নওগাঁয় ১৬ বছর পর আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। এ উপলক্ষে জেলা শহরে বর্ণাঢ্য একটি শোভাযাত্রা বের করা হয়।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় শহরের কাজীর মোড় থেকে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তির মোড় এলাকায় গিয়ে শেষ হয়। এতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নওগাঁ শাখার সভাপতি সারোয়ার হোসাইন, জেলা সেক্রেটারি আবদুর রাকিবসহ জেলার বিভিন্ন পর্যায়ের অন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের জেলা সেক্রেটারি আবদুর রাকিব বলেন, ‘এ পর্যন্ত ছাত্রশিবিরের লোকজন যত জায়গায় অবস্থান নিয়েছে, সেখানে তারা সততার পরিচয় দিয়েছে। বাংলাদেশের সমৃদ্ধির জন্য ইসলামী ছাত্রশিবির অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করে যাবে। সর্বশেষ ২০০৯ সালে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে পারলেও দীর্ঘ ১৬ বছর আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে পারিনি।’

সংগঠনটির শাখা সভাপতি সারোয়ার হোসাইন বলেন, ‘আমাদের লক্ষ্য সৎ, দক্ষ ও আদর্শিক নাগরিক তৈরির মাধ্যমে জাতির প্রত্যাশা পূরণ। এ লক্ষ্য পূরণে মহান আল্লাহ তাআলার প্রতি অবিচল আস্থা ও বিশ্বাস, সীমাহীন ত্যাগ, সর্বোচ্চ ধৈর্য এবং গঠনমূলক কাজের মাধ্যমে ছাত্রশিবিরের লক্ষাধিক জনশক্তি এগিয়ে চলছে। সময়ের ব্যবধানে ছাত্রশিবির আজ দেশে সর্ববৃহৎ সুশৃঙ্খল ছাত্রসংগঠনে পরিণত হয়েছে। সীমাহীন প্রতিকূলতার মধ্যেও আমাদের অবস্থানও সুদৃঢ়।’

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

রংপুরে বন্ধ হওয়া নারী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন রংপুর

দিনাজপুরের হাকিমপুরে দুষ্কৃতিকারীদের হামলায় বন্ধ হওয়া নারী ফুটবল খেলা ৮ দিন পর অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টায় উপজেলার বাওনা গ্রামের অস্থায়ী মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে রংপুর জেলা নারী ফুটবল একাদশ এবং দিনাজপুর জেলা নারী ফুটবল একাদশ অংশগ্রহণ করে।

খেলায় রংপুর জেলা নারী ফুটবল একাদশ ১-০ গোলে দিনাজপুর জেলা নারী ফুটবল একাদশকে পরাজিত করে। খেলাটি পুনরায় চালু করতে পেরে খুশি খেলোয়াড়,আয়োজক ও দর্শক। বৃহস্পতিবার খেলা দেখতে ভিড় করে নারী শিশুসহ সমবয়সী মানুষ।

আয়োজকরা জানান, হাকিমপুরসহ দেশের বিভিন্ন স্থানে নারী ফুটবল খেলায় হামলার ঘটনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বিবৃতি দেন। এরপর তারা প্রশাসনের সহযোগিতায় আবারও খেলার সিদ্ধান্ত নেন। সুষ্ঠুভাবে খেলা অনুষ্ঠিত হওয়ায় খুশী তারা। 
খেলাটির আয়োজন করে উপজেলার বাওনা গ্রামের ছাত্র কল্যাণ সমবায় সমিতি।

হাকিমপুর থানা ওসি সুজন মিঞা জানান, খেলাটি যেন পুনরায় অনুষ্ঠিত হয় সে জন্য পুলিশ প্রশাসনের পক্ষে থেকে সব ধরনের সহযোগিতা করা হয়েছে।

প্রসঙ্গত, গত ২৮ জানুয়ারি উপজেলার বাওনা গ্রামের ছাত্রকল্যাণ সমবায় সমিতি প্রমীলা ফুটবল প্রীতি ম্যাচের আয়োজন করে। নারীদের ফুটবল খেলা ‘বেহায়াপনা’ আখ্যা দিয়ে ভাঙচুর চালায় কয়েকশ লোক। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন। ঘটনার প্রেক্ষিতে প্রশাসন খেলাটি বন্ধ ঘোষণা করেন।

সম্পর্কিত নিবন্ধ