প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে রাজধানীর শাহবাগ অবরোধ করে রেখেছেন জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের স্বজনেরা। ফলে শাহবাগ ও এর আশপাশের এলাকায় তীব্র যানজট তৈরি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী, রোগীসহ এই পথে চলাচলকারীরা।

অভ্যুত্থানের প্রতিটি হত্যাকাণ্ডের বিচারের লক্ষ্যে আসামিদের দ্রুত গ্রেপ্তার, শহীদ ও আহত ভাইদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়াসহ পাঁচ দফা দাবিতে আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে শাহবাগ অবরোধ করেন শহীদ পরিবারের স্বজনেরা। তাঁরা আজই প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ চাইছেন।

ফলে শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও বারডেম জেনারেল হাসপাতাল থাকায় রোগী ও তাঁর স্বজনেরা চরম ভোগান্তিতে পড়েছেন। রাজধানীর মিরপুর–১ নম্বর থেকে শাহবাগের বারডেম জেনারেল হাসপাতালে পায়ে সমস্যায় ভোগা একজন রোগীকে নিয়ে আসেন মো.

সোহেল রানা। কারওয়ান বাজার পার হওয়ার পর তাঁরা তীব্র যানজটে পড়েন তাঁরা। এক ঘণ্টার মতো সিএনজিচালিত অটোরিকশায় বসে ছিলেন তাঁরা। এরপর রোগীকে কোলে করে নিয়ে শাহবাগের উদ্দেশে রওনা দেন সোহেল। যখন বারডেম হাসপাতালের সামনে আসেন, তখন ঘেমে একাকার তিনি।

শাহবাগ মোড় অবরোধের কারণে আশপাশের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অবর ধ

এছাড়াও পড়ুন:

পাকিস্তান থেকে আসা পণ্যবাহী জাহাজ ভিড়েছে মোংলায়

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলায় ভিড়েছে পাকিস্তান থেকে পণ্য নিয়ে আসা একটি জাহাজ। পানামার পতাকাবাহী ‘এমটি ডলফিন-১৯’ নামের জাহাজটি আজ বৃহস্পতিবার দুপুরে মোংলা বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙর করে। পাকিস্তানের করাচি বন্দর থেকে পণ্য বোঝাই করে গত ২২ জানুয়ারি জাহাজটি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করেছিল।

বন্দর সূত্রে জানা গেছে, ৭ মিটার ড্রাফট ও ১৪৫ মিটার দৈর্ঘ্যের জাহাজটিতে করে মোংলা বন্দর দিয়ে প্রথমবারের মতো মোলাসেস বা চিটাগুড় আমদানি করা হয়েছে। আখ থেকে চিনি আহরণের সময় চিনিকলে যে গাদ, চিটচিটে ও চিনির সমৃদ্ধ উপজাত পাওয়া যায় তা চিটাগুড় নামে অধিক পরিচিত। মোংলা বন্দরের জেটিতে নতুন আমদানি পণ্য নিয়ে জাহাজটি ভিড়লে সংশ্লিষ্ট ব্যক্তিদের ফুল দিয়ে স্বাগত জানায় বন্দর কর্তৃপক্ষ।

আমদানিকারক প্রতিষ্ঠান পি এ্যান্ড পি ট্রেডিংয়ের স্বত্বাধিকারী আনোয়ারুল হক বলেন, বাংলাদেশে ১৩টি চিনিকল ছিল। এই মিলগুলো যখন সচল ছিল, তখন বাংলাদেশ থেকে চিটাগুড় রপ্তানি করা হতো। তাঁদের প্রতিষ্ঠান ১৯৮৯ থেকে ২০০০ সাল পর্যন্ত বাংলাদেশ থেকে চিটাগুড় রপ্তানি করেছে। এ থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আসত বাংলাদেশে। কিন্তু বেশির ভাগ চিনিকল বন্ধ হয়ে যাওয়ার পরে ভারত থেকে চিটাগুড় আমদানি করা হতো।

পণ্যবাহী জাহাজ মোংলা বন্দরে পৌঁছানোর পর স্বাগত জানান বন্দরের কর্মকর্তারা। আজ বৃহস্পতিবার দুপুরে

সম্পর্কিত নিবন্ধ