বিপিএলের প্রাইজমানি ঘোষণা, ১০ ক্যাটাগরিতে পুরস্কার
Published: 6th, February 2025 GMT
বিপিএলে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের প্রাইজমানি বৃদ্ধি করা হয়েছে। ওই খবর বিসিবি আগেই দিয়েছে। টুর্নামেন্টের সেরা দুই দলের সঙ্গে তৃতীয় ও চতুর্থ সেরা দলের জন্যও রাখা হয়েছে অর্থ পুরস্কার। আগের আসরগুলোতে তৃতীয় ও চতুর্থ সেরা দল কোন প্রাইজমানি পেত না।
বিপিএলের চ্যাম্পিয়ন, রানার্স আপ, তৃতীয় ও চতুর্থ সেরা দল ছাড়াও ছয় ক্যাটাগরিতে অর্থ পুরস্কারের ঘোষণা দিয়েছে বিসিবি। মোট ১০ ক্যাটাগরিতে দেওয়া হবে প্রাইজমানি।
বৃহস্পতিবার এক বার্তায় বিসিবি বিষয়টি নিশ্চিত করেছে। বিসিবির দেওয়া তথ্য অনুযায়ী, আসরের চ্যাম্পিয়ন দল পাবে আড়াই কোটি টাকা। রানার্স আপ দল পাবে দেড় কোটি টাকা। এই বিভাগে ৫০ লাখ টাকা করে প্রাইজমানি বাড়ানো হয়েছে।
টুর্নামেন্টের তৃতীয় সেরা দল হয়েছে খুলনা টাইগার্স। তারা পাবে ৬০ লাখ টাকা। চতুর্থ সেরা দল রংপুর রাইডার্সকে দেওয়া হবে ৪০ লাখ টাকা অর্থ পুরস্কার। এছাড়া ফাইনালের সেরা ক্রিকেটার ৫ লাখ টাকা অর্থ পুরস্কার পাবেন। টুর্নামেন্টের সেরা ক্রিকেটার পাবেন ১০ লাখ টাকা অর্থ পুরস্কার।
টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক ৫ লাখ টাকা অর্থ পুরস্কার পাবেন। নাঈম শেখ ৫১১ রান করে সবার ওপরে আছেন। তাকে ছাড়িয়ে ওই পুরস্কার অন্য কারো পাওয়ার সম্ভাবনা একেবারেই কম। চট্টগ্রামের গ্রাহাম ক্লার্ক ১২৫ ও বরিশালের তামিম ইকবাল ১৪৩ রানের ইনিংস খেলতে পারলেই কেবল নাঈমের সর্বোচ্চ রানের পুরস্কার ছিনিয়ে নিতে পারবেন।
টুর্নামেন্টের সর্বাধিক উইকেট শিকারি পাবেন ৫ লাখ টাকার অর্থ পুরস্কার। তাসকিন আগমেদ ২৫ উইকেট নিয়ে সবার ওপরে আছেন। ২০ উইকেট আছে আরও চার জনের। তারা হলেন- ফাহিম আশরাফ, আকিফ জাভেদ, খালেদ আহমেদ ও খুশদীল শাহ। তবে খালেদ ছাড়া কারো সামনে তাসকিনকে পেছনে ফেলার সুযোগ নেই। সেজন্য ফাইনালে খালেদকে নিতে হবে ৬ উইকেট!
এছাড়া ইমার্জিং ক্রিকেটার অব দ্য টুর্নামেন্ট বা বিপিএলের সেরা উদীয়মান ক্রিকেটারের জন্য রাখা হয়েছে পুরস্কার। ওই ক্যাটাগরিতে জয়ী পাবেন ৩ লাখ টাকার অর্থ পুরস্কার। টুর্নামেন্টের সেরা ফিল্ডারের জন্য ৩ লাখ টাকার অর্থ পুরস্কার রাখা হয়েছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব প এল ব প এল উইক ট
এছাড়াও পড়ুন:
কম্পিউটার থেকে হোয়াটসঅ্যাপে ভয়েস ও ভিডিও কল করা যাবে
কম্পিউটার ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপ ওয়েবে যুক্ত হতে যাচ্ছে ভয়েস ও ভিডিও কলের সুবিধা। মেটা কর্তৃপক্ষ ইতিমধ্যে এই সুবিধা পরীক্ষামূলকভাবে চালু করেছে উইন্ডোজ ও ম্যাকওএস–এর হোয়াটসঅ্যাপ ওয়েব সংস্করণে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডব্লিউ আ বেটা ইনফো–এর প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই সুবিধা চালু হলে কম্পিউটারের ওয়েব সংস্করণ থেকেই সরাসরি ভয়েস ও ভিডিও কল করা যাবে।
ব্যবহারকারীরা স্মার্টফোনে লগইন না করেও ব্যক্তিগত বা গ্রুপ কল করতে পারবেন। এর ফলে মুঠোফোন থেকে নির্ভরতা কমবে, আর ডেস্কটপে কাজ করার সময়ও হোয়াটসঅ্যাপ কল গ্রহণ বা শুরু করা যাবে অনায়াসে। হোয়াটসঅ্যাপ ওয়েবে সরাসরি অ্যাকাউন্টে লগইন করার সুযোগ না থাকলেও এটি মূলত ‘কম্প্যানিয়ন ডিভাইস’ হিসেবে ব্যবহৃত হয়। একজন ব্যবহারকারী সর্বোচ্চ চারটি যন্ত্রকে মূল অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করতে পারেন। এর মধ্যে স্মার্টফোন, ডেস্কটপ অ্যাপ কিংবা ওয়েব সংস্করণ থাকতে পারে। এত দিন ওয়েব সংস্করণ ব্যবহার করে শুধু বার্তা আদান-প্রদান করা গেলেও এবার যোগ হতে যাচ্ছে ভয়েস ও ভিডিও কলের সুবিধা।
নতুন এই সুবিধাটি এখনো পরীক্ষাধীন। তবে সবকিছু ঠিক থাকলে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এটি ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হতে পারে। কল সুবিধাটি চালু হলে হোয়াটসঅ্যাপের ওয়েবের ওপরের দিকে ডান পাশে থাকা কল আইকন থেকে ভয়েস বা ভিডিও কল শুরু করা যাবে। ব্যবহারকারীরা ইনকামিং কলও গ্রহণ করতে পারবেন, ফলে ডেস্কটপ ব্যবহার করেই হোয়াটসঅ্যাপ কল ব্যবস্থাপনা করা আরও সহজ হবে।
সুবিধাটি শুধু উইন্ডোজ ও ম্যাকওএসের ডেস্কটপ অ্যাপেই আপাতত পরীক্ষাধীন রয়েছে। নতুন কলিং সুবিধার পাশাপাশি হোয়াটসঅ্যাপে বার্তার প্রতিক্রিয়া জানানোর নতুন একটি সুবিধাও যুক্ত হচ্ছে। এতে ইমোজির পাশাপাশি স্টিকার ব্যবহার করেও বার্তার জবাব দেওয়া যাবে। মেটা বলছে, এ সুবিধা এখনো উন্নয়ন পর্যায়ে রয়েছে এবং খুব শিগগিরই চালু করা হতে পারে।
এ ছাড়া সম্প্রতি হোয়াটসঅ্যাপে ‘অ্যাডভান্সড চ্যাট প্রাইভেসি’ নামের একটি নিরাপত্তা–সুবিধা যুক্ত হয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীর অনুমতি ছাড়া চ্যাট এক্সপোর্ট করা বা মিডিয়া স্বয়ংক্রিয়ভাবে যন্ত্রে সংরক্ষিত হওয়া বন্ধ রাখা যাবে। এর ফলে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ও সংবেদনশীল কনটেন্ট আরও সুরক্ষিত থাকবে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস