এবার গুঁড়িয়ে দেওয়া হলো নাটোর আ.লীগ কার্যালয়
Published: 6th, February 2025 GMT
নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের আলোচিত ‘জান্নাতি প্যালেসে’ দ্বিতীয় বারের মত ভাঙচুর ও অগ্নিসংযোগের পর এবার জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্ররা।
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে নাটোর শহরের কান্দিভিটুয়া এলাকায় আওয়ামী লীগের এ অস্থায়ী কার্যালয় ভেঙে ফেলা হয়। এ সময় বিক্ষুব্ধ ছাত্র-জনতা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এছাড়া ভেঙে ফেলা দলীয় কার্যালয়ের স্থানে দ্রুততম সময়ের মধ্যে ‘জুলাই স্মৃতি শিশুপার্ক’ করার ঘোষণা দেন বৈষম্যবিরোধী নেতারা।
জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন জেলায় ফ্যাসিস্ট সরকারের রাজনৈতিক ও দলীয় কার্যালয় ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। তারই অংশ হিসেবে নাটোরে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এরপরে ফ্যাসিস্ট সরকারের পক্ষ থেকে কোনো প্রকার বিবৃতি কিংবা অপপ্রচার চালানো হলে ফ্যাসিস্ট সরকারের এমপি-মন্ত্রীদের বাড়িঘর ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে। এসময় তারা দলীয় কার্যালয়টির স্থানে ‘জুলাই স্মৃতি শিশুপার্ক’ করার ঘোষণা দেন।
পুলিশ সুপার মারুফাত হোসাইন জানান, বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।
এর আগে বুধবার দিবাগত রাত ১২টার দিকে নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের আলোচিত ‘জান্নাতি প্যালেসে’ অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়।
.উৎস: Samakal
কীওয়ার্ড: আওয় ম ল গ
এছাড়াও পড়ুন:
মঙ্গল গ্রহে স্পেসএক্সের রকেট পাঠানোর সম্ভাব্য সময় জানালেন ইলন মাস্ক
মঙ্গল গ্রহে মানববসতি গড়তে ভীষণ আগ্রহী স্পেসএক্স, টেসলাসহ খুদে ব্লগ লেখার সাইট এক্সের (সাবেক টুইটার) মালিক ইলন মাস্ক। মঙ্গল গ্রহে যে করেই হোক মানববসতি তৈরি করতে চান তিনি। শুধু তা-ই নয়, ২০৫৪ সালের মধ্যে মঙ্গল গ্রহে ১০ লাখ মানুষের বসবাসের উপযোগী শহর তৈরির পরিকল্পনার কথাও ইতিমধ্যে জানিয়েছেন আলোচিত এই মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা। এ নিয়ে বিস্তর সমালোচনা হলেও দমে যাওয়ার পাত্র নন তিনি। আর তাই এবার এক্সে দেওয়া একটি পোস্টে মঙ্গল গ্রহে স্পেসএক্সের স্টারশিপ রকেট পাঠানোর সম্ভাব্য সময় জানিয়েছেন ইলন মাস্ক।
মঙ্গল গ্রহে চলা কিউরিওসিটি রোভারের একটি পোস্ট শেয়ার করে এক্সে ইলন মাস্ক জানিয়েছেন, স্টারশিপ আগামী বছরের শেষের দিকে অপটিমাস এক্সপ্লোরার রোবট নিয়ে মঙ্গলের উদ্দেশে রওনা দেবে বলে আশা করা হচ্ছে। এর আগে আরেক ঘোষণায় মাস্ক স্পেসএক্সের মঙ্গল মিশনের জন্য উচ্চাভিলাষী সময়সূচি প্রকাশ করেছিলেন। সে সময়সূচি অনুযায়ী, রোবট অবতরণ সফল হলে ২০২৯ সালের প্রথম দিকে মঙ্গল গ্রহে মানুষ পাঠানো শুরু হতে পারে। যদিও তাঁর ভাষ্যে, ২০৩১ সালই হচ্ছে মঙ্গলজয়ের বাস্তবসম্মত সময়।
আরও পড়ুনমানুষ কি আদৌ মঙ্গল গ্রহের প্রতিকূল পরিবেশে টিকে থাকতে পারবে২৭ নভেম্বর ২০২৪সম্প্রতি স্টারশিপের একটি রকেট পরীক্ষার সময় বিস্ফোরিত হয়। এর ফলে স্পেসএক্সের মাধ্যমে মঙ্গল গ্রহে ইলন মাস্কের মানববসতি তৈরির উচ্চাকাঙ্ক্ষা কিছুটা পিছিয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু সেই ব্যর্থতা পেছনে ফেলে মঙ্গল গ্রহে স্পেসএক্সের স্টারশিপ রকেট পাঠানোর সম্ভাব্য সময় জানালেন ইলন মাস্ক।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
আরও পড়ুনমঙ্গল গ্রহে নতুন বছর কবে থেকে শুরু হয়েছে জানেন২১ নভেম্বর ২০২৪