তাসকিনকে কি ছুঁতে পারবেন খালেদ
Published: 6th, February 2025 GMT
বিপিএলে এক মৌসুমে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ডটা করেই বিদায় নিয়েছেন তাসকিন আহমেদ। সাকিব আল হাসানের রেকর্ড ভাঙা তাসকিনের দল দুর্বার রাজশাহীর বিদায়ঘণ্টা বেজেছে প্রথম পর্বেই। আগামীকালের ফাইনালে শেষেও তাসকিনের সবার ওপরে থাকার সম্ভাবনাই বেশি। নিকট প্রতিদ্বন্দ্বী চেয়ে যে ৫ উইকেটে এগিয়ে বাংলাদেশের পেস তারকা।
২০ উইকেট নিয়ে তাসকিনের পরেই আছেন তিন পেসার ফাহিম আশরাফ, আকিফ জাভেদ ও খালেদ আহমেদ। পাকিস্তান পেসার আকিফের রংপুর রাইডার্স বিদায় নিয়েছে এলিমিনেটর থেকে। আরেক পাকিস্তানি ফাহিমের ফরচুন বরিশাল ফাইনালে উঠেছে। তবে পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফির দলে সুযোগ পাওয়া ফাহিম দেশে ফিরে গেছেন।
তাসকিন ছোঁয়া বা পেছনে ফেলার সুযোগ আছে শুধু চিটাগং কিংসের খালেদের। কাজটা অবশ্য কঠিন। তাসকিনকে ছুঁতেই যে ৫ উইকেট দরকার বাংলাদেশের এই পেসারের।
আরও পড়ুনরুশোর রেকর্ড ভাঙা হলো না, নাঈম কি পারবেন শীর্ষে থেকে শেষ করতে২ ঘণ্টা আগেসাত দলের শীর্ষ বোলারফরচুন বরিশাল
২০, ফাহিম আশরাফ
১০, তানভীর ইসলাম
৮, জাহানদাদ খান
৮, মোহাম্মদ নবী
উৎস: Prothomalo
কীওয়ার্ড: উইক ট
এছাড়াও পড়ুন:
কানাডার নতুন প্রধামন্ত্রী মার্ক কার্নি
কানাডার নতুন প্রধামন্ত্রী নির্বাচিত হয়েছেন মার্ক কার্নি। তিনি বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হলেন। স্থানীয় সময় রোববার প্রধামন্ত্রী হিসেবে তাঁর নাম ঘোষণা করেন লিবারেল পার্টির প্রেসিডেন্ট সচিত মেহরা।
মার্ক কার্নি ব্যাংক অব কানাডার গভর্নর ছিলেন। তিনি ব্যাংক অব ইংল্যান্ডেরও নেতৃত্ব দিয়েছিলেন।
রোববার সদস্যদের ভোটে লিবারেল পার্টির নতুন নেতা বাছাই হয়। এতে মার্ক কার্নি ১ লাখ ৩১ হাজার ৬৭৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিনা ফ্রিল্যান্ড পেয়েছেন ১১ হাজার ১৩৪ ভোট।
টানা ৯ বছর ক্ষমতায় থাকার পর গত জানুয়ারি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন ট্রুডো। এরপর তাঁর উত্তরাধিকার বাছাইয়ের জন্য ৯ মার্চ দিন ধার্য করা হয়েছিল।
আরও পড়ুনকানাডায় কে হচ্ছেন জাস্টিন ট্রুডোর উত্তরসূরি০৭ জানুয়ারি ২০২৫কানাডার রাজনৈতিক ব্যবস্থায় হাউস অব কমন্সের সবচেয়ে বড় দল হিসেবে যিনি লিবারেল পার্টির প্রধান হবেন, দেশটির প্রধানমন্ত্রীও হন তিনি। এ হিসেবে মার্ক কার্নি নির্বাচনের আগপর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন বলে ধারণা করা হচ্ছে।