বৈশ্বিক অনিশ্চয়তার মুখে চীন-থাইল্যান্ড সম্পর্ক উন্নয়নের আহ্বান জানালেন সি
Published: 6th, February 2025 GMT
ক্রমবর্ধমান বৈশ্বিক অনিশ্চয়তার মোকাবিলায় চীন ও থাইল্যান্ডের মধ্যে আস্থা আরও গভীর করা এবং সহযোগিতার সম্পর্ক প্রসারিত করার আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। আজ বৃহস্পতিবার বেইজিংয়ে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার কাছে এমন আহ্বান জানান তিনি।
চীন ও থাইল্যান্ডের কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার বেইজিং সফরে যান পেতংতার্ন। আগামী শনিবার তাঁর এই সফর শেষ হওয়ার কথা। গত আগস্টে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় বসার পর এটিই পেতংতার্নের প্রথম চীন সফর।
শীর্ষ দুই নেতার সাক্ষাতের সময় থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক ও চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কুনমিং শহরের মধ্যে যোগাযোগের জন্য দ্রুতগতির রেলপথ স্থাপনসহ নানা প্রকল্পের কথা উল্লেখ করেন সি চিন পিং। তিনি বলেন, দুই দেশের মধ্যে বৃহৎ পরিসরে সহযোগিতার জন্য ডিজিটাল অর্থনীতি ও ইলেকট্রিক গাড়ি অতিরিক্ত ক্ষেত্র হিসেবে কাজ করবে।
চীনের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল সিসিটিভিতে সি চিন পিংয়ের ভাষণ সম্প্রচার করা হয়। তিনি বলেন, বিশ্বে গত ১০০ বছরে যে নজিরবিহীন পরিবর্তন হয়েছে, তার মুখে চীন ও থাইল্যান্ডকে কৌশলগত স্বার্থের বিষয়ে পারস্পরিক আস্থা গভীর করতে হবে। একই সঙ্গে একে অপরকে দৃঢ়ভাবে সমর্থন দিতে হবে। এ সময় পেতংতার্ন সিনাওয়াত্রা বলেন, অপরাধের বিরুদ্ধে লড়াইয়ে দুই দেশই একে অপরকে সহায়তা করবে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
‘শেষ চারে টিকে থাকার যোগ্যতা, আকাশ থেকে পড়বে না’
পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটির সামনে সুযোগ ছিল টেবিলের তৃতীয় স্থানে ওঠার। তবে সেক্ষেত্রে তাদের হারাতে হতো এই মৌসুমের চমক নটিংহ্যাম ফরেস্টকে। সেই সুযোগ কাজে লাগানো দূরে থাক, উল্টো ম্যাচটা হেরে যেতে হলো ম্যানসিটিকে। নিয়মিত পয়েন্ট হারিয়ে দলটির আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লীগ খেলার সম্ভাবনায় জমেছে শঙ্কার মেঘ। এরপর ক্ষিপ্ত ম্যানেজার গার্দিওলা বললেন, চ্যাম্পিয়নস লীগ কোয়ালিফিকেশন আকাশ থেকে পড়বে না।
নটিংহ্যামের সিটি গ্রাউন্ডে শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটি ১-০ গোলে হেরে গিয়েছে গত চারবারের চ্যাম্পিয়নরা। ম্যাচের প্রথমার্ধে এলোমেলো খেলেছে দুদলই। দ্বিতীয়ার্ধে ৬৭ মিনিটের আগে স্বাগতিক নটিংহ্যাম কোন পরিস্কার সুযোগই তৈরি করতে পারেনি। ম্যাচের প্রথম সুযোগটি তৈরি করেন ক্যালাম হাডসন-ওডোইয়ের। তখন গোল হয়নি। তবে এই উইঙ্গারের ৮৩তম মিনিটে স্বাগতিকদের আনন্দে ভাসান ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে গোল করে।
নটিংহ্যাম জানুয়ারিতে লিভারপুল এবং ফেব্রুয়ারিতে আর্সেনালকে রুখে দিয়েছিল। তবে আরেক জায়ান্ট ম্যানসিটির বিপক্ষে পুরো তিন পয়েন্ট তুলে নিল নুনো সান্তোর দলটি। পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে থাকা ফরেস্টের সংগ্রহ ২৮ ম্যাচ শেষে ৫১ পয়েন্ট। সমান সংখ্যক ম্যাচে চতুর্থ স্থানে থাকা সিটির সংগ্রহ ৪৭। তবে এক ম্যাচ কম খেলা চেলসি যদি আজ (৯ মার্চ, ২০২৫) লিস্টার সিটির বিপক্ষে স্ট্যামফোর্ড ব্রিজে ড্রও করতে পারে, তাহলে শীর্ষ চার উঠে যাবে।
আরো পড়ুন:
ম্যানসিটিতে ‘নতুন মেসি’ নিয়ে আসলেন গার্দিওলা
হেরে তরুণ ফুটবলার কেনার কথা জানালেন গার্দিওলা
সিটির মৌসুমটি চোটে একাকার। ব্যালন ডি’অর বজয়ী রদ্রি, ডিফেন্ডার জন স্টোনস, ম্যানুয়েল আকাঞ্জি এবং নাথান আকে সহ অনেকেই স্কোয়াডের বাইরে চোট নিয়ে। তাই বর্তমান চ্যাম্পিয়নদের শেষ চারের দৌড়ে টিকে থাকাটা কঠিন।
ম্যাচ শেষে গার্দিওয়াল বলেন, “আমাদের ম্যাচ জিততে হবে এবং যদি আমরা যথেষ্ট ম্যাচ না জিতি, তাহলে কষ্টকর হয়ে যাবে (শেষ চারে থাকাটা)। আমাদের ১০টি ম্যাচ বাকি আছে এবং চ্যাম্পিয়নস লিগে যোগ্যতা অর্জনের জন্য আমাদের অনেক ম্যাচ জিততে হবে।” গার্দিওলা রিপোর্টারদের বলেন।
তবে সেটা কিভাবে। লাস্ট কয়েক মাসে ম্যানসিটির ম্যাচ জয়ের সংখ্যা অত্যন্ত কম। গার্দিওলা এই ব্যাপারে বলেন, “একটি উপায় খুঁজে বের করতে হবে, আপনাকে ভালো খেলার চেষ্টা করতে হবে। আপনাকে কিছু একটা খুঁজে বের করতে হবে। এটি আকাশ থেকে আসবে না। আপনাকে এটা করতে হবে। এমন পরিস্থিতিতে কিছু একটা খুঁজে বের করতে হবে।”
গার্দিওলা আরও যোগ করেন, “পরিস্থিতি যা তাতে, আমাদের ১০টি ম্যাচ বাকি। সেই ম্যাচ গুলো আগামী শনিবার ব্রাইটনের বিপক্ষে শুরু হবে, তারপর আন্তর্জাতিক বিরতি এবং তারপর আমরা দেখব কি হয়।”
ঢাকা/নাভিদ