বাংলাদেশে ক্যানসার রোগীর সংখ্যা বাড়ছে। সময়ের সঙ্গে জীবনে আধুনিকতা এলেও স্বাস্থ্যকর অভ্যাসের চর্চা কমে গেছে। জীবনযাপনের পদ্ধতির সঙ্গে বহু ক্যানসারের সরাসরি সম্পর্ক রয়েছে। আপাতদৃষ্টে সাধারণ নেশাদ্রব্যের সর্বগ্রাসী প্রভাবেও ক্যানসার হয়। ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক পরিসরে ক্যানসার–বিষয়ক সচেতনতা সৃষ্টির মাধ্যমে অনেকাংশেই ক্যানসার প্রতিরোধ করা সম্ভব।

বাংলাদেশে সবচেয়ে বেশি হয় হেড-নেক ক্যানসার। হেড-নেক ক্যানসার বলতে মাথা, ঘাড়, স্বরতন্ত্রী (ভোকাল কর্ড), শ্বাসনালি, জিব, মুখগহ্বর, খাদ্যনালি এবং এর ওপর দিককার অংশের ক্যানসারকে বোঝানো হয়। পৃথিবীর অন্যান্য অংশে কিন্তু এসব ক্যানসারের হার কম। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের মানুষের পান, জর্দা, সাদাপাতা, গুল প্রভৃতি গ্রহণের অভ্যাসের কারণেই এ অঞ্চলে এসব ক্যানসারের হার অনেক বেশি।

অধ্যাপক ডা.

মো. মোয়াররফ হোসেন

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

‘রোমায় খেললে মেসি একটি ব্যালন ডি’অরও পেত না’—মনে করেন টট্টি

লিওনেল মেসি। আটবারের ব্যালন ডি’অরজয়ী ফুটবলার। আর্জেন্টিনাকে তৃতীয় বিশ্বকাপ এনে দেওয়া অধিনায়ক সর্বকালের সেরা ফুটবলার কি না, তর্কবিতর্ক হয় সেটি নিয়েই।

মেসিকে নিয়ে তর্কবিতর্কে যোগ দিয়েছেন ইতালিয়ান তারকা ফ্রান্সেসকো টট্টিও। আর সেটি করতে গিয়ে নতুন বিতর্কই উসকে দিলেন এএস রোমার এই কিংবদন্তি। ইতালির সাবেক ফুটবলার রোমায় কাটানো ২৫ বছরের স্মৃতিচারণা করতে গিয়ে মেসির সঙ্গে নিজের তুলনা টানেন। তাঁর মতো পুরো ক্যারিয়ারে শুধু রোমায় খেললে মেসির অর্জনের খাতায় কী কী যোগ হতো, সেটি বলতে গিয়েই বিতর্কের সূত্রপাত করলেন টট্টি।

‘ইল কাপিতানো’ বললেন মেসি যদি ইতালির রাজধানীর ক্লাবটিতে খেলতেন, তবে ‘একটি ব্যালন ডি’অরও জিততে পারতেন না।’

২০১৫ সালে চ্যাম্পিয়নস লিগে রোমা–বার্সেলোনা ম্যাচের আগে টট্টি ও মেসি

সম্পর্কিত নিবন্ধ