ছবি: ইনস্টাগ্রাম থেকে

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আইনজীবী তৌফিকা করিম ও সাবেক সংসদ সদস্য উশৈসিংয়ের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

আইনজীবী তৌফিকা আফতাব ওরফে তৌফিকা করিমের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। অন্যদিকে সাবেক সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিংসহ তাঁর পরিবারের পাঁচ সদস্যের বিদেশযাত্রায়ও নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আলাদা আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ মো. জাকির হোসেন আজ বৃহস্পতিবার এসব আদেশ দেন।

আইনজীবী তৌফিকা করিমের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম।

দুদক আদালতকে লিখিতভাবে জানিয়েছে, তৌফিকা করিম সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের আস্থাভাজন ও বিশ্বস্ত। তিনি তদবির–বাণিজ্যসহ দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।

দুদকের পক্ষ থেকে আদালতকে আরও বলা হয়েছে, রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় তৌফিকা করিমের একটি বাড়ি আছে বলে নিশ্চিত হওয়া গেছে। সেটার অর্থমূল্য ৬ কোটি ৩৩ লাখ টাকা। অন্যদিকে তাঁর বিভিন্ন ব্যাংক হিসাবে ২৩ কোটি টাকা গচ্ছিত রাখার তথ্য পাওয়া গেছে। এ ছাড়া তিনি সিটিজেন ব্যাংকে আরও পাঁচ কোটি টাকা বিনিয়োগ করেছেন।

তৌফিকা করিম বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে দুদকের পক্ষ থেকে আদালতকে জানানো হয়েছে। শুনানি নিয়ে আদালত তৌফিকা করিমের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত।

বীর বাহাদুর উশৈসিংয়ের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

সাবেক সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিংসহ তাঁর পরিবারের পাঁচ সদস্যের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন আজ বৃহস্পতিবার এ আদেশ দেন। নিষেধাজ্ঞা আরোপ করা তাঁর পরিবারের অন্য চার সদস্য হলেন বীর বাহাদুর উশৈসিংয়ের স্ত্রী মে হ্লা প্রু, তাঁর তিন সন্তান উসিং হাই, থোওয়াই শৈ ওয়াং ও ম্যা ম্যা খিং ভেনাস।

বীর বাহাদুর উশৈসিংসহ পাঁচজনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন দুদকের সহকারী পরিচালক আবদুল মালেক।

আবেদনে বলা হয়েছে, বীর বাহাদুর উশৈসিং দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কোটি কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন, যা অনুসন্ধান করছে দুদক। তিনি সপরিবার দেশত্যাগের চেষ্টা করছেন বলে দুদক জানতে পেরেছে।

এ পরিস্থিতিতে শুনানি নিয়ে আদালত তাদের প্রত্যেকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন।

সম্পর্কিত নিবন্ধ