আইসিসি চ‌্যাম্পিয়নস ট্রফিকে সামনে রেখে বেশ বিপাকেই পড়েছে অস্ট্রেলিয়া। টুর্নামেন্ট যতো ঘনিয়ে আসছে, ততো তাদের ইনজুরির তালিকা লম্বা হচ্ছে। ইনজুরির কারণে অলরাউন্ডার মিচেল মার্শ ইতোমধ‌্যে ছিটকে গেছেন। পেসার প‌্যাট কামিন্স ও জশ হ‌্যাজলউডকে নিয়েও শঙ্কা রয়েছে। এমন সময় ওয়ানডে থেকে অবসর ঘোষণা করে বসলেন চ‌্যাম্পিয়নস ট্রফির দলে থাকা তারকা অলরাউন্ডার মার্কাস স্টয়েনিস। যা অস্ট্রেলিয়াকে রীতিমতো অবাক করেছে।

মূলত টি-টোয়েন্টি ক‌্যারিয়ারকে লম্বা করতেই তিনি ওয়ানডে থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। অবসর ঘোষণা দিয়ে স্টয়েনিস বলেন, ‘অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে ক্রিকেট খেলা আমার জন‌্য একটা বিশেষ সফর ছিল। সবুজ-সোনালী জার্সিতে আমার খেলা প্রতিটি মুহূর্তের জন‌্য আমি কৃতজ্ঞ। সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটে আমার দেশকে প্রতিনিধিত্ব করাটা আমি সর্বদা লালন করব। এটা কোনো সহজ সিদ্ধান্ত ছিল না। তবে আমি বিশ্বাস করি ওয়ানডে থেকে সরে দাঁড়িয়ে অন‌্য অধ‌্যায়ে মনোনিবেশ করার এটাই সঠিক সময়। পাকিস্তানে আমাদের ছেলেদের জন‌্য আমি গলা ফাঁটাবো।’’

স্টয়েনিস অবসর ঘোষণা করায় অস্ট্রেলিয়াকে সর্বমোট চারজন বিকল্প খেলোয়াড় দলে নিতে হবে। সেক্ষেত্রে স্পেন্সার জনসন, জ‌্যাক ফ্রাশার-ম‌্যাকগার্ক ও শন অ‌্যাবোট আসতে পারেন চ‌্যাম্পিয়নস ট্রফির দলে।

আরো পড়ুন:

বিপিএল ২০২৫ 
ফাইনালের আগেই সাড়ে ১১ কোটি টাকার টিকিট বিক্রি

চ্যাম্পিয়নস ট্রফিতে আম্পায়ারদের তালিকায় প্রকাশ, আছেন এক বাংলাদেশি

অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং অবশ‌্য নতুন মুখ মিচ ওয়েনের কথা বলেছেন। এই গ্রেট মনে করছেন ওয়েনকে চ‌্যাম্পিয়নস ট্রফির দলে নেওয়া উচিত। কারণ, স্টয়েনিসের মতো যোগ‌্যতা রয়েছে তার।

স্টয়েনিস অস্ট্রেলিয়ার হয়ে ৭১টি ওয়ানডে ম‌্যাচ খেলেছেন। খেলেছেন ২০১৯ ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপও। সবশেষ তিনি গেল বছরের নভেম্বরে পার্থে খেলেছিলেন পাকিস্তানের বিপক্ষে। এবার পাকিস্তান ও আরব আমিরাতে অনুষ্ঠিতব‌্য চ‌্যাম্পিয়নস ট্রফির দলেও ছিলেন। কিন্তু তার আগে অবসর ঘোষণা দিয়ে নিজেকে সরিয়ে নিলেন।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

রোহিতের অবসর নিয়ে মন্তব্য ‘এক্সপাঞ্জ’ করে নিলেন গিল

নিউজিল্যান্ড নিয়ে এক-দুটি প্রশ্নই হলো। বাকি সব ভারত আর ভারতীয় ক্রিকেটারদের নিয়ে। ভারতীয় দলের সংবাদ সম্মেলন অবশ্য এ রকমই হয় সব সময়। এক দলেই এত তারকা, প্রশ্ন করার এত উপজীব্য বিষয়; প্রতিপক্ষ নিয়ে কথা বলার সময় কই! হোক সে চ্যাম্পিয়নস ট্রফি ফাইনালের প্রতিপক্ষ।

ফাইনালের আগে আজ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতীয় দলের সহ-অধিনায়ক শুবমান গিলের সংবাদ সম্মেলনও অনেকটা সেরকমই হলো। সহ-অধিনায়ক হিসেবে তাঁর অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন, বিরাট কোহলি-রোহিত শর্মাকে নিয়ে প্রশ্ন, ভারতের ব্যাটিং গভীরতা নিয়ে প্রশ্ন, চ্যাম্পিয়নস ট্রফির আগের ম্যাচগুলো নিয়ে প্রশ্ন, আইসিসি ইভেন্টের ফাইনালে ভারতের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন। এসব নিয়েও গিলের কথায় বাড়তি কিছু ছিল না, অনেকটা যেন ভারতীয় দল সম্পর্কে একটা লিখিত রচনা পড়ে যাওয়া।

কিন্তু সংবাদ সম্মেলনের একেবারে শেষ প্রশ্নে গিলের উত্তরের রেশ থেকে গেল সংবাদ সম্মেলনের পরেও। গিলকে প্রশ্ন করা হয়েছিল, শোনা যাচ্ছে কাল ফাইনালের পর ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলতে পারেন রোহিত শর্মা। ড্রেসিংরুমে এ নিয়ে কোনো আলোচনা আছে কি না, বা রোহিত ড্রেসিংরুমে এ নিয়ে কিছু বলেছেন কিনা।

শুবমান গিল এতক্ষণ যেরকম চোখে-মুখে স্বাভাবিক অভিব্যক্তি নিয়ে সব প্রশ্নের উত্তর দিয়ে আসছিলেন, এমন চাঞ্চল্য জাগানো প্রশ্নেও তার ব্যতিক্রম হলো না। সংবাদ সম্মেলন কক্ষে সবাই নড়েচড়ে বসলেও গিল একই রকমভাবেই বলে গেলেন, ভারতীয় দলের ড্রেসিংরুমে এ নিয়ে কোনো আলোচনা নেই। রোহিত শর্মাও এ নিয়ে ড্রেসিংরুমে কোনো কথা বলেননি। কিন্তু স্বাভাবিকভাবে বলা এই কথাটারই শেষ দিকে তিনি এমন এক ক্লু দিয়ে গেলেন, যেটার অর্থ হতে পারে অনেক কিছু। সম্মেলন ওখানেই শেষ হয়ে গেলেও তার রেশ তাই থেকে গেল পরেও।

ওই প্রশ্নে গিলের হুবহু উত্তর ছিল এ রকম, ‘এখন পর্যন্ত তো আমাদের সব আলোচনা আমাদের ম্যাচ জয় এবং চ্যাম্পিয়নস ট্রফি জয় নিয়েই হয়েছে। এ রকম কিছু বা এই সিদ্ধান্তের বিষয়ে দলের সঙ্গে বা আমাদের সঙ্গে কোনো কথা হয়নি। আমার মনে হয় না রোহিত ভাইও এটা নিয়ে এখন খুব একটা ভাবছেন। আমাদের কালকের ম্যাচ শেষ হলে হয়তো তিনি সিদ্ধান্ত নেবেন। দলের মধ্যে এটা নিয়ে কোনো আলোচনা নেই।’

শেষ বাক্যের আগের বাক্যটাকে মনে হতেই পারে, কাল চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল শেষে রোহিত শর্মা ওয়ানডে ছাড়ার সিদ্ধান্ত নিলেও নিতে পারেন। তিনি এটা নিয়ে তখন ভাববেন। কিন্তু গিল নাকি কথাটা ওভাবে বলেননি, বা বলতে চাননি। সংবাদ সম্মেলন কক্ষ থেকে বেরিয়ে যাওয়ার পর যে কোনো কারণেই হোক চৈতন্য ফেরায় তিনি আবার ফিরে আসেন সেখানে, স্পষ্ট করেন তাঁর বক্তব্য। ‘এক্সপাঞ্জ’ করে নেন তাঁর বলা ‘আমাদের কালকের ম্যাচ শেষ হলে হয়তো তিনি সিদ্ধান্ত নেবেন’ কথাটা।’

ততক্ষণে বেশির ভাগ সাংবাদিক প্রেস বক্সে ফিরে আসায় গিলের সেই বার্তা নিয়ে প্রেসবক্সে ছুটে আসেন আইসিসির এক মিডিয়া কর্মী। বক্তব্যের শেষ অংশটা সবাইকে শুধরে নিতে অনুরোধ করে তিনি বললেন, গিল এটা বোঝাতে চাননি যে কাল ফাইনালের পর রোহিত ওয়ানডে থেকে অবসর নেবেন বা সেরকম কোনো কিছু ভাবছেন। এই বক্তব্য যেহেতু ভুল বোঝাবুঝির সৃষ্টি করতে পারে, কেউ যেন গিলের বক্তব্যের ওই অংশটুকু না লেখেন।
অর্থাৎ, রোহিত শর্মার অবসর নিয়ে ভারতীয় ড্রেসিংরুমে কোনো আলোচনা আছে কিনা প্রশ্নে গিলের সংশোধিত উত্তরটা হবে এ রকম, ‘এখন পর্যন্ত তো আমাদের সব আলোচনা আমাদের ম্যাচ জয় এবং চ্যাম্পিয়নস ট্রফি জয় নিয়েই হয়েছে। এ রকম কিছু বা এই সিদ্ধান্তের বিষয়ে দলের সঙ্গে বা আমাদের সঙ্গে কোনো কথা হয়নি। আমার মনে হয় না রোহিত ভাইও এটা নিয়ে এখন খুব একটা ভাবছেন। দলের মধ্যে এটা নিয়ে কোনো আলোচনা নেই।’

বাকিটা বোঝা যাবে কাল ফাইনাল শেষেই।

সম্পর্কিত নিবন্ধ

  • ‘এখনই ওয়ানডে ছাড়ছি না’—চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পর রোহিত শর্মা
  • রোহিতের অবসর নিয়ে এত কথা কেন, সৌরভের প্রশ্ন
  • কোহলি আর কেনের মঞ্চ
  • বিএসইসিতে স্বাভাবিক অবস্থা ফিরে আসুক
  • মরুতে উড়বে কার পতাকা– ভারত না নিউজিল্যান্ডের
  • দুই দিন পর মুশফিকের অবসরের খবর জানলেন ডোনাল্ড, এরপর যা বললেন…
  • রোহিতের অবসর নিয়ে মন্তব্য ‘এক্সপাঞ্জ’ করে নিলেন গিল
  • রোহিত-বিরাটদের জন্য ঝুলে আছে বিসিসিআই-এর কেন্দ্রীয় চুক্তি 
  • হামজার ‘ভয়ে’ অবসর ভেঙে ভারতীয় দলে ৪০ বছরের সুনীল ছেত্রী 
  • হামজার ‘ভয়ে’ অবসর ভেঙে ভারতীর দলে ৪০ বছরের সুনীল ছেত্রী