আমির হোসেন আমুর ঝালকাঠির পরিত্যক্ত বাড়িতে আবারও ভাঙচুর
Published: 6th, February 2025 GMT
ঝালকাঠিতে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর পরিত্যক্ত বাড়ি আবারও ভাঙচুর করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠি শহরের রোনালসে রোডে অবস্থিত আমুর বাড়িতে হাতুড়ি দিয়ে ভাঙচুর চালানো হয়।
এর আগে সকাল ১০টার দিকে ঝালকাঠি কালেক্টরেট স্কুলসংলগ্ন আমির হোসেন আমুর স্ত্রীর নামের প্রতিষ্ঠিত ফিরোজা আমু হোমিওপ্যাথিক কলেজ ও ফিরোজা আমু টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সীমানাপ্রাচীর ভেঙে দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। পরে দুপুরের দিকে শিক্ষার্থীরা সংঘবদ্ধ হয়ে রোনালসে রোডে আমুর পরিত্যক্ত বাড়িতে ভাঙচুর চালান।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, বিক্ষুব্ধ ছাত্র-জনতা প্রথমে ভবনের বাইরে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালান। এ সময় প্রত্যেকের হাতে হাতুড়ি ও লোহার শাবল দেখা যায়। বাড়ির দেয়াল, জানালাসহ বিভিন্ন কাঠামো হাতুড়ি দিয়ে ভেঙে দেন বিক্ষুব্ধ ব্যক্তিরা। একপর্যায়ে সেনাবাহিনীর একটি দল তাঁদের নিবৃত্ত করার চেষ্টা করে। কিন্তু ততক্ষণে ভবনের অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।
ঝালকাঠিতে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমুর বাড়ি ভাঙচুর করছেন ছাত্র–জনতা। আজ বৃহস্পতিবার দুপুরে শহরের রোনালসে রোডে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আম র হ স ন আম র
এছাড়াও পড়ুন:
শরীয়তপুরে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত
শরীয়তপুরে ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে রোহান শেখ (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন।
রবিবার ( ৯ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে জেলা কার্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত রোহান শেখ পৌরসভার উত্তর বালুচড়া ৫ নম্বর ওয়ার্ড এলাকার জাহিদ শেখের ছেলে।
স্থানীয় ও সিসিটিভি ফুটেছে সূত্রে জানা যায়, গতকাল বিকেলে মোটরসাইকেল মেরামতের জন্য বের হন রোহান। ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে রোহান শেখ আহত হন।
স্থানীয়রা আহতাবস্থায় তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় রেফার্ড করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।
শরীয়তপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন বলেন, ‘‘সড়ক দুর্ঘটনার খবর পেয়েছি। আহত যুবক ঢাকায় চিকিৎসাধীন জানি। তবে, মৃত্যুর খবর পাইনি। এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’’
ঢাকা/আকাশ/রাজীব