বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সাবেক সচিব ড. ফেরদৌস জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ২৯ জানুয়ারি কমিশনের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

বৃহস্পতিবার প্রকাশিত ওই সভার কার্যবিবরণী থেকে এ তথ্য জানা গেছে। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সচিবের দায়িত্ব থেকে সরিয়ে ফেরদৌস জামানকে রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিকেশন বিভাগের পরিচালক পদে বদলি করা হয়।

ইউজিসির সভার কার্যবিবরণী থেকে জানা গেছে, কমিশনের সাবেক সচিব (বর্তমানে আরএসপি বিভাগের পরিচালক) ড.

ফেরদৌস জামানের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিষয়ে সত্যতা নিরূপণের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান ও সাবেক সচিব ড. মো. আবদুল মজিদকে আহ্বায়ক করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আসাদ উদ্দিন এবং কমিশনের উপসচিব (লিগ্যাল) নুরনাহার বেগম শিউলীর সমন্বয়ে তিন সদস্যবিশিষ্ট একট ফ্যাক্টস্ ফাইন্ডিং কমিটি গঠন করা হয়।

কমিটির সার্বিক পর্যবেক্ষণ হলো- ড. ফেরদৌস জামান ইউজিসিতে যোগদানের পর থেকে বিভিন্ন সময় নানা অভিযোগে অভিযুক্ত হন। এমনটি একাধিকবার উত্থাপিত অভিযোগগুলো প্রমাণিত হওয়া সত্ত্বেও তাঁর বিরুদ্ধে ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’ অনুযায়ী যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করে তাঁকে বারবার পদোন্নতি, চাকরি স্থায়ী ও বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে প্রশাসনের সর্বোচ্চ পদে নিয়োগ দেওয়া হয়। 

পর্যবেক্ষণের আলোকে কমিশনের সভায় ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’ অনুযায়ী ড. ফেরদৌস জামানকে সাময়িক বরখাস্ত করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া তদন্ত কমিটি গঠন করে তাঁকে আত্মপক্ষ সমর্থনের পর্যাপ্ত সুযোগ দিয়ে আইনি বিষয়গুলো পৃঙ্খানুপুঙ্খভাবে বিচার-বিশ্লেষণ করে ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’ যথাযথভাবে অনুসরণ করার জন্য বলা হয়। এ বিষয়ে কমিশনের লিগ্যাল সেলের মতামত বা পরামর্শ গ্রহণ করে তা বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

এ বিষয়ে বৃহস্পতিবার যোগাযোগ করলে ড. ফেরদৌস জামান সমকালকে কোনো বক্তব্য দিতে রাজি হননি।
 

উৎস: Samakal

কীওয়ার্ড: ইউজ স বরখ স ত সরক র ইউজ স

এছাড়াও পড়ুন:

নানা পাটেকারের বিরুদ্ধে তনুশ্রীর অভিযোগ ৮ বছর পর খারিজ

২০১৮ সালে ‘মি টু’ আন্দোলনে সরব হন বলিউড তনুশ্রী দত্ত। অভিযোগের তীর ছোঁড়েন বি-টাউনের গুণী অভিনেতা নানা পাটেকারের বিরুদ্ধে। ভারতীয় আদালতে দায়ের করেন মামলা। এবার সেই মামলা খারিজ করে দিলেন আদালত।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ২০০৮ সালে ‘হর্ন ওকে প্লিজ’ ছবির সেটে নানা ছাড়াও আরও তিন জনের বিরুদ্ধে অশ্লীল আচরণের অভিযোগ ছিল তনুশ্রীর।

শুক্রবার বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট (আন্ধেরি) এনভি বনশল জানান, অভিযোগের সময়সীমা অতিক্রান্ত। তনুশ্রীর অভিযোগ তাই খারিজ।

বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আরও জানান, আইনের চোখে একটি ঘটনার ১০ বছর পর অভিযোগ দায়েরের সারবত্তা নেই। তনুশ্রী ২০০৮-য় ঘটে যাওয়া ঘটনার প্রেক্ষিতে ২০১৮-য় ভারতীয় দণ্ডবিধির ধারা ৩৫৪ এবং ৫০৯-এ অভিযোগ দায়ের করেছিলেন। আইন অনুযায়ী, ফৌজদারি কর্মপদ্ধতি (সিআরপিসি)-র নিয়ম অনুসারে তিন বছরের সময়সীমা রয়েছে।

ম্যাজিস্ট্রেটের মতে, সময়সীমা নির্দিষ্ট করে দেওয়ার নেপথ্য কারণ, মামলার দ্রুত নিষ্পত্তি। তার পরেও সাত বছর পেরিয়ে গিয়েছে। প্রশাসনের তরফ থেকে বিলম্বের নির্দিষ্ট কারণ জানানো হয়নি। এই মামলা চালানো বা ধরে রাখা তাই নিরর্থক।

২৩ মার্চ, ২০০৮ তারিখে ঘটে যাওয়া একটি ঘটনার জন্য ২০১৮ সালে এফআইআর দায়ের করেন তনুশ্রী। সেসময় বিষয়টি নিয়ে প্রায় রোজই সংবাদের শিরোনাম হতেন তনু। অভিযুক্তের খাতায় নানার নাম দেখে অবাক হয়েছিলেন অনেকে।

সম্পর্কিত নিবন্ধ

  • পাসপোর্টের পরিচালক তৌফিক বরখাস্ত
  • নানা পাটেকারের বিরুদ্ধে তনুশ্রীর অভিযোগ ৮ বছর পর খারিজ