নারায়ণগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তিন ম্যুরাল ভেঙে ফেলা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়, জেলা পুলিশ সুপারের কার্যালয় ও জেলা দায়রা জজ আদালতের সামনের ম্যুরালগুলো ভেঙে ফেলা হয়।

এদিন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হুমায়ূণ কবির, সাধারণ সম্পাদক আনোয়ার প্রধান, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে এসব ম্যুরাল ভাঙচুর করা হয়।

অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, এই প্রতীকগুলো নিপীড়ন ও স্বৈরাচারের চিহ্ন। এগুলোর উপস্থিতি ২৪-এর গণআন্দোলনের চেতনাকে কলুষিত করে। আমাদের শহরে এর কোনো জায়গা নেই। ভবিষ্যতে যে কোনো স্বৈরাচারের প্রতীক এভাবেই গুঁড়িয়ে দেওয়া হবে। এই শহরে আওয়ামী লীগের বাইতুল আমান, হিরা মহলসহ যেসব আস্তানা আছে, ফ্যাসিস্টদের সব গুড়িয়ে দেওয়া হবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

বন্দরে কক্সবাজারের নারী মাদক কারবারি ইয়াবাসহ গ্রেপ্তার

বন্দরে যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ১ হাজার পিছ ইয়াবা ট্যাবলেটসহ কক্সবাজারের নারী মাদক কারবারি জোবাইদা (৪০) কে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

গ্রেপ্তারকৃত  মাদক কারবারি জোবাইদা সুদূর কক্সবাজার  জেলার উখিয়া থানার কুতুবপালং ক্যাম্পস্থ ব্লক নং ডি বাসা নং ৮৪ এলাকার মৃত ওলা মিয়ার মেয়ে।

ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনায় নারায়ণগঞ্জ জেলা  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ খোরশেদ আলম বাদী হয়ে বুধবার (৫ ফেব্রুয়ারী) দুপুরে গ্রেপ্তারকৃত নারী মাদক ব্যবসায়ী বিরুদ্ধে  বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ৯(২)২৫।

ধৃত নারী মাদক কারবারিকে উল্লেখিত মামলায় ওই দিন দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে বন্দর উপজেলার মদনপুরস্থ ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের রাফি ফিলিং স্টেশনের সামনে ঢাকাগামী চট্র মেট্রো ব ১১-১৫২৭ নাম্বারে যাত্রীবাহী হানিফ সুপার প্লাস পরিবহনে তল্লাশী চালিয়ে উল্লেখিত ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।  
 

সম্পর্কিত নিবন্ধ

  • রূপগঞ্জে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে স্মারকলিপি
  • রূপগঞ্জে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবীতে স্মারকলি
  • রূপগঞ্জে চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু 
  • নারায়ণগঞ্জের ডিসি-এসপি অফিসের সামনে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর 
  • প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জে ছাত্র শিবিরের র‌্যালি
  • শীতলক্ষ্যায় মিললো অজ্ঞাত যুবকের লাশ
  • জেলা কালচারাল অ‌ফিসার শারমীন জাহানের সা‌থে মহানগর জাসাস নেতৃবৃ‌ন্দের সৌজন‌্য স্বাক্ষাৎ
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটিতে সিদ্ধিরগঞ্জের ৩৩
  • বন্দরে কক্সবাজারের নারী মাদক কারবারি ইয়াবাসহ গ্রেপ্তার