রূপগঞ্জে চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু
Published: 6th, February 2025 GMT
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইয়াকুব (৩২) নামে এক ইলেকট্রিক মিস্তিরির বৈদ্যুতিক সরঞ্জাম চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার তারাব পৌরসভার খাদুন এলাকায় এ ঘটনা ঘটে। রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক আলতাব হোসেন জানান, খাদুন এলাকার জালাল উদ্দীনের ছেলে ইয়াকুব (৩২) বিদ্যুতের খুটি থেকে বৈদ্যুতিক সরঞ্জাম চুরি করতে গিয়ে শর্টসার্কিট মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।
ইয়াকুবের বড় ভাই ইয়াছিন জানান, খাদুন এলাকার শাকিল সহ বেশ কয়েকজন রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গেলে দেখি বিদুতের খুঁটির নিচে লাশ পড়ে আছে। এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও,সি) লিয়াকত আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। কোন রহস্য আছে কিনা সেটা তদন্ত কওে বের করা হবে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: র পগঞ জ ন র য়ণগঞ জ র পগঞ জ
এছাড়াও পড়ুন:
রেজা রিপনের ইন্তেকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের শোক
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য ও সাবেক পৌরপিতা আলী আহাম্মদ চুনকা’র বড় ছেলে এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা: সেলিনা হায়াৎ আইভীর ছোট ভাই আহাম্মদ আলী রেজা রিপনআজ সকাল সাড়ে আটটায় (সোমবার) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমের নামাজে জানাজা আজ বাদ আসর চেয়ারম্যানবাড়ী সংলগ্নবাইতুন নূর জামে মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় কবরস্থানে (মাসদাইর) মরহুমের দাফন সম্পন্ন হবে।মৃত্যুকালে পরিবারে স্ত্রী, দুই ছেলে ওএক মেয়ে এবং আত্নীয়স্বজনসহ বহু গুনগ্রাহী রেখে গিয়েছেন।
আহাম্মদ আলী রেজা রিপনেরমৃত্যুতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সকল সদস্যের পক্ষ থেকে ক্লাবের সভাপতি আরিফ আলম দীপু ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তাঁর শোক সন্তপ্ত পরিবারের সকল সদস্যের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।