যে দল যত নির্ভার থাকবে তারাই জিতবে: তামিম
Published: 6th, February 2025 GMT
তামিম ইকবালের নেতৃত্বে টানা দ্বিতীয়বার বিপিএলের ফাইনালে উঠেছে ফরচুন বরিশাল। চলতি আসরের সবচেয়ে জনপ্রিয় দলটি শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী। তবে মাঠে নির্ভার থাকতে হবে। পূর্বে বিপিএলের দুই শিরোপা জেতা তামিম ইকবাল এমনটাই মনে করেন।
শুক্রবার সন্ধ্যা সাতটায় বিপিএলের ফাইনালে বরিশাল ও চট্টগ্রাম কিংস মুখোমুখি হবে। কাগজে কলমে বরিশাল শক্তিতে এগিয়ে। তবে ফাইনালে তামিম কাগজের শক্তির কথা ভাবতে চান না। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এমনই বার্তা দিয়েছেন বিপিএল চলাকালীন আন্তর্জাতিক ক্রিকেটকে আনুষ্ঠানিক বিদায় বলা তামিম ইকবাল।
তিনি বলেন, ‘আমার মনে হয় ফাইনালে যে দল যত নির্ভার থাকবে তাদেরই জয়ের সম্ভাবনা বেশি। কোয়ালিফায়ারে আমি চাপে ছিলাম। এর আগে দু’বার ফাইনাল খেলেছি। ফাইনালে আমি অত চাপে থাকি না। আশা করি, কালকেও ওমন যাবে। টুর্নামেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ ফাইনাল। এখানে চাপ চলে আসলে আপনি ভুল করবেন। সেজন্য নির্ভার দলেরই জয়ের বেশি সুযোগ থাকবে।’
অভিজ্ঞ ক্রিকেটারে ভরা দল ফরচুন বরিশাল। তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহরা খেলছেন। বিদেশি ডেভিড মালান, মোহাম্মদ নবী খেলছেন দলটিতে। দুই দলের শক্তি মাপলে বরিশালের ধারে কাছে নেই চট্টগ্রাম কিংস। তবে তামিম মনে করেন, নাম দিয়ে ফাইনাল ম্যাচ হয় না।
তিনি বলেন, ‘এটা ফাইনাল। নামের খেলা হবে না। দল হিসেবে যারা ভালো খেলবে তারাই জিতবে। আমি পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে জিতব। তারা পরিকল্পনা ভালো করলে তারা জিতবে। অনেকে হয়তো ভাবেনি তারা ফাইনালে উঠবে। তবে মাঠে তারা প্রমাণ করেছে যে তারা প্রাপ্য। আমরা ফাইনালটা অন্য ম্যাচের মতো করেই খেলার চেষ্টা করবো।’
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব প এল ত ম ম ইকব ল ত ম ম ইকব ল ব প এল
এছাড়াও পড়ুন:
বিএসইসির ১৩ কর্মকর্তার জামিন
নাশকতার মামলায় পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ১৩ কর্মকর্তাকে জামিন দিয়েছেন আদালত।
সোমবার (১০ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ছয় জনের এবং গতকাল রবিবার আরেক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা সাত জনের জামিনের আদেশ দেন।
জামিন পাওয়া আসামিরা হলেন—বিএসইসির নির্বাহী পরিচালক মাহবুবুল আলম (৫৭) ও রেজাউল করিম (৫৪), যুগ্ম পরিচালক রাশেদুল ইসলাম (৪৮), উপ-পরিচালক বনী ইয়ামিন (৪৫) ও শহিদুল ইসলাম (৪২), লাইব্রেরিয়ান মো. সেলিম রেজা বাপ্পী (৩১), অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম (৫০), সহকারী পরিচালক জনি হোসেন (৩১), রায়হান কবীর (৩০), আব্দুল বাতেন (৩২), সাজ্জাদ হোসেন (৩০), ব্যক্তিগত কর্মকর্তা আবু ইউসুফ (২৯) এবং উপ-পরিচালক আল ইসলাম (৩৮)। তাদের মধ্যে প্রথম সাত জন রবিবার এবং পরের ৬ জন আজ সোমবার জামিন পান।
রাজধানীর শেরেবাংলা নগর থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম জামিনের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল সাত জন এবং আজ ছয় জন আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত তাদের আবেদন মঞ্জুর করেছেন।
গত ৬ মার্চ রাতে শেরেবাংলা নগর থানায় ১৬ জনকে আসামিকে করে মামলা দায়ের করেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের গানম্যান মো. আশিকুর রহমান।
অপর আসামিরা হলেন—বিএসইসির সাবেক নির্বাহী পরিচালক সাইফুর রহমান (৫৮), পরিচালক আবু রায়হান মো. মোহতাছিন বিল্লা (৫১) এবং উপ-পরিচালক তৌহিদুল ইসলাম (৩২)।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ৫ মার্চ বিএসইসির চেয়ারম্যান ও কমিশনারদের অবরুদ্ধ করেছিলেন সংস্থাটির কর্মকর্তা–কর্মচারীরা। তারা পূর্বপরিকল্পনা অনুযায়ী কমিশনের মূল ফটকে তালা দেন। সিসি ক্যামেরা, ওয়াই-ফাই ও লিফট বন্ধ করে দেন এবং বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে মারাত্মক অরাজকতা ও ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে গুরুতর জখমের চেষ্টা করেন।
বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে এবং কমিশনার মো. মহসিন চৌধুরী, মো. আলী আকবর ও ফারজানা লালারুখের উপস্থিতিতে কমিশনের নির্ধারিত সভা চলাকালে অভিযুক্তরাসহ আরো কিছু কর্মকর্তা-কর্মচারী কমিশনের সভাকক্ষে জোরপূর্বক ঢুকে কমিশনের চেয়ারম্যান ও কমিশনারদেরকে অবরুদ্ধ করেন।
ঢাকা/মামুন/এনটি/রফিক