তারাগঞ্জে নারীদের ফুটবল ম্যাচ বন্ধের ডাকের পর প্রশাসনের ১১৪ ধারা জারি
Published: 6th, February 2025 GMT
রংপুরের তারাগঞ্জে নারীদের ফুটবল ম্যাচ বন্ধের ডাকের পর বিশৃঙ্খলা এড়াতে উপজেলার বুড়িরহাট উচ্চবিদ্যালয় মাঠে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। এতে বাতিল হয়ে গেছে নারী ফুটবলারদের ফুটবল ম্যাচ। পরে না খেলেই ফিরে যান রাজশাহী বিভাগের খেলোয়াড়েরা।
আজ বৃহস্পতিবার বেলা তিনটার দিকে ওই মাঠে আন্তজেলা ফুটবল টুর্নামেন্টে জয়পুরহাট নারী ফুটবল দলের সঙ্গে রাজশাহী নারী ফুটবল দলের খেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
আয়োজক ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার বেলা তিনটার দিকে উপজেলার সয়ার ইউনিয়নের বুড়িরহাট উচ্চবিদ্যালয় মাঠে আন্তজেলা ফুটবল টুর্নামেন্টের জয়পুরহাট নারী দল ও রাজশাহী নারী দলের খেলা হওয়ার কথা ছিল। কিন্তু খেলা বন্ধের ঘোষণা দিয়ে মাইকিং করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের তারাগঞ্জ উপজেলা সভাপতি আশরাফ আলী। খেলা বন্ধে বিক্ষোভ মিছিলের ডাক দেন তিনি। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল রানা দুই পক্ষকে নিয়ে আলোচনায় বসেন। এ সময় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাসহ স্থানীয় গণমান্য ব্যক্তিদের ডাকা হয়।
না খেলেই ফিরে যাচ্ছেন রাজশাহী বিভাগের খেলোয়াড়েরা.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
পিরোজপুরে সাবেক মন্ত্রীর বাড়ি ও আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নিসংযোগ
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য শ ম রেজাউল করিমসহ আওয়ামী লীগ ও যুবলীগের পাঁচ নেতার বাড়ি এবং উপজেরা আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা।
আজ বৃহষ্পতিবার রাত ৮টা থেকে শুরু করে রাত ১০টা পর্যন্ত এসব বাড়িতে হামলার ঘটনা ঘটে ।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণকে কেন্দ্র করে পিরোজপুরে বিক্ষুব্ধ ছাত্র-জনতা বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলা উপজেলা সদরে একত্র হন। এরপর তাঁরা একটি মিছিল নিয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সদরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়, সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান যুবলীগ নেতা নূরে আলম সিদ্দিকী শাহিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশারেফ হোসেন খান, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক চঞ্চলকান্তি বিশ্বাসের বাড়িসহ বিভিন্ন স্থাপনায় আগুন ধরিয়ে দেন ও ভাঙচুর করেন।
গণ–অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৫ ও ৬ আগস্ট এসব বাড়িতে একাধিকবার আগুন ধরিয়ে দেওয়া ও লুটপাট করা হয় বলে জানান স্থানীয় লোকজন । তখন থেকে ওই বাড়িতে কেউ থাকেন না; অনেকটা পরিত্যক্ত অবস্থায় ছিল। গত ৫ আগস্টের পর থেকে রেজাউল করিম আত্মগোপনে রয়েছেন। তাঁর নামে একাধিক মামলা রয়েছে।