অবৈধ ভারতীয় অভিবাসীদের হাতকড়া ও শিকল পরিয়ে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ
Published: 6th, February 2025 GMT
যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফেরত পাঠানো হয়েছে ১০৪ জন অবৈধ অভিবাসীকে। গতকাল বুধবার তাদের নিয়ে অমৃতসর বিমান বন্দরে নামে মার্কিন সামরিক বাহিনীর সি-১৭ বিমান।
নির্বাসিত ভারতীয় নাগরিকরা অভিযোগ করেছেন, তাদের পুরো যাত্রা জুড়ে হাতকড়া ও পায়ে শিকল পরিয়ে সামরিক বিমানে ফেরত পাঠানো হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
যুক্তরাষ্ট্র থেকে নির্বাসিত ভারতীয়দের তালিকায় রয়েছেন যশপাল সিং। ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে তিনি বলেন, “অমৃতসর বিমানবন্দরে অবতরণের পরে শিকল খুলে ফেলা হয়েছিল।”
যশপাল পাঞ্জাবের গুরুদাসপুরের বাসিন্দা। তার কথায়, “আমরা ভেবেছিলাম আমাদের অন্য কোনো ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে। তারপর একজন পুলিশ কর্মকর্তা আমাদের জানান যে, আমাদের ভারতে নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের হাতকড়া পরানো হয়েছিল এবং আমাদের পায়ে শিকল বাঁধা ছিল। অমৃতসর বিমানবন্দরে নামার পরে শিকল, হাতকড়া খোলা হয়।”
গত ২৪ জানুয়ারি মেক্সিকো সীমান্তে মার্কিন সীমান্তরক্ষী বাহিনীর হাতে ধরা পড়েন যশপাল। তার দাবি, একজন ট্রাভেল এজেন্ট তাঁকে বৈধভাবে যুক্তরাষ্ট্রে পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করেছেন।
যশপাল আরো বলেন, তাকে ১১ দিন ধরে যুক্তরাষ্ট্রে আটক রাখা হয়েছিল এবং তারপর তাকে দেশে ফেরত পাঠানো হয়।
দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী, যুক্তরাষ্ট্রে কঠোর অভিবাসন নীতি জারি করেছেন। অবৈধ অভিবাসীদের চিহ্নিত করে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে।
যুক্তরাষ্ট্র থেকে নির্বাসিত ১০৪ জন অবৈধ ভারতীয় অভিবাসীর প্রথম ব্যাচে ৩৩ জন হরিয়ানার, ৩৩ জন গুজরাটের, ৩০ জন পাঞ্জাবের, তিনজন মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশের এবং দুজন চণ্ডীগড়ের। নির্বাসিতদের মধ্যে ১৯ জন নারী এবং ১৩ জন অপ্রাপ্ত বয়স্ক রয়েছেন, তাদের মধ্যে চার বছরের একটি ছেলে এবং পাঁচ ও সাত বছরের দুটি মেয়ে রয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে ওয়াশিংটন সফরে যাওয়ার মাত্র কয়েকদিন আগে অবৈধ ভারতীয় অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের ঘটনা ঘটল।
সূত্রের বরাতে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, মার্কিন কর্মকর্তারা ভারতে ফেরত পাঠানোর জন্য ১৮ হাজার অবৈধ ভারতীয়ের একটি তালিকা প্রস্তুত করেছেন।
ঢাকা/ফিরোজ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর কর ছ ন আম দ র
এছাড়াও পড়ুন:
রূপগঞ্জে প্রবাসীদের গাড়ীতে ডাকাতি: ২ পুলিশসহ গ্রেপ্তার ৫
নারায়নগঞ্জের রূপগঞ্জে আইন শৃংখলা বাহিনীর সদস্য পরিচয়ে প্রবাসীদের গাড়ীতে ডাকাতির ঘটনায় ২ পুলিশ সদস্যসহ ৫ জনকে প্রেপ্তার করেছে র্যাব।
শনিবার (৮ মার্চ) সকাল থেকে রাত পর্যন্ত রূপগঞ্জে পূর্বাচল ও রাজধানীর মিরপুর ক্যান্টমেন্ট এলাকায় অভিযান চালিয়ে ২ পুলিশ সদস্য, ১ নৌবাহিনীর সদস্যসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় উদ্ধার করা হয় লুট হওয়া বিভিন্ন মালামাল। গ্রফতারকৃতরা হলো, বরাস্তকৃত পুলিশ কন্সটেবল কাজল ইসলাম, চাকুরিরত পুলিশ কন্সটেবল রুবেল, বরখাস্তকৃত নৌ সদস্য রিয়াজুল জান্নাত, সিয়াদাত রাজ ও রহমত আলী।
প্রবাসী জসিমউদ্দিন জানান, তার বাড়ী কক্সবাজার এলাকায়। দীর্ঘ দিন ধরে সে ও তার দুই বন্ধু সালাউদ্দিন ও শহীদ মিলে দুবাই থেকে বিভিন্ন মালামাল এনে রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসা করে আসছে। গত ২ বছর পূর্বে দুবাইয়ে পরিচয় হয় মিরপুর এলাকার সজিব নামে একজনের সাথে। তাদের সাথে সেও ব্যবসায় যোগ দেন।
এদিকে গত বৃহস্পতিবার ভোরে তারা একসাথে মালামাল নিয়ে ৪ জন দেশে ফিরেন। এয়ারপোর্ট থেকে গাড়ী যোগে ঢাকা নিউমার্কেটের উদ্দেশ্যে রওয়ানা হয়। নিউমার্কেট বাসার নিচে পৌছলে পূর্ব পরিকল্পিতভাবে তাদের সাথে আসা সজিবের সহযোগী একটি গাড়ীতে আসা ৮/৯ জন পুলিশ, নৌবাহিনীর সদস্য পরিচয়ে আইন শৃংখলা বাহিনীর পরিচয় দিয়ে তাদের কাছে অবৈধ মালামাল আছে এমন কথা বলে থানায় যেতে বলে। এনিয়ে প্রথমে তাদের সাথে কথাকাটাকাটির পর জোর পূর্বক তিন বন্ধু সালাউদ্দিন, জসিমউদ্দিন ও শহীদকে বিদেশ থেকে আনা স্বর্নালংকারসহ বিভিন্ন মালামালসহ তাদের পুলিশের ব্যবহৃত ১টি ডাবল কেবিন পিকআপ ও ১ টি প্রাইভেটকারে তুলে নেয়। অন্য গাড়ীতে কৌশলে পালিয়ে যায় সজিব। কিন্তু তাদেরকে থানায় না নিয়ে একটি প্রাইভেটকার মিরপুর ও পুলিশের ব্যবহৃত ডাবল কেবিন পিকআপ পূর্বাচল তিনশো ফিট সড়কের এক জায়গায় এনে তাদের মুক্তিপন বাবদ ৫০ লাখ টাকা দাবী করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের বিভিন্ন ভাবে হেনস্থা করেন। বিষয়টি জানাজানি হলে পূর্বাচল হাবিব নগর থেকে এলাকাবাসীর সহযোগীতায় পুলিশের কন্সটেবল রুবেলসহ ২ জনকে আটক করে এলাকাবাসী। পরে র্যাব-১ এর কাছে তাদেরকে হস্তান্তর করে। উক্ত ঘটনার সূত্র ধরে র্যাব বিভিন্ন জায়গায় অভিযান চালায়। রাজধানী মিরপুর ক্যান্টমেন্ট এলাকা থেকে ছিনতাই হওয়া বিভিন্ন মালামালসহ আটক করা হয় ৩ ডাকাত সদস্যকে। উদ্ধার করা হয় উদ্ধার করা হয় লুট হওয়া ১৬ ভরি স্বর্নালংকার, ৭ টি ল্যাপটপ, ২৮ টি মোবাইল ফোন, ৫৩ কার্টুন সিগারেট, ৫৯ কৌটা গুড়া দুধ, ৭৮ সেট থ্রী পিস, ৩৮৪ টি প্রসাধনী ক্রীম উদ্ধার। জব্দ করা হয় ডাকাতির কাজে ব্যবহৃত ১ টি পুলিশে ডাবল কেবিন পিকআপ, ১ টি প্রাইভেটকারসহ ১ টি হ্যান্ডকাপ, ১ টি ওয়াকিটকি ও আইনশৃংখলা বাহিনীর পোশাক জব্দ।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, একটি সংঘবদ্ধ ডাকাত চক্র নিজেদের আইন শৃংখলার বাহিনীর সদস্য পরিচয়ে প্রাবাসীদের তুলে নিয়ে তাদের মালামাল লুটে নিয়ে যায়। পূর্বাচলের হাবিব নগর ও মিরপুর ক্যান্টমেন্ট এলাকা থেকে ডাকাত সদস্য একজন চাকুরিচুত্য পুলিশ সদস্য, একজন চাকুরিচূত নৌবাহিনীর সদস্যসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় লুট হওয়া বেশীরভাগ মালামাল। ওসি আরো জানান, পুলিশ হেড কোয়ার্টারে কর্মরত পুলিশ কন্সটেবল রুবেল। সে গাড়ী চালাত। সে পুলিশের গাড়ী নিয়ে ডাকাতির কাজে অংশ গ্রহন করেন। এঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। এঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তার ও লুট হওয়া বাকি মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।