বন্দরে ভুমি অফিসের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন
Published: 6th, February 2025 GMT
বন্দরে ভুমি অফিসের নতুন ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) বিকেলে ভুমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মনোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে মদনগঞ্জ ইউনিয়ন ভুমি অফিসের দ্বিতল ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করেন।
ওই সময় বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান অতিরিক্ত সচিব মো: মানোয়ার হোসেনকে ক প্রকল্পের কার্যক্রম পরিধি ও ভবন নির্মাণে সকল বিষয়ে অবগত করেন।
এ সময় উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা এলজিইডি প্রকৌশলী মোসাম্মৎ শামসুন নাহার, উপ-সহকারী প্রকৌশলী নূর মোহাম্মদ মিয়া, সিও মাজহারুল ইসলাম, হিসাব সহকারি মাসুম মিয়া, কার্য সহকারি দেলোয়ার হোসেন মীর, নুর আলী, সার্ভেয়ার আমেনা আক্তে রুপা, বন্দর উপজেলা কাননগো মো.
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ সহক র
এছাড়াও পড়ুন:
পিএসসি জরুরি সভায় বসেছে, আসতে পারে কিছু সিদ্ধান্ত
৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোসহ পিএসসি’র সংস্কারের দাবিতে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ ও অবস্থানের পরিপ্রেক্ষিতে জরুরি সভায় বসেছে সরকারি কর্ম কমিশনের (পিএসসি)। পিএসসির একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, আজ বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে এ সভা শুরু হয়। পিএসসি চেয়ারম্যান মোবাশ্বের মোনেম সভায় সভাপতিত্ব করছেন।
পিএসসির একটি সূত্র জানিয়েছে, বেলা আড়াইটার দিকে সভা শুরু হয়। সভা থেকে চাকরিপ্রার্থীদের দাবি সংবলিত যেকোনো সিদ্ধান্ত আসতে পারে। চলমান নানা পরিস্থিতি নিয়ে সভায় আলোচনা হবে।
আরও পড়ুনযেসব নিরাপত্তাঝুঁকিতে আছে পিএসসি, কী বলছেন চেয়ারম্যান৫ ঘণ্টা আগেএর আগে সকালে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোসহ পিএসসি’র সংস্কারের দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন একদল চাকরিপ্রার্থী। বৃহস্পতিবার দুপুরের পরে তাঁরা সেখান থেকে পাবলিক সার্ভিস কমিশন-পিএসসির দিকে যেতে চাইলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের প্রথমে বাধা দেন। পরে চাকরিপ্রার্থীদের জোর করে নির্বাচন কমিশন থেকে পিএসসির যাওয়ার পথ থেকে সরিয়ে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
এ সময় চাকরিপ্রার্থীদের হাতে ছিল বিভিন্ন স্লোগানের প্ল্যাকার্ড। প্ল্যাকার্ডে ‘৮ মে করব দে’, ‘ড্রিম পিএসসি’ , ‘ফ্যাসিজম নট অ্যালাউড’সহ নানা স্লোগান লেখা ছিল।