ভাইরাল টাকমাথার কনের গল্পটা জেনে নিন
Published: 6th, February 2025 GMT
ছবি: ইনস্টাগ্রাম থেকে
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
রংপুরে বন্ধ হওয়া নারী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন রংপুর
দিনাজপুরের হাকিমপুরে দুষ্কৃতিকারীদের হামলায় বন্ধ হওয়া নারী ফুটবল খেলা ৮ দিন পর অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টায় উপজেলার বাওনা গ্রামের অস্থায়ী মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে রংপুর জেলা নারী ফুটবল একাদশ এবং দিনাজপুর জেলা নারী ফুটবল একাদশ অংশগ্রহণ করে।
খেলায় রংপুর জেলা নারী ফুটবল একাদশ ১-০ গোলে দিনাজপুর জেলা নারী ফুটবল একাদশকে পরাজিত করে। খেলাটি পুনরায় চালু করতে পেরে খুশি খেলোয়াড়,আয়োজক ও দর্শক। বৃহস্পতিবার খেলা দেখতে ভিড় করে নারী শিশুসহ সমবয়সী মানুষ।
আয়োজকরা জানান, হাকিমপুরসহ দেশের বিভিন্ন স্থানে নারী ফুটবল খেলায় হামলার ঘটনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বিবৃতি দেন। এরপর তারা প্রশাসনের সহযোগিতায় আবারও খেলার সিদ্ধান্ত নেন। সুষ্ঠুভাবে খেলা অনুষ্ঠিত হওয়ায় খুশী তারা।
খেলাটির আয়োজন করে উপজেলার বাওনা গ্রামের ছাত্র কল্যাণ সমবায় সমিতি।
হাকিমপুর থানা ওসি সুজন মিঞা জানান, খেলাটি যেন পুনরায় অনুষ্ঠিত হয় সে জন্য পুলিশ প্রশাসনের পক্ষে থেকে সব ধরনের সহযোগিতা করা হয়েছে।
প্রসঙ্গত, গত ২৮ জানুয়ারি উপজেলার বাওনা গ্রামের ছাত্রকল্যাণ সমবায় সমিতি প্রমীলা ফুটবল প্রীতি ম্যাচের আয়োজন করে। নারীদের ফুটবল খেলা ‘বেহায়াপনা’ আখ্যা দিয়ে ভাঙচুর চালায় কয়েকশ লোক। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন। ঘটনার প্রেক্ষিতে প্রশাসন খেলাটি বন্ধ ঘোষণা করেন।