রাজশাহীতে বাঁধাকপি খাওয়ার পর ৭ গাভির মৃত্যু, অসুস্থ ৫০ গরু
Published: 6th, February 2025 GMT
রাজশাহীর পবা উপজেলায় বাঁধাকপি খাওয়ার পর ৭টি গাভির মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে পড়েছে অপর ৫০টি গরু। গতকাল বুধবার বিকেলে উপজেলার বালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। গতকাল বিকেলে মাঠ থেকে ফেরার পথে চারটি এবং বাড়িতে ফেরার পর তিনটি গাভি মারা গেছে।
মারা যাওয়া প্রতিটি গাভির নাম আছে। গাভিগুলো হলো—গুলবাহার, রেনুবালা, বৈশাখী, জামাদার, ফুলকি, লালমন ও পিঠালি। গাভিগুলো দুটি পরিবারের। এর মধ্যে বালিয়া গ্রামের বাসিন্দা সোহেল রানার দুটি ও তাঁর ভাই জুয়েল রানা, রুবিনা খাতুন ও রুনা খাতুনের একটি করে আছে। এ ছাড়া একই গ্রামের আবদুল করিমের দুটি গরু মারা গেছে।
প্রাণিসম্পদ বিভাগের চিকিৎসকেরা মৃত গরুগুলোর নমুনা সংগ্রহ করেছেন। তাঁরা বলছেন, বাঁধাকপিতে দেওয়া কীটনাশক থেকে বিষক্রিয়া হয়ে গরুগুলো মারা যেতে পারে। নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে নিশ্চিত করে বলা যাবে। আর অসুস্থ গরুগুলোকে সুস্থ করে তুলতে প্রাণিসম্পদ দপ্তরের চারজন কর্মী গত রাত নির্ঘুম কাটিয়েছেন।
আজ বৃহস্পতিবার সকালে বালিয়া গ্রামে গিয়ে দেখা যায়, একটি বাগানে প্রায় ৪০টি গরু একসঙ্গে রাখা হয়েছে। সেখানে একের পর এক গরুকে ইনজেকশন দেওয়া হচ্ছে। শরীরের তাপমাত্রা কমে যাওয়া কয়েকটি গরুকে স্যালাইনও দেওয়া হচ্ছে। কয়েকজন মিলে স্যালাইন দেওয়া গরুটিকে ধরে আছেন। আরেকজন উঁচু করে ধরে আছেন স্যালাইনের বোতল। গরুগুলোর চিকিৎসার ব্যবস্থা করার জন্য ঘটনাস্থলে এসেছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আতোয়ার রহমান। উপস্থিত ছিলেন পবা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুব্রত কুমার সরকার। প্রাণিসম্পদ দপ্তরের কয়েকজন কর্মী গরুগুলোকে ধরে ধরে ইনজেকশন আর স্যালাইন দিতে ব্যস্ত সময় পার করছিলেন।
সোহেল রানা বলেন, এবার বাজারে বাঁধাকপির দাম নেই। তাই মো.
খেতে কীটনাশক দেওয়া ছিল কি না, সে ব্যাপারে কৃষক শরিফের সঙ্গে কথা বলা যায়নি। সকালে সোহেল রানার বাড়ির সামনে বসে ছিলেন তাঁর শাশুড়ি মোসা. শহরবানু। তিনি কাপড় টেনে চোখের পানি মুছছিলেন। শহরবানু বলেন, ‘ওই বাগানে গরুগুলা সব আছে। আমি স্ট্রোক করা মানুষ। হাঁটতে পারি না বুইল্যা যাইতে পারছি ন্যা। ভিতরডা খুব খারাপ করছে।’
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আতোয়ার রহমান বলেন, মারা যাওয়ার পর তিনটি গরু জবাই করা হয়েছিল। পরে মাংস মাটিতে পুঁতে দেওয়া হয়। এর আগে সেখান থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। এ নমুনা ঢাকায় পাঠানো হবে পরীক্ষার জন্য। আসলেই বিষক্রিয়া, নাকি অন্য কোনো কারণে গরু মারা গেছে, তা নমুনা পরীক্ষার পর নিশ্চিতভাবে বলা যাবে। তিনি আরও বলেন, ‘আমরা সার্বক্ষণিক এখানে আছি। গত রাতে আমাদের চারজন কর্মী সারা রাত জেগে ছিলেন এখানেই। প্রায় ৫০টি গরুকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এখন গরুগুলো ভালো আছে। তার পরও ভিটামিনজাতীয় ইনজেকশন দেওয়া হচ্ছে। শরীরে তাপমাত্রা কম থাকার কারণে কিছু গরু স্যালাইন পাচ্ছে।’
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আমরা আত্মবিশ্বাসী, অতি আত্মবিশ্বাসী নই: বিপিএল ফাইনাল নিয়ে চিটাগং কোচ
কাগজে-কলমে এত বেশি শক্তিশালী দল ছিল না চিটাগং কিংস। তবে তারা এখন পৌঁছে গেছে ফাইনালে। প্রথম কোয়ালিফায়ারে ফরচুন বরিশালের কাছে হারলেও দ্বিতীয়টিতে খুলনা টাইগার্সের বিপক্ষে শেষ বলে পেয়েছে রোমাঞ্চকর জয়। এমন ম্যাচের পর ফাইনালের আগের দিন চিটাগং কোনো অনুশীলন করেনি।
তাদের সময় কেটেছে টিম হোটেলেই। এদিন সন্ধ্যায় বিপিএল ট্রফি নিয়ে ফটোসেশনে অংশ নেন চিটাগং অধিনায়ক মোহাম্মদ মিঠুন। এর আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হন প্রধান কোচ শন টেইট ও তাঁর সহকারী এনামুল হক।
তুলনামূলকভাবে শক্তিতে পিছিয়ে থেকেও কীভাবে তারা ফাইনালে, এমন প্রসঙ্গে টেইট বলেছেন, ‘স্কোয়াডের মধ্যে আমরা বিশ্বাস ছড়িয়ে দিতে পেরেছি। ম্যাজিক হতেই পারে। ভালো জিনিস হলো, টুর্নামেন্টজুড়ে আমরা খুব বেশি কিছু পরিবর্তন আনিনি। আমরা এভাবেই টুর্নামেন্টে খেলেছি। কিছুটা ভাগ্যের সহায়তা আছে। তবে আমার মনে হয়, আমরা এখানে থাকার যোগ্য।’
আরও পড়ুনশেষ বলে ৪ মেরে ফাইনালে চিটাগং, খুলনার বিদায়০৫ ফেব্রুয়ারি ২০২৫ফাইনালে চিটাগংয়ের প্রতিপক্ষ ফরচুন বরিশাল, যারা গতবারের চ্যাম্পিয়ন। এবারও বরিশাল লিগ পর্বে সবার ওপরে থাকার পর প্রথম কোয়ালিফায়ারে হারিয়েছে চিটাগংকেই।
নাটকীয় জয়ে ফাইনাল নিশ্চিত করেছিল চিটাগং কিংস