ফাইনালের আগেই সাড়ে ১১ কোটি টাকার টিকিট বিক্রি
Published: 6th, February 2025 GMT
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসর নানা বিতর্কে এসেছে খবরের শিরোনামে। তবে নানা আলোচনা-সমালোচনার মধ্যেও দর্শকের আগ্রহে ভাটা পড়েনি।
ফাইনালের আগে ৪৫ ম্যাচে সাড়ে ১১ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে। রাইজিংবিডিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) টিকিট কমিটি সূত্র নিশ্চিত করেছে।
ফাইনালসহ হিসেব করলে এটি ১২ কোটি ছাড়িয়ে যাবে। টুর্নামেন্ট শুরুর আগে প্রাথমিক লক্ষ্য ছিল ১২ কোটি।
আরো পড়ুন:
চ্যাম্পিয়নস ট্রফিতে আম্পায়ারদের তালিকায় প্রকাশ, আছেন এক বাংলাদেশি
‘স্ট্রেচার’ থেকে নেমে আলিসের ‘চার’, শ্বাসরুদ্ধকর জয়ে ফাইনালে চিটাগং
টিকিট কমিটি সূত্র রাইজিংবিডি ডটকমকে জানায়, “ফাইনালের আগের হিসেবে আমাদের সাড়ে ১১ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে। অনলাইনে হওয়াতে এবার টিকিট বিক্রিতে বোর্ড আর্থিকভাবে লাভবান হয়।”
ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহীর ম্যাচ দিয়ে ৩০ ডিসেম্বর শুরু হয় দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি ক্রিকেট লিগ। বিপিএলের একাদশ আসরে সাত দল অংশ নিয়েছে।
এখন পর্যন্ত ৪৫টি ম্যাচ হয়েছে। ঢাকা, সিলেট এবং চট্টগ্রামে খেলাগুলো হয়। আগামীকাল ফাইনালে মিরপুর শের-ই-বাংলায় মুখোমুখি হবে বরিশাল-চিটাগং কিংস।
ঢাকা/রিয়াদ/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
রিজার্ভ বেড়ে ফের ২০ বিলিয়ন ডলার ছাড়াল
সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুনবেশ কয়েক মাস ধরেই দেশে বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ ২০ বিলিয়ন ডলারের ঘরে ওঠানামা করছে। সদ্য বিদায়ী জানুয়ারি মাসের শুরুতে ২১ বিলিয়নের ঘরে উঠলেও মাসটির মাঝামাঝি সময়ে আকুর বিল পরিশোধের পর তা কমে ১৯ বিলিয়নের ঘরে নেমে যায়। গত কয়েক সপ্তাহ ধরে তা ২০ বিলিয়নের কাছাকাছি অবস্থান করে। অবশেষে আবারও বেড়ে ২০ বিলিয়ন ডলারের ঘরে চলে এসেছে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, গতকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) পর্যন্ত আইএমএফের হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী বৈদেশিক মুদ্রার রিজার্ভ কিছুটা বেড়ে ২০ দশমিক ২০ বিলিয়ন ডলার বা দুই হাজার ২০ কোটি ১৬ লাখ ৩০ হাজার ডলারে উঠেছে। একই দিনে কেন্দ্রীয় ব্যাংকের পৃথক হিসাব মতে, দেশের মোট রিজার্ভের পরিমাণ এখন ২ হাজার ৫৫৪ কোটি ডলার বা ২৫ দশমিক ৫৪ বিলিয়ন ডলার।
এর আগে গত ২৯ জানুয়ারি বিপিএম-৬ অনুযায়ী দেশে মোট রিজার্ভের পরিমাণ ছিল এক হাজার ৯৯৭ কোটি (১৯ দশমিক ৯৭ বিলিয়ন) ডলার। ওইদিন বাংলাদেশ ব্যাংকের আলাদা হিসাব মতে, মোট রিজার্ভের পরিমাণ ছিল ২ হাজার ৫৩১ কোটি (২৫ দশমিক ৩১ বিলিয়ন) ডলার। সে হিসাবে গত ৬ দিনে বিপিএম-৬ অনুযায়ী দেশের বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ বেড়েছে ২৩ কোটি ডলার। তবে এ দুই হিসাবের বাইরে বাংলাদেশ ব্যাংকের নিট বা প্রকৃত রিজার্ভের আরও একটি হিসাব রয়েছে, যা প্রকাশ করা হয় না। সে হিসাবটি শুধুমাত্র আইএমএফকে দেওয়া হয়। ওই হিসাব অনুযায়ী রিজার্ভ ১৫ বিলিয়নের ঘরে অবস্থান করছে।
এএ