আদমজীনগর এম.ডব্লিউ উচ্চ বিদ্যালয়ে পিঠা উৎসব
Published: 6th, February 2025 GMT
সিদ্ধিরগঞ্জে আদমজীনগর এম.ডব্লিউ উচ্চ বিদ্যালয়ে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে মার্চেন্ট ওয়ার্কারস উচ্চ বিদ্যালয়ের কর্তৃপক্ষের উদ্বেগে পিঠা উৎসবে শিক্ষার্থীদের ৪৩টি স্টলের মাধ্যেমে বিভিন্ন রকমারি পিঠা প্রদর্শনের আয়োজন করা হয়।
রকমারি নানা পিঠা নজর কারে বিদ্যালয়ের শিক্ষক অভিভাবক শিক্ষার্থী ও দর্শনার্থীদের। শীত কালীন সময় এ পিঠ উৎসবকে গিড়ে এম ডব্লিউ স্কুলের ভিবিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা বাহারী রকমের পিঠা প্রর্দশনি করে থাকে।
এবং বাংলাদেশের ঐতিহ্যর সাথে পরিচয় করে দিতে স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে ভিবিন্ন কর্যক্রমে অংশ গ্রহন করে। তারই ধারাবাহীকতায় এ দিন অনুঠিত হয় পিঠা উৎসব।
দেশী বাহারি পিঠার প্রদর্শনের মাধ্যেমে শিশুদের দেশীয় সস্কৃতি সঙ্গে পরিচয়ের করানো হয় বলে জানায় শিক্ষ-শিক্ষিকা। শিক্ষার্থীদের এ মিলন মেলায় বর্তমান শিক্ষার্থীদের হাতে বানানো পিঠা খেয়ে এবং শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে অতিথিরা শিক্ষার্থীদের পুরস্কৃত করেন। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে চলে এই পিঠা উৎসব।
এদিন সকাল থেকেই বিদ্যালয়ের মাঠে বিভিন্ন ঐতিহ্যগত নামে বিভিন্ন শ্রেণী ও বিভাগের শিক্ষার্থীদের স্টলগুলো বাহারি রঙে সেজে উঠে। বর্তমান শিক্ষার্থীরা স্কুল ড্রেস এবং প্রাক্তণ শিক্ষার্থীরা রঙ-বেরঙয়ের জামা-কাপড় পড়ে স্টলে আসতে শুরু করে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নেচে-গেয়ে কলেজ প্রাঙ্গণে উৎসব আবেগের সৃষ্টি করে।
এসময় বিদ্যালয়ের বাহিরে এবং মাঠ প্রাঙ্গণের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকদের উপস্থিতিতে এই মিলন মেলা কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠে। বিদ্যালয়ের বিজ্ঞান, ব্যবসা, মানবিক শাখা এবং বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা গ্রুপ ভিত্তিক আলাদা-আলাদা স্টল স্থাপন করে। স্টলগুলোতে সাজানো হয় শিক্ষার্থীদের হাতে বানানো প্রায় ১০০ ধরনের পিঠা।
অতিথি ও শিক্ষকরা ঘুরে ঘুরে স্টলগুলো পরিদর্শন করেন এবং পিঠা খেয়ে শিক্ষার্থীদের আনন্দিত করেন। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর সাবেক ছাত্রদলের সভাপতি অ্যাডভোকেট রাকিবুর রহমান সাগর, বিএনপি নেতা সাখাওয়াত মোল্লা, মার্চেন্ট ওয়ার্কারস (এম, ডব্লিউ) উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি মোশারেফ হোসেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রওশনারাসহ স্কুলের অন্যান্য সদস্যবৃন্দ, শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং সাবেক-বর্তমান শিক্ষার্থীরা।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় নিহত ২, আহত ৪
ঝিনাইদহের মহেশপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এসময় অপর এক মোটরসাইকেলে থাকা তিন জনসহ চারজন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যায় খালিশপুর-জীবননগর মহাসড়কের কৃষ্ণচন্দ্রপুর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কৃষ্ণচন্দ্রপুর গ্রামের বাদল রায়ের ছেলে রাজা (১৮) ও একই গ্রামের মংলা রায়ের ছেলে বিধান (১৭)। এসময় নিহতদের মোটরসাইকেল চালক কৃষ্ণচন্দ্রপুর গ্রামের আলী হোসেনর ছেলে সাজু ও অপর মোটরসাইকেলে থাকা আজমপুর ইউনিয়নের কুলবাগান গ্রামের আনোয়ার মোল্যার ছেলে হুসাইন (১৯), আলামপুরের হামিদুলের ছেলে সামাউল (১৯) ও একই গ্রামের সিয়াম (১৮) গুরুতর আহত হন।
প্রত্যক্ষদর্শী ইউপি সদস্য রেজাউল ইসলাম জানান, দুই মোটরসাইকেলে ছয় জন আরোহী খালিশপুরের দিক থেকে জীবননগরের দিকে যাচ্ছিলেন। কৃষ্ণচন্দপুর বাসস্ট্যান্ডে পৌঁছলে পিছন দিক থেকে আসা দ্রুত গতির একটি ট্রাক দুটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুই আরোহীর মৃত্যু হয়। সেসময় আহতদের উদ্ধার করে কোটচাঁদপুর ও যশোর সদর হাসপাতালে নেওয়া হয়।
স্থানীয়দের বরাত দিয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন জানান, দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেছে। ট্রাকটি আটক করতে আইনগত প্রক্রিয়া চলছে।
ঢাকা/সোহাগ/এস