গত বছর কান উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার পাওয়ার পর ব্যাপক আলোচনায় আসেন স্প্যানিশ অভিনেত্রী কার্লা সোফিয়া গ্যাসকোন। জ্যাক অঁদিয়ারের ‘এমিলিয়া পেরেজ’ সিনেমার জন্য এবারের অস্কারে সেরা অভিনেত্রী হিসেবে মনোনয়নও পেয়েছেন কার্লা। সম্প্রতি তাঁর পুরোনো টুইট ঘিরে শুরু হয়েছে বিতর্ক। প্রবল রোষের মুখে দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন অভিনেত্রী। তারপরও থামছে না সমালোচনা। খবর বিবিসির

কী নিয়ে বিতর্ক
২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত নানা বিষয়ে টুইট করেন কার্লা। গত সপ্তাহে তাঁর পুরোনো টুইটগুলো সামনে এসেছে। ২০২০ সালের ২ সেপ্টেম্বর এক রেস্তোরাঁয় মুসলিম পরিবারের ছবি শেয়ার করে একটি টুইট করেন কার্লা। সেখানে তিনি বোরকা নিয়ে কটাক্ষ করেন। ২০২১ সালের ২৯ জানুয়ারি আরেকটি টুইটে( বর্তমান এক্স) তিনি লিখেছিলেন, ‘ইসলাম আন্তর্জাতিক অধিকারগুলো পূরণ করতে ব্যর্থ।’ আরেক পোস্টে ইসলামধর্মকে নিষিদ্ধ করারও দাবি তোলেন এই অভিনেত্রী।

২০২২ সালের ২২ নভেম্বর এক পোস্টে কার্লা সোফিয়া লিখেছেন, ‘স্পেনে কি মুসলমানের সংখ্যা বেড়ে গেল?’

এমিলিয়া পেরেজ এর দৃশ্য। আইএমডিবি.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

পাকিস্তান থেকে আসা পণ্যবাহী জাহাজ ভিড়েছে মোংলায়

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলায় ভিড়েছে পাকিস্তান থেকে পণ্য নিয়ে আসা একটি জাহাজ। পানামার পতাকাবাহী ‘এমটি ডলফিন-১৯’ নামের জাহাজটি আজ বৃহস্পতিবার দুপুরে মোংলা বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙর করে। পাকিস্তানের করাচি বন্দর থেকে পণ্য বোঝাই করে গত ২২ জানুয়ারি জাহাজটি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করেছিল।

বন্দর সূত্রে জানা গেছে, ৭ মিটার ড্রাফট ও ১৪৫ মিটার দৈর্ঘ্যের জাহাজটিতে করে মোংলা বন্দর দিয়ে প্রথমবারের মতো মোলাসেস বা চিটাগুড় আমদানি করা হয়েছে। আখ থেকে চিনি আহরণের সময় চিনিকলে যে গাদ, চিটচিটে ও চিনির সমৃদ্ধ উপজাত পাওয়া যায় তা চিটাগুড় নামে অধিক পরিচিত। মোংলা বন্দরের জেটিতে নতুন আমদানি পণ্য নিয়ে জাহাজটি ভিড়লে সংশ্লিষ্ট ব্যক্তিদের ফুল দিয়ে স্বাগত জানায় বন্দর কর্তৃপক্ষ।

আমদানিকারক প্রতিষ্ঠান পি এ্যান্ড পি ট্রেডিংয়ের স্বত্বাধিকারী আনোয়ারুল হক বলেন, বাংলাদেশে ১৩টি চিনিকল ছিল। এই মিলগুলো যখন সচল ছিল, তখন বাংলাদেশ থেকে চিটাগুড় রপ্তানি করা হতো। তাঁদের প্রতিষ্ঠান ১৯৮৯ থেকে ২০০০ সাল পর্যন্ত বাংলাদেশ থেকে চিটাগুড় রপ্তানি করেছে। এ থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আসত বাংলাদেশে। কিন্তু বেশির ভাগ চিনিকল বন্ধ হয়ে যাওয়ার পরে ভারত থেকে চিটাগুড় আমদানি করা হতো।

পণ্যবাহী জাহাজ মোংলা বন্দরে পৌঁছানোর পর স্বাগত জানান বন্দরের কর্মকর্তারা। আজ বৃহস্পতিবার দুপুরে

সম্পর্কিত নিবন্ধ