একজনের শুরু, আরেকজনের শেষ। অস্ট্রেলিয়ার ৪৭১তম খেলোয়াড় হিসেবে আজ টেস্ট অভিষেক হলো কুপার কনোলির। ওদিকে শ্রীলঙ্কার দিমুথ করুণারত্নে আগেই ঘোষণা দিয়ে রেখেছেন গলে শততম টেস্টটিই হবে তাঁর শেষ ।

দুজনের জন্যই বিশেষ হয়ে ওঠা দিনটিতে মাঠে ছিল তাঁদেরও। খেলতে নামার আগে একজন নতুন ব্যাগি গ্রিন, আরেকজন একাধিক স্মারক পাওয়ার পর যখন পরিবারের সদস্যদের আলিঙ্গনে বাঁধা পড়লেন, গল আন্তর্জাতিক স্টেডিয়ামে তখন আবেগঘন পরিবেশ।  

দিনের শেষে অবশ্য কনোলির মুখেই চওড়া হাসি লেগে থাকল। তাঁর দল অস্ট্রেলিয়া যে প্রথম দিনেই শ্রীলঙ্কাকে কোণঠাসা করে ফেলেছে! শুরুতে নাথান লায়নের ঘূর্ণি আর পড়ন্ত বিকেলে মিচেল স্টার্কের তোপে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনে ৯ উইকেট হারিয়ে ২২৯ রান করতে পেরেছে লঙ্কানরা।

বিদায়ী টেস্ট খেলতে নামা করুণারত্নে শেষের শুরুতে করেছেন ৩৬ রান। অভিষিক্ত অলরাউন্ডার কনোলি বাঁহাতি স্পিনে ৩ ওভার করেও কোনো উইকেট পাননি।

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৯০ ওভারে ২২৯/৯

(চান্ডিমাল ৭৪, কুশল মেন্ডিস ৫৯*, করুণারত্নে ৩৬, রমেশ মেন্ডিস ২৮; স্টার্ক ৩/৩৭, লায়ন ৩/৭৮, কুনেম্যান ২/৫৩, হেড ১/৩১)।

* ১ম দিন শেষে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বন্ধুত্বের টানে পার্বতীপুরে এলেন তাইওয়ানের তরুণ

ফেসবুকে পরিচয়। পরিচয় থেকে হয় বন্ধুত্ব। সেই বন্ধুত্বের টানে তাইওয়ানের তরুণ লুইস সিংজন ইয়ের ছুটে এসেছেন দিনাজপুরের পার্বতীপুরে। আজ বুধবার দুপুরে পার্বতীপুর শহরের নতুন বাজার মেইনে রোডে সাইকেল চালাতে দেখা যায় তাইওয়ানের ওই তরুণকে।

২২ বছর বয়সী লুইস সিংজন গত ১৩ জানুয়ারি তাইওয়ান থেকে বাংলাদেশে আসেন। এরপর তিনি পার্বতীপুর শহরের আদর্শ কলেজপাড়ায় ফেসবুকের বন্ধু আপন ইসলামের (১৯) বাড়িতে যান। আপন স্থানীয় ব্যবসায়ী নজরুল ইসলামের ছেলে। ভিনদেশি তরুণকে দেখতে প্রায়ই আশপাশের লোকজন আসছেন।

আপন ইসলাম জানান, ফেসবুকে একটি খেলার ভিডিও আপলোড করেছিলেন। সেই ভিডিও দেখে পরিচয় হয় তাইওয়ানের লুইস সিংজনের সঙ্গে। তৈরি হয় বন্ধুত্ব। আর বন্ধুত্বের টানে লুইস শেষ পর্যন্ত তাঁদের বাড়িতে চলে এসেছেন।

আপনের বাবা নজরুল ইসলাম বলেন, ‘আমার ছেলের সঙ্গে দেখা করতে আসা লুইস একজন ভ্রমণপ্রিয় মানুষ। তাঁর আগমনে খুশি স্থানীয় বাসিন্দারাও। ছেলের বন্ধু লুইসকে নিজের সন্তানের মতো পরম মমতায় বাড়িতে আশ্রয় দিয়েছেন।’

আপন ও তাঁর বন্ধু লুইস সিংজনের সঙ্গে কথা বলে জানা যায়, লুইস সিংজন একজন সফটওয়্যার প্রকৌশলী। তিনি তাঁর দেশের একটি কোম্পানিতে চাকরি করেন। এর আগেও টুরিস্ট ভিসায় লুইস চারবার বাংলাদেশ এসেছেন। ভবিষ্যতে এলে সিলেটে ঘুরতে যাবেন। ঘুরতে তাঁর পছন্দ। লুইসের বাবা তাইওয়ানের একটি শহরে বসবাস করেন। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে লুইস সবার ছোট। তাঁর দুই বোনের বিয়ে হয়েছে।

তাইওয়ানের তরুণ সাইকেল চালাচ্ছেন। বুধবার দুপুরে পার্বতীপুর শহরের নতুন বাজার মেইনে রোডে

সম্পর্কিত নিবন্ধ

  • রাজধানীতে ছিনতাই ঠেকাতে ‘স্মল আর্মস’ পাচ্ছেন ট্রাফিক সার্জেন্টরা: ডিএমপি কমিশনার
  • অবৈধ ভারতীয় অভিবাসীদের হাতকড়া ও শিকল পরিয়ে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ
  • ‘ট্রাম্প একজন উন্মাদ’: যুক্তরাষ্ট্রের গাজা দখলের পরিকল্পনায় ফিলিস্তিনির প্রতিক্রিয়া
  • ২৮ বছরেও আমি পরিবারের মন জয় করতে পারিনি: পপি
  • ২৮ বছরেও আমি পরিবারের মন জয় করতে পারিনি: চিত্রনায়িকা পপি
  • ২৮ বছরে আমি পরিবারের মন জয় করতে পারিনি: পপি
  • চার বিভাগকে প্রদেশ করার প্রস্তাব
  • দৃষ্টিপ্রতিবন্ধীদের অ্যানালগ শিক্ষা
  • বন্ধুত্বের টানে পার্বতীপুরে এলেন তাইওয়ানের তরুণ