সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

দেশের স্বাস্থ্যখাত নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিজেদের সংস্কার প্রস্তাবনা জমা দিয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ২টায় রাজধানীর মিন্টু রোডে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার স্বাস্থ্য সংস্কার কমিশন অফিসে বিএনপির একটি প্রতিনিধি দল এ প্রস্তাবনা জমা দেয়।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম।

এ সময় বিএনপির সহ স্বাস্থ্যবিষয়ক সম্পাদক এস এম রফিকুল ইসলাম বাচ্চু, ডাক্তার অধ্যাপক রফিক আল কবির লাবু, ডাক্তার পারভেজ রেজা কাকন, সহপরিকল্পনা বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, বিএনপির নার্সিং বিষয়ক সম্পাদক মিসেস জাহানারা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।

বিএইচ

.

উৎস: SunBD 24

কীওয়ার্ড: ব এনপ র

এছাড়াও পড়ুন:

রংপুরে বন্ধ হওয়া নারী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন রংপুর

দিনাজপুরের হাকিমপুরে দুষ্কৃতিকারীদের হামলায় বন্ধ হওয়া নারী ফুটবল খেলা ৮ দিন পর অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টায় উপজেলার বাওনা গ্রামের অস্থায়ী মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে রংপুর জেলা নারী ফুটবল একাদশ এবং দিনাজপুর জেলা নারী ফুটবল একাদশ অংশগ্রহণ করে।

খেলায় রংপুর জেলা নারী ফুটবল একাদশ ১-০ গোলে দিনাজপুর জেলা নারী ফুটবল একাদশকে পরাজিত করে। খেলাটি পুনরায় চালু করতে পেরে খুশি খেলোয়াড়,আয়োজক ও দর্শক। বৃহস্পতিবার খেলা দেখতে ভিড় করে নারী শিশুসহ সমবয়সী মানুষ।

আয়োজকরা জানান, হাকিমপুরসহ দেশের বিভিন্ন স্থানে নারী ফুটবল খেলায় হামলার ঘটনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বিবৃতি দেন। এরপর তারা প্রশাসনের সহযোগিতায় আবারও খেলার সিদ্ধান্ত নেন। সুষ্ঠুভাবে খেলা অনুষ্ঠিত হওয়ায় খুশী তারা। 
খেলাটির আয়োজন করে উপজেলার বাওনা গ্রামের ছাত্র কল্যাণ সমবায় সমিতি।

হাকিমপুর থানা ওসি সুজন মিঞা জানান, খেলাটি যেন পুনরায় অনুষ্ঠিত হয় সে জন্য পুলিশ প্রশাসনের পক্ষে থেকে সব ধরনের সহযোগিতা করা হয়েছে।

প্রসঙ্গত, গত ২৮ জানুয়ারি উপজেলার বাওনা গ্রামের ছাত্রকল্যাণ সমবায় সমিতি প্রমীলা ফুটবল প্রীতি ম্যাচের আয়োজন করে। নারীদের ফুটবল খেলা ‘বেহায়াপনা’ আখ্যা দিয়ে ভাঙচুর চালায় কয়েকশ লোক। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন। ঘটনার প্রেক্ষিতে প্রশাসন খেলাটি বন্ধ ঘোষণা করেন।

সম্পর্কিত নিবন্ধ