রাজধানী থেকে শুরু করে দূরদূরান্তের শহর পর্যন্ত, প্রতিটি স্থানের বিলবোর্ডে ভেসে উঠেছিল রহস্যময় রঙিন দাগ এবং কিছু অর্থবহ ইংরেজি শব্দ। কোনো ব্র্যান্ডের নাম, কোনো পরিচিত স্লোগান বা লোগো কিছুই ছিল না, এই সিম্পল ডিজাইন যেন পুরো দেশকে এক অদ্ভুত কৌতূহলের মধ্যে ডুবিয়ে দিয়েছিল।

তার পাশাপাশি কিছু পত্রিকা, অনলাইন পোর্টাল, নিউজের ইউটিউবের কাটসহ সোশ্যাল মিডিয়াতেও দেখা গেয়েছিল সেই একই রহস্যের ছোঁয়া। সাধারণ মানুষ থেকে শুরু করে নেটিজেনরা পর্যন্ত পড়ে গিয়েছিল সে গোলক ধাঁধায়, অনেক প্রশ্ন কিন্তু কোনো উত্তর যেন মিলছেই না।

অবশেষে রহস্যের জট খুলল, যা ছিল আড়ালে, তা আজ দৃশ্যমান। গত ১ ফেব্রুয়ারি জানা গেল, এটি আসলে একটি জনপ্রিয় ব্যাংকের রি-ব্র্যান্ডিং প্রচারণার অংশ ছিল। আর সেই ব্যাংকটি আমাদের সকলের সুপরিচিত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। দেশের সকল স্বনামধন্য বাংলা ও ইংরেজি পত্রিকায় বিজ্ঞাপনের মাধ্যমে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নতুন লোগো এবং ব্র্যান্ড আইডেন্টিটি উন্মোচন করল। 

গ্রাহকের নির্ভরতা ও বিশ্বাসের নতুন মেলবন্ধন তৈরি করেছে লোগোটি। রং থেকে শুরু করে টাইপোগ্রাফি পর্যন্ত প্রতিটি অংশ এমটিবি ব্যাংকের মূল্যবোধ এবং গ্রাহকদের নিকট তাদের সার্ভিসকে আরও সম্প্রসারণে অঙ্গীকার পরিলক্ষিত হয়।  

লোগোতে ব্যবহৃত প্রত্যেকটি উপাদান দৃশ্যমান করে বছরের পর বছর ধরে তাদের তৈরি সম্পর্কগুলোকে আরও দৃঢ় করতে প্রত্যয়ী। এমটিবি ব্যাংকের প্রচেষ্টা এখন দেশের প্রতিটি ব্যক্তি, কমিউনিটি, ব্যবসায়িক সম্প্রদায় বা উদ্যোক্তা সকলের পাশে থেকে দেশকে সামনের দিকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। 

এমটিবি ব্যাংক বিশ্বাস করে প্রযুক্তি নির্ভর সমসাময়িক সহজ সমাধান জরুরি।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: রহস য

এছাড়াও পড়ুন:

বন্দরে চাঁদা না পেয়ে কুপিয়ে জখম

বন্দরে ৩০ লাখ টাকা চাঁদা না পেয়ে একটি নির্মাণাধিন শিল্প প্রতিষ্ঠানের মাটি ভরাট কাজের ঠিকাদারের কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে স্থানীয় সন্ত্রাসীরা।

আহতের নাম মাহবুব হোসেন হৃদয় (২৮)। তিনি বন্দরের উত্তর লক্ষণখোলা এলাকার শফিকুল ইসলামের ছেলে।  এ ব্যাপারে মামলা হয়েছে। এর আগে গত বুধবার (৫ ফেব্রুয়ারী) দুপুরে বন্দর উপজেলার তালতলা এলাকায় এ ঘটনাটি ঘটে। 

মাহবুব হোসেন হৃদয় জানান, বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের মনারবাড়ি এলাকায় এস এম ডেনিম নামের একটি শিল্প প্রতিষ্ঠানের মাটি ভরাট কাজ চলছিল। এখানে ঠিকাদারি কাজের ওয়ার্ক অর্ডার পান বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর আবুল কাউসার।

বালু ভরাট কাজের জন্য ঠিকাদারের কাছে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করে বন্দরের ইস্পাহানি এলাকার সোহেল প্রধান, নাসির, আমানত ও লিয়াকত হোসেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে   বুধবার তারা দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে বালু ভরাট কাজে বাধা দেয়। এ  সময় বাঁধা দিতে গেলে তাকে রামদা চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে।

বন্দর থানার ওসি তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। 
 

সম্পর্কিত নিবন্ধ