প্রিয়াঙ্কার হয়ে কেন মিষ্টি বিতরণ করলেন শ্বশুর কেভিন
Published: 6th, February 2025 GMT
এই ভারত, এই মার্কিন যুক্তরাষ্ট্র। বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া কখন কোন দেশে থাকেন তা হয়তো বলিউডের অনেকেই বুঝে উঠতে পারেন না। বর্তমানে ভারতের অবস্থান করেছেন তিনি। উপলক্ষ ভাই সিদ্ধার্থ চোপড়ার বিয়ে। কয়েকদিন আগেই স্বামীর পরিবারের সদস্যদের নিয়ে মার্কিন মুলুক থেকে ভারতে পৌঁছান প্রিয়াঙ্কা চোপড়া।
বউমার ভাইয়ের বিয়ের জন্য ছেলেকে ছাড়াই আগেভাগে মুম্বাইতে পা রেখেছেন প্রিয়াঙ্কার শ্বশুর-শাশুড়ি।
বুধবার গায়ের হলুদের অনুষ্ঠানের একাধিক ছবি-ভিডিও প্রকাশ্যে এসেছে। তার ফাঁকেই দেখা গেল, বউমার ভাইয়ের বিয়েতে পুরাদস্তুর দেশি মুডে নিক জোনাসের বাবা। অতিথি আপ্যায়নের পাশাপাশি মিষ্টিও পরিবেশন করতে দেখা গেল তাঁকে।
গায়ে হলুদের পর বুধবার রাতে সিদ্ধার্থ চোপড়া, নীলম উপাধ্যায়ের মেহেদী আসরেও বেশ সক্রিয় দেখা যায় প্রিয়াঙ্কার শ্বশুর কেভিন জোনাস এবং শাশুড়ি ডিনাইস মিলার জোনাসকে। হাতে মিষ্টির প্যাকেট নিয়ে অতিথিদের পরিবেশন করছিলেন তিনি। পাপারাজ্জিদেরও মিষ্টি বিতরণ করতেও দেখা যায় তাঁকে।
শুধু তাই নয়, নিক জোনাসের বাবাকে বলতে শোনা যায়, ‘আমি প্রিয়াঙ্কার পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাতে চাই। আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ, একটু মিষ্টিমুখ করে নিন।’ সূত্র: হিন্দুস্থান টাইমস ও সংবাদ প্রতিদিন।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
অন্য ব্যাংকের এটিএম থেকে টাকা তোলার খরচ বেড়ে দ্বিগুণ
সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুনঅন্য ব্যাংকের এটিএম বুথ ব্যবহার করে টাকা তুললে প্রতিবার লেনদেনের জন্য গ্রাহককে (এটিএম কার্ডধারী) ভ্যাটসহ সর্বোচ্চ ৩০ টাকা করে দিতে হবে। এতোদিন ভ্যাটসহ সর্বোচ্চ ১৫ টাকা করে দিতে হতো। যদিও কার্ড ইস্যুকারী ব্যাংক এটিএম বুথ স্থাপনকারী ব্যাংককে ১৫ টাকা করে দেবে।
আগামী ২০ ফেব্রুয়ারি থেকে এ হার কার্যকর হবে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগ থেকে এ বিষয়ে একটি নির্দেশনা ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীদের কাছে পাঠানো হয়।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, আগামী ২০ ফেব্রুয়ারি থেকে গ্রাহক যদি তার ব্যাংক হিসাবে সংক্ষিপ্ত বিবরণী বা স্থিতি নিতে চান তার জন্য ভ্যাটসহ অতিরিক্ত ৫ টাকা দিতে হবে। ক্ষুদে বিবরণীর জন্য দিতে হবে ৫ টাকা এবং তহবিল স্থানান্তরের জন্য গ্রাহককে দিতে হবে ১০ টাকা। এই চার্জ কার্ড ইস্যুয়িং ব্যাংক বা প্রতিষ্ঠান অ্যাকোয়ারিং ব্যাংক বা প্রতিষ্ঠানকে প্রদান করবে। নগদ অর্থ উত্তোলনের ক্ষেত্রে প্রতি মাসে প্রথম ৫টি লেনদেনে (প্রতি লেনদেনে ২০ হাজার টাকা বা গ্রাহকের চাহিদানুসারে তননিল্ন অর্থ) ইস্যুয়িং ব্যাংক বা প্রতিষ্ঠান সর্বোচ ১৫ টাকা (ভ্যাট অন্তর্ভুক্ত) গ্রাহকের নিকট হতে আদায় করতে পারবে। পরবর্তী লেনদেনসমূহে ইস্যুয়িং ব্যাংক বা প্রতিষ্ঠান সম্পূর্ণ চার্জ গ্রাহক হতে আদায় করতে পারবে। এক্ষেত্রে এনপিএসবি এর আওতায় গ্রাহক প্রতি মাসে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্থন্ত নগদ অর্থ উত্তোলন করতে পারবে। নগদ অর্থ উত্তেলন ব্যতীত অন্যান্য লেনদেনের সার্ভিস চার্জ বাবদ উল্পিখিত সম্পূর্ণ অর্থ কার্ড ইস্যুয়িং ব্যাংক বা প্রতিষ্ঠান গ্রাহকের নিকট হতে আদায় করতে পারবে।
বলা হয়, দেশের অভ্যন্তরে পিওএস ব্যবহার করে নগদ অর্থ উত্তোলনের ক্ষেত্রে ইস্যুয়িং ব্যাংক বা প্রতিষ্ঠান লেনদেন প্রতি সার্ভিস চার্জ সর্বোচ্চ ২০ টাকা (ভ্যাট অন্তর্ভূক্ত) অ্যাকোয়ারিং ব্যাংক বা প্রতিষ্ঠানকে প্রদান করবে। ইস্যুয়িং ব্যাংক/প্রতিষ্ঠান গ্রাহকের নিকট হতে উক্ত চার্জ আদায় করতে পারবে
ইন্টারনেট ব্যাংকিং ফান্ড ট্রান্সফার
এনপিএসবি এর আওতায় এক ব্যাংকের গ্রাহক ইন্টারনেট ব্যাংকিং ফান্ড ট্রান্সফার পদ্ধতি ব্যবহার করে ভিন্ন ব্যাংকে তহবিল স্থানান্তরের ক্ষেত্রে লেনদেন প্রতি সার্ভিস চার্জ সর্বোচ্চ ১০ টাকা (ভ্যাট অন্তর্ভু্ত); যা অরিজিনেটিং ব্যাংক তাদের গ্রাহকের নিকট হতে আদায় করতে পারবে।
অনলাইনে আয়কর পরিশোধ এবং সরকারি পরিষেবা
করদাতাদের অধিকতর উৎসাহ প্রদান ও অনলাইনে আয়কর পরিশোধে সহজ করার লক্ষ্যে ই-রিটার্ন সিস্টেম হতে কার্ড পেমেন্ট, ইন্টারনেট ব্যাংকিং ও এমএফএসপিএসপি ওুয়ালেট-এর মাধ্যমে আয়কর পরিশোধের ক্ষেত্রে প্রযোজ্য ফি চার্জ হবে নিম্নরুপ-
ক) বাংলাদেশে ইস্যুকৃত কার্ড ও ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে ২৫ হাজার টাকা পর্যন্ত লেনদেনে গ্রাহকের নিকট হতে লেনদেন প্রতি সর্বোচ্চ ২০ টাকা (ভ্যাট অন্তর্ভুক্ত) এবং ২৫ হাজার টাকার উধ্ধ্বে লেনদেন প্রতি সর্বোচ্ ৫০ টাকা (ভ্যাট অন্তর্ভুক্ত) আদায় করা যাবে;
খ) এমএফএস/পিএসপি ওয়ালেট ব্যবহার করে লেনদেনে গ্রাহকের নিকট হতে লেনদেন প্রতি ১ শতাংশ বা সর্বোচ্চ ৩০ টাকা (ভ্যাট অন্তর্ভুক্ত), যা নিম্নতর, আদায় করা যাে
গ) এ লেনদেনের বিপরীতে কোন চার্জব্যাক প্রযােজ্য হবে না।
এমসিসি-৯৩৯৯ এর বিপরীতে কোন চার্জব্যাক প্রযোজ্য হবে না। এমসিসি-৯৩৯৯ এর এর বিপরীতে সংঘটিভ কার্ড লেনদেনের ক্ষেত্রে বাংলাদেশে ইস্যুকৃত কা্ভের জন্য ২৫ হাজার টাকা পর্যন্ত পরিশোধের ক্ষেত্রে অ্যাকোয়ারিং ব্যাংক বা প্রতিষ্ঠান গ্রাহকের নিকট হতে লেনদেন প্রতি সর্বোচ্চ ২০ টাকা (ভ্যাট অন্তর্তুক) আদায় করবে, যার
মধ্যে ৫ টাকা (ভ্যাট অন্তরভূক্ত) কার্ড ইস্যুয়িং ব্যাংকাপ্রতিষ্ঠানকে প্রদান করবে। ২৫ হাজার টাকার উর্ধে এ জাতীয় লেনদেনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংক বা প্রতিষ্ঠানসমূহের প্রচলিত ফি/চার্জ প্রযোজ্য হবে। আগামী ২০ ফেব্রুয়ারি হতে এই নির্দেশনা কার্যকর হবে।
বিএইচ