পত্রিকা বিপণনকারী ও দুস্থরা পেল শীতের কম্বল
Published: 6th, February 2025 GMT
সমকালের পাঠক সংগঠন সুহৃদ সমাবেশ গাইবান্ধা জেলার আয়োজনে পত্রিকা বিপণনকারী (বিক্রেতা) ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে গাইবান্ধা স্টেশন-সংলগ্ন পত্রিকা বিতান কার্যালয়ের সামনে পত্রিকা বিক্রেতা ও দুপুরে শহরের এন এইচ মডার্ন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অসহায় ও দুস্থ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
গাইবান্ধা সুহৃদ সমাবেশের সভাপতি মোক্তাদির রহমান রোমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান আরমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমকাল জেলা প্রতিনিধি ও সুহৃদ সমাবেশ জেলা শাখার সমন্বয়কারী মাসুম লুমেন।
এ সময় উপস্থিত ছিলেন– যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ মিয়া, সাংগঠনিক সম্পাদক তানবীর আহম্মেদ, সাহিত্য সম্পাদক জসিম উদ্দিন সরকার, সাংস্কৃতিক সম্পাদক তাজুল ইসলাম সাকা, সহ-ক্রীড়া সম্পাদক রাহুল আহমেদ, সহ-পাঠচক্র সম্পাদক তালহা জুবাইর, নির্বাহী সদস্য নাছিদুর রহমান জীবন, নির্বাহী সদস্য মোছা.
শীতবস্ত্র পাওয়ার পর পত্রিকা বিক্রেতা ও অসহায় দুস্থ শীতার্ত মানুষেরা সমকাল সুহৃদ সমাবেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রতি বছর শীতের সময় শীতার্ত মানুষের পাশে থাকাসহ বিভিন্ন সামাজিক কর্মসূচি পালন করে আসছে সুহৃদ সমাবেশ গাইবান্ধা জেলা শাখা।
উৎস: Samakal
কীওয়ার্ড: শ তবস ত র ব তরণ
এছাড়াও পড়ুন:
কানাডার নতুন প্রধামন্ত্রী মার্ক কার্নি
কানাডার নতুন প্রধামন্ত্রী নির্বাচিত হয়েছেন মার্ক কার্নি। তিনি বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হলেন। স্থানীয় সময় রোববার প্রধামন্ত্রী হিসেবে তাঁর নাম ঘোষণা করেন লিবারেল পার্টির প্রেসিডেন্ট সচিত মেহরা।
মার্ক কার্নি ব্যাংক অব কানাডার গভর্নর ছিলেন। তিনি ব্যাংক অব ইংল্যান্ডেরও নেতৃত্ব দিয়েছিলেন।
রোববার সদস্যদের ভোটে লিবারেল পার্টির নতুন নেতা বাছাই হয়। এতে মার্ক কার্নি ১ লাখ ৩১ হাজার ৬৭৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিনা ফ্রিল্যান্ড পেয়েছেন ১১ হাজার ১৩৪ ভোট।
টানা ৯ বছর ক্ষমতায় থাকার পর গত জানুয়ারি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন ট্রুডো। এরপর তাঁর উত্তরাধিকার বাছাইয়ের জন্য ৯ মার্চ দিন ধার্য করা হয়েছিল।
আরও পড়ুনকানাডায় কে হচ্ছেন জাস্টিন ট্রুডোর উত্তরসূরি০৭ জানুয়ারি ২০২৫কানাডার রাজনৈতিক ব্যবস্থায় হাউস অব কমন্সের সবচেয়ে বড় দল হিসেবে যিনি লিবারেল পার্টির প্রধান হবেন, দেশটির প্রধানমন্ত্রীও হন তিনি। এ হিসেবে মার্ক কার্নি নির্বাচনের আগপর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন বলে ধারণা করা হচ্ছে।