আইনজীবী তৌফিকা আফতাব ওরফে তৌফিকা করিমের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। অন্যদিকে সাবেক সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিংসহ তাঁর পরিবারের পাঁচ সদস্যের বিদেশযাত্রায়ও নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আলাদা আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ মো. জাকির হোসেন আজ বৃহস্পতিবার এসব আদেশ দেন।

আইনজীবী তৌফিকা করিমের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম।

দুদক আদালতকে লিখিতভাবে জানিয়েছে, তৌফিকা করিম সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের আস্থাভাজন ও বিশ্বস্ত। তিনি তদবির–বাণিজ্যসহ দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।

দুদকের পক্ষ থেকে আদালতকে আরও বলা হয়েছে, রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় তৌফিকা করিমের একটি বাড়ি আছে বলে নিশ্চিত হওয়া গেছে। সেটার অর্থমূল্য ৬ কোটি ৩৩ লাখ টাকা। অন্যদিকে তাঁর বিভিন্ন ব্যাংক হিসাবে ২৩ কোটি টাকা গচ্ছিত রাখার তথ্য পাওয়া গেছে। এ ছাড়া তিনি সিটিজেন ব্যাংকে আরও পাঁচ কোটি টাকা বিনিয়োগ করেছেন।

তৌফিকা করিম বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে দুদকের পক্ষ থেকে আদালতকে জানানো হয়েছে। শুনানি নিয়ে আদালত তৌফিকা করিমের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত।

বীর বাহাদুর উশৈসিংয়ের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

সাবেক সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিংসহ তাঁর পরিবারের পাঁচ সদস্যের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো.

জাকির হোসেন আজ বৃহস্পতিবার এ আদেশ দেন। নিষেধাজ্ঞা আরোপ করা তাঁর পরিবারের অন্য চার সদস্য হলেন বীর বাহাদুর উশৈসিংয়ের স্ত্রী মে হ্লা প্রু, তাঁর তিন সন্তান উসিং হাই, থোওয়াই শৈ ওয়াং ও ম্যা ম্যা খিং ভেনাস।

বীর বাহাদুর উশৈসিংসহ পাঁচজনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন দুদকের সহকারী পরিচালক আবদুল মালেক।

আবেদনে বলা হয়েছে, বীর বাহাদুর উশৈসিং দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কোটি কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন, যা অনুসন্ধান করছে দুদক। তিনি সপরিবার দেশত্যাগের চেষ্টা করছেন বলে দুদক জানতে পেরেছে।

এ পরিস্থিতিতে শুনানি নিয়ে আদালত তাদের প্রত্যেকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পর ব র কর ছ ন কর ম র সদস য

এছাড়াও পড়ুন:

খালেদা জিয়ার নাইকো মামলায় সাক্ষ্য শেষ, আত্মপক্ষ শুনানি ১৩ ফেব্রুয়ারি

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ আট জনের বিরুদ্ধে দায়ের করা নাইকো দুর্নীতি মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আগামী ১৩ ফেব্রুয়ারি আসামিদের আত্মপক্ষ শুনানির তারিখ ধার্য করেছেন আদালত।

বুধবার (৫ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলমের আদালতে তদন্ত কর্মকর্তা দুদকের সাবেক উপ-পরিচালক সাহেদুর রহমান জবানবন্দি শেষ করেন। এরপর আসামিপক্ষের আইনজীবীরা তাকে জেরা করেন। পরে আদালত ১৩ ফেব্রুয়ারি আসামিদের আত্মপক্ষ শুনানির তারিখ ঠিক করেন।

খালেদা জিয়ার আইনজীবী আব্দুল হান্নান ভূঁইয়া গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

নাইকো দুর্নীতি মামলায় ৬৮ সাক্ষীর মধ্যে ৩৯ জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত।

২০০৭ সালের ৯ ডিসেম্বর রাজধানীর তেজগাঁও থানায় খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলা তদন্তের পর ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়। গত বছরের ১৯ মার্চ  একই আদালত খালেদা জিয়াসহ ৮ আসামির অব্যাহতির আদালত নাকচ করে চার্জ গঠনের আদেশ দেন।

অপর আসামিরা হলেন—প্রধানমন্ত্রীর তৎকালীন মুখ্য সচিব কামাল উদ্দীন সিদ্দিকী,বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, নাইকোর দক্ষিণ এশিয়াবিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউসুফ হোসাইন, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন ও বাগেরহাটের সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম। এদের মধ্য প্রথম তিন জন পলাতক আছেন।

ঢাকা/মামুন/রফিক

সম্পর্কিত নিবন্ধ

  • না`গঞ্জে ডিসি-এসপি অফিসের সামনে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙলেন বিএনপিপন্থী আইনজীবীরা
  • রাষ্ট্রপতির ক্ষমায় লাগবে বোর্ডের সুপারিশ
  • জাভেদের মামলায় কঙ্গনাকে শেষ সুযোগ দিলেন আদালত
  • জাভেদের করা মামলায় কঙ্গনাকে শেষ সুযোগ দিলো আদালত
  • জাভেদ আখতারের মামলায় কঙ্গনাকে শেষ সুযোগ দিলো আদালত
  • দনিয়া কলেজের শিক্ষার্থী খুন: ৬ জন রিমান্ডে
  • সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে হামলায় সাংবাদিক আহত
  • সুপ্রিম কোর্ট চত্বরে হামলায় সাংবাদিক আহত
  • খালেদা জিয়ার নাইকো মামলায় সাক্ষ্য শেষ, আত্মপক্ষ শুনানি ১৩ ফেব্রুয়ারি