বিপিএলে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের প্রাইজমানি বৃদ্ধি করা হয়েছে। ওই খবর বিসিবি আগেই দিয়েছে। টুর্নামেন্টের সেরা দুই দলের সঙ্গে তৃতীয়  ও চতুর্থ সেরা দলের জন্যও রাখা হয়েছে অর্থ পুরস্কার। আগের আসরগুলোতে তৃতীয় ও চতুর্থ সেরা দল কোন প্রাইজমানি পেত না। 

বিপিএলের চ্যাম্পিয়ন, রানার্স আপ, তৃতীয় ও চতুর্থ সেরা দল ছাড়াও ছয় ক্যাটাগরিতে অর্থ পুরস্কারের ঘোষণা দিয়েছে বিসিবি। মোট ১০ ক্যাটাগরিতে দেওয়া হবে প্রাইজমানি। 

বৃহস্পতিবার এক বার্তায় বিসিবি বিষয়টি নিশ্চিত করেছে। বিসিবির দেওয়া তথ্য অনুযায়ী, আসরের চ্যাম্পিয়ন দল পাবে আড়াই কোটি টাকা। রানার্স আপ দল পাবে দেড় কোটি টাকা। এই বিভাগে ৫০ লাখ টাকা করে প্রাইজমানি বাড়ানো হয়েছে।

টুর্নামেন্টের তৃতীয় সেরা দল হয়েছে খুলনা টাইগার্স। তারা পাবে ৬০ লাখ টাকা। চতুর্থ সেরা দল রংপুর রাইডার্সকে দেওয়া হবে ৪০ লাখ টাকা অর্থ পুরস্কার। এছাড়া ফাইনালের সেরা ক্রিকেটার ৫ লাখ টাকা অর্থ পুরস্কার পাবেন। টুর্নামেন্টের সেরা ক্রিকেটার পাবেন ১০ লাখ টাকা অর্থ পুরস্কার। 

টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক ৫ লাখ টাকা অর্থ পুরস্কার পাবেন। নাঈম শেখ ৫১১ রান করে সবার ওপরে আছেন। তাকে ছাড়িয়ে ওই পুরস্কার অন্য কারো পাওয়ার সম্ভাবনা একেবারেই কম। চট্টগ্রামের গ্রাহাম ক্লার্ক ১২৫ ও বরিশালের তামিম ইকবাল ১৪৩ রানের ইনিংস খেলতে পারলেই কেবল নাঈমের সর্বোচ্চ রানের পুরস্কার ছিনিয়ে নিতে পারবেন। 

টুর্নামেন্টের সর্বাধিক উইকেট শিকারি পাবেন ৫ লাখ টাকার অর্থ পুরস্কার। তাসকিন আগমেদ ২৫ উইকেট নিয়ে সবার ওপরে আছেন। ২০ উইকেট আছে আরও চার জনের। তারা হলেন- ফাহিম আশরাফ, আকিফ জাভেদ, খালেদ আহমেদ ও খুশদীল শাহ। তবে খালেদ ছাড়া কারো সামনে তাসকিনকে পেছনে ফেলার সুযোগ নেই। সেজন্য ফাইনালে খালেদকে নিতে হবে ৬ উইকেট! 

এছাড়া ইমার্জিং ক্রিকেটার অব দ্য টুর্নামেন্ট বা বিপিএলের সেরা উদীয়মান ক্রিকেটারের জন্য রাখা হয়েছে পুরস্কার। ওই ক্যাটাগরিতে জয়ী পাবেন ৩ লাখ টাকার অর্থ পুরস্কার। টুর্নামেন্টের সেরা ফিল্ডারের জন্য ৩ লাখ টাকার অর্থ পুরস্কার রাখা হয়েছে। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব প এল ব প এল উইক ট

এছাড়াও পড়ুন:

পিরোজপুরে সাবেক মন্ত্রীর বাড়ি ও আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নিসংযোগ

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য শ ম রেজাউল করিমসহ আওয়ামী লীগ ও যুবলীগের পাঁচ নেতার বাড়ি এবং উপজেরা আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা।

আজ বৃহষ্পতিবার রাত ৮টা থেকে শুরু করে রাত ১০টা পর্যন্ত এসব বাড়িতে হামলার ঘটনা ঘটে ।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণকে কেন্দ্র করে পিরোজপুরে বিক্ষুব্ধ ছাত্র-জনতা বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলা উপজেলা সদরে একত্র হন। এরপর তাঁরা একটি মিছিল নিয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সদরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়, সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান যুবলীগ নেতা নূরে আলম সিদ্দিকী শাহিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশারেফ হোসেন খান, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক চঞ্চলকান্তি বিশ্বাসের বাড়িসহ বিভিন্ন স্থাপনায় আগুন ধরিয়ে দেন ও ভাঙচুর করেন।

গণ–অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৫ ও ৬ আগস্ট এসব বাড়িতে একাধিকবার আগুন ধরিয়ে দেওয়া ও লুটপাট করা হয় বলে জানান স্থানীয় লোকজন । তখন থেকে ওই বাড়িতে কেউ থাকেন না; অনেকটা পরিত্যক্ত অবস্থায় ছিল। গত ৫ আগস্টের পর থেকে রেজাউল করিম আত্মগোপনে রয়েছেন। তাঁর নামে একাধিক মামলা রয়েছে।

সম্পর্কিত নিবন্ধ