ফেরেট ম্যালওয়্যার ছড়াচ্ছে হ্যাকাররা, নিরাপদ থাকবেন যেভাবে
Published: 6th, February 2025 GMT
জনপ্রিয় ইন্টারনেট ব্রাউজারের তালিকায় সবার ওপরে রয়েছে ক্রোম ব্রাউজার। আর তাই ইন্টারনেট ব্যবহারকারীদের বোকা বানাতে ক্রোম ব্রাউজারের হালনাগাদ সংস্করণ ব্যবহারের প্রলোভনে যন্ত্রে ‘ফেরেট’ ম্যালওয়্যার প্রবেশ করাচ্ছে একদল হ্যাকার। ম্যালওয়্যারটি যন্ত্রে প্রবেশ করেই ব্যবহারকারীর সংবেদনশীল তথ্য সংগ্রহ করে হ্যাকারদের ঠিকানায় পাঠাতে থাকে বলে জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টিনেলল্যাবস। প্রাথমিকভাবে ম্যাকবুক ল্যাপটপ ব্যবহারকারীদের লক্ষ্য করে এ ধরনের সাইবার হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
সেন্টিনেলল্যাবসের তথ্য মতে, ফেরেট ম্যালওয়্যার প্রবেশ করানোর জন্য প্রথমে অনলাইনে চাকরির প্রলোভন দেখানো হয়। এরপর ভুয়া নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার কথা বলে ক্রোম ব্রাউজারের হালনাগাদ সংস্করণ ইনস্টলের জন্য একটি কোড পাঠায় হ্যাকাররা। কোডটি ডাউনলোড করলেই ফেরেট ম্যালওয়্যার ম্যাকবুক ল্যাপটপে স্বয়ংক্রিয়ভাবে ইনস্টল হয়ে যায়। এরপর গোপনে ব্যবহারকারীর সংবেদনশীল তথ্য সংগ্রহের পাশাপাশি বিভিন্ন ধরনের সাইবার হামলা চালাতে থাকে।
আরও পড়ুনস্মার্টফোনে ম্যালওয়্যার থাকার ৬ লক্ষণ১১ নভেম্বর ২০২৪ফেরেট ম্যালওয়্যার থেকে ম্যাকবুক ল্যাপটপ ব্যবহারকারীদের রক্ষা করতে এরই মধ্যে নিজেদের নিরাপত্তাব্যবস্থা হালনাগাদ করেছে অ্যাপল। সেন্টিনেলল্যাবসের গবেষকেরা জানিয়েছেন, ফেরেট ম্যালওয়্যারটির সহজেই যন্ত্রে থাকা নিরাপত্তা সফটওয়্যার ও স্ক্যানিং প্রক্রিয়াকে ফাঁকি দিতে পারে। আর তাই অনলাইনে নিরাপদ থাকতে হলে সন্দেহজনক লিংকে ক্লিক বা অপরিচিতদের পাঠানো সফটওয়্যার ডাউনলোড করা থেকে বিরত থাকতে হবে।
আরও পড়ুন‘ফেককল’ ম্যালওয়্যার থেকে সাবধান, ব্যাংকের নম্বরে ফোনকল করলে চলে যাচ্ছে হ্যাকারদের কাছে০৫ নভেম্বর ২০২৪প্রসঙ্গত, ২০২৩ সালের ডিসেম্বরে প্রথমবারের মতো ফেরেট ম্যালওয়্যার শনাক্ত করা হয়। তবে নতুন করে সাইবার হামলা চালানো ফেরেট ম্যালওয়্যারটি আগের সংস্করণ থেকে বেশ ক্ষতিকর বলে জানিয়েছেন সেন্টিনেলল্যাবসের গবেষকেরা।
সূত্র: ইন্ডিয়া টুডে
আরও পড়ুনফোনে আড়ি পাতা অ্যাপ থাকলে বুঝবেন যেভাবে৩১ জানুয়ারি ২০২৪.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ফ র ট ম য লওয় য র ম য লওয ব যবহ র
এছাড়াও পড়ুন:
শহীদ মিনারে এপোলো জামালীর মরদেহে শ্রদ্ধা
কেন্দ্রীয় শহীদ মিনারে বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গণসংগীত শিল্পী বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য এপোলো জামালীর (আবদুল্লাহ আল মাহামুদ জামালী) প্রতি শেষ শ্রদ্ধা জানানো হয়েছে।
শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহ রাখা হয়।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের নেতৃত্বে পার্টির কেন্দ্রীয় কমিটির নেতারা এপোলো জামালীর মরদেহে সর্বপ্রথম পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর বিভিন্ন রাজনৈতিক দল, সাংস্কৃতিক, সামাজিক, শ্রেণি-পেশার সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ তার প্রতি সম্মান জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণ করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, গণফোরাম, বাংলাদেশ জাসদ, জাতীয় মুক্তি কাউন্সিল, ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা, গণতান্ত্রিক বাম ঐক্য, বিপ্লবী কমিউনিস্ট লীগ, নাগরিক ঐক্য, জেএসডি, রাষ্ট্র সংস্কার আন্দোলন, ভাসানী অনুসারী পরিষদ বাসদ-মাহবুব, স্বাধীনতা পার্টি, গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদসহ রাজনৈতিক দল ও সংগঠন।
এছাড়া গণসংস্কৃতি ফ্রন্ট, সংহতি সংস্কৃতি সংসদ, উদীচী, বিবর্তন, ভাসানী পরিষদ, বিপ্লবী কৃষক সংহতি, বিপ্লবী শ্রমিক সংহতি, বিপ্লবী যুব সংহতি, বিপ্লবী ছাত্র সংহতি, বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতি, আখচাষি ইউনিয়ন, বিপ্লবী পাদুকা শ্রমিক সংহতি, বিপ্লবী রিকশা শ্রমিক সংহতি, এসএসপিসহ বিভিন্ন শ্রেণি-পেশার সংগঠনও শ্রদ্ধা নিবেদন করে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর, শিল্পাঞ্চল কমিটি, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, নাটোর, বরিশাল, দোহারসহ বিভিন্ন জেলা/উপজেলার পক্ষ থেকে এপোলো জামালীর মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
অনুষ্ঠানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এপোলো জামালীর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, এপোলো জামালীর অকাল প্রয়াণে দেশের প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে এক অপূরণীয় শূন্যতা তৈরি হলো। বহুমাত্রিক সাম্যবাদী চেতনার এই শিল্পী গণমানুষের অধিকার আর মুক্তির ব্রত নিয়েই নিজের সর্বস্ব উজাড় করে দিয়েছেন। গণবিপ্লবের মাঝেই এপোলো জামালী বেঁচে থাকবেন।
শ্রদ্ধা নিবেদনের পর প্রয়াত গুণী শিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এর আগে এই মহান গণসংগীত শিল্পীর সংক্ষিপ্ত জীবনী পাঠ করে পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মোশরেকা অদিতি হক।
সম্মিলিত কণ্ঠে আন্তর্জাতিক সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান সমাপ্ত হয়। রায়ের বাজারে এই শিল্পীর জানাজা অনুষ্ঠিত হয়। এরপর রায়ের বাজার কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। দাফনের পর তার কবরে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে আবার পুষ্পস্তবক অর্পণ করা হয়।