আবারও কর্মবিরতিতে প্রাইমমুভার ও ট্রেইলরশ্রমিকেরা
Published: 6th, February 2025 GMT
চট্টগ্রামে আবারও কর্মবিরতির ডাক দিয়েছেন প্রাইমমুভার ও ট্রেইলর শ্রমিক ইউনিয়নের শ্রমিকেরা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে বন্দরে কর্মবিরতি পালন করছেন তাঁরা। শ্রমিকদের দাবি, শ্রমিকদের বিরুদ্ধে মামলা হওয়ায় কর্মবিরতি পালন করছেন তাঁরা। তবে পুলিশ বলছে, মামলা শ্রমিকদের পক্ষে হয়েছে, বিরুদ্ধে নয়।
শ্রমিকদের দাবি, ডিসি পার্কে ঘটে যাওয়া সংঘর্ষের ঘটনায় গতকাল বুধবার সীতাকুণ্ড থানায় মামলা হয়েছে। যার ফলে গাড়িচালক-সহযোগীরা গ্রেপ্তারের আতঙ্কে আছেন। এ অবস্থায় তাঁরা গাড়ি চালাতে রাজি নন।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাইমমুভার গাড়িগুলো সড়কের এক পাশে পার্ক করে রাখা। চালকদের একাংশ সল্টগোলা ক্রসিং এলাকায় চট্টগ্রাম জেলা প্রাইমমুভার ও ট্রেইলর শ্রমিক ইউনিয়নের অফিসের সামনে জড়ো হয়েছেন।
এদিকে সীতাকুণ্ড এলাকার ডিসি পার্কে সংঘর্ষের ঘটনায় থানায় মামলা হয়েছে। চট্টগ্রাম জেলা প্রাইমমুভার ও ট্রেইলর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল খায়ের বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলাটি করেছেন।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান বলেন, গতকাল রাতে সংঘর্ষের ঘটনায় একটি মামলা হয়েছে। সেখানে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে আবুল খায়ের মামলাটি করেছেন।
তবে এরপরও কেন কর্মবিরতি, এটি জানতে আবুল খায়েরের মুঠোফোনে কল করে তাঁকে পাওয়া যায়নি। সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক কায়েস চৌধুরীও কল রিসিভ করেননি।
এর আগে গতকাল সকাল ১০টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত সাড়ে ১০ ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন তাঁরা।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বউয়ের বিয়ে!
নাট্যনির্মাতা রুবেল হাসান নির্মাণ করেছেন একক নাটক ‘বউয়ের বিয়ে’। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও তটিনী।
সিএমভির ব্যানারে নির্মিত নাটকটির গল্প লিখেছেন কামরুন্নাহার দীপা। চিত্রনাট্য তৈরি করেছেন মেজবাহ উদ্দীন সুমন।
‘বউয়ের বিয়ে’ নামকরণ প্রসঙ্গে নির্মাতা রুবেল হাসান বলেন, “ঈদের নাটক হিসেবে আমরা মজার একটি প্লট বেছে নিয়েছি। যাকে বলে খাঁটি রোমান্টিক-কমেডি ফ্যামিলি ড্রামা। যেখানে উঠে আসবে পাশাপাশি বসবাস করা হেনা ও নাজিমদের দুই বাড়ির গল্প। যে দুজন একে অপরের প্রেমে পড়েন। গোপনে বিয়েও করেন। মূলত, এরপরই শুরু হয় পারিবারিক মজার জটিলতা। নাটকটি দেখলে দর্শকদের পয়সা উসুল হবে, এটুকু কথা দিচ্ছি।”
আরো পড়ুন:
রুনা খানের বাবা মারা গেছেন
ফের বিয়ে করলেন আনিসুর রহমান মিলন
হেনা চরিত্রে তটিনী আর নাজিম চরিত্রে ইয়াশ রোহান অভিনয় করেছেন। কামরুল ইসলাম শুভর সিনেমাটোগ্রাফিতে সম্প্রতি নাটকটির শুটিং শেষ হয়েছে। এখন সম্পাদনার কাজ চলছে।
প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, এই ঈদে সিএমভি’র ব্যানারে প্রকাশ পাচ্ছে অন্তত ২০টি বিশেষ নাটক। যা চাঁদরাত থেকে ক্রমশ মুক্তি পাবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।
ঢাকা/রাহাত/শান্ত