি’ গানের ভিডিওতে দেখা যাবে রোদেলাকে।
ন্যান্সি জানান, মিউজিক ভিডিওর পরিকল্পনা এসেছে রোদেলা ও ইব্রাহিম মাহাদির কাছ থেকে। তাদের উদ্যোগেই ভিডিওটি তৈরি হয়েছে।
বিষয়টি নিয়ে ন্যান্সি বলেন, ‘গানটি তৈরি করার পর মনে হচ্ছিল, একটি ভিডিও হলে ভালো লাগবে। তারকা শিল্পীদের নিয়ে ভালো মানের একটি ভিডিও তৈরি করাও বেশ ব্যয়বহুল। এমন পরিস্থিতিতে আমার মেয়ে রোদেলা ও মাহাদি গানটির ভিডিওর উদ্যোগ নিল। তৈরি হলো ভিডিওটি। নতুন হিসেবে দুইজন মানুষ নিজেদের জায়গা থেকে চেষ্টা করেছে একটি ভালো ভিডিও বানানোর। আমি মাঝে মধ্যে ভিডিওটা একা একাই দেখছি। আমার কণ্ঠের গান আর স্ক্রিনে আমার মেয়ে। সে এক দারুণ অনুভূতি। বলে বোঝানো যাবে না।’
গুঞ্জন রহমানের লেখা ‘তোমারই আছি’ গানের কম্পোজিশন, মিক্স ও মাস্টারিং করেছেন হৃদয় খান। খুব শিগগিরই ন্যান্সির ইউটিউব চ্যানেল থেকে গানটি প্রকাশ পাবে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
চীন-থাইল্যান্ড সম্পর্ক উন্নয়নের আহ্বান
ক্রমবর্ধমান বৈশ্বিক অনিশ্চয়তা মোকাবিলায় চীন ও থাইল্যান্ডের মধ্যে আস্থা আরও গভীর করা এবং সহযোগিতার সম্পর্ক প্রসারিত করার আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
বৃহস্পতিবার বেইজিংয়ে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার কাছে এমন আহ্বান জানান তিনি। চীন ও থাইল্যান্ডের কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উপলক্ষে বুধবার বেইজিং সফরে যান পেতংতার্ন। আগামী শনিবার তাঁর এই সফর শেষ হওয়ার কথা।
গত আগস্টে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় বসার পর এটিই পেতংতার্নের প্রথম চীন সফর। শীর্ষ দুই নেতার সাক্ষাতের সময় থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক ও চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কুনমিং শহরের মধ্যে যোগাযোগের জন্য দ্রুতগতির রেলপথ স্থাপনসহ নানা প্রকল্পের কথা উল্লেখ করেন জিনপিং। রয়টার্স।