বরিশালের ‘বিদেশি দাপট’, চিটাগং কতটা প্রস্তুত?
Published: 6th, February 2025 GMT
বিপিএলের শিরোপার লড়াইয়ে মুখোমুখি ফরচুন বরিশাল ও চিটাগং কিংস। শুক্রবার ফাইনালে গড়াবে প্রতিদ্বন্দ্বিতার শেষ ধাপ। প্রথম কোয়ালিফায়ারে চিটাগং কিংসকে হারিয়ে সরাসরি ফাইনালে উঠে বরিশাল। এবার ট্রফির লড়াইয়েও তামিমদের সামনে একই প্রতিপক্ষ। ফাইনালের জন্য বরিশাল দলে আগে থেকেই ছিলেন কাইল মায়ার্স। এরপর শুধু ফাইনাল খেলাতে উড়িয়ে আনা হল জিমি নিশামকেও। তবে চিটাগং কোনো নতুন বিদেশি না এনে আগের স্কোয়াডের ওপরই ভরসা রাখছে।
লিগ পর্ব থেকেই বরিশাল ও চিটাগংয়ের লড়াই ছিল নজরকাড়া। শেষ ম্যাচে বরিশালকে হারিয়ে কোয়ালিফায়ারে জায়গা করে নেয় চিটাগং, যেখানে তামিমদের কাছে বড় ব্যবধানে হেরে যায় তারা। তবে দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনা টাইগার্সকে নাটকীয়ভাবে হারিয়ে ফের ফাইনালে ওঠে কিংসরা।
বরিশাল এবার শক্তিশালী দল নিয়েই মাঠে নামছে। শুরু থেকেই দলে থাকা ডেভিড মালান ফাইনালের বড় ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। পাকিস্তানি পেসার মোহাম্মদ আলি প্রথম কোয়ালিফায়ারে দুর্দান্ত বোলিং করেছেন, নিয়েছিলেন পাঁচ উইকেট। আর বিশেষভাবে ফাইনালের জন্যই উড়ে এসেছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশাম।
অন্যদিকে, চিটাগং কিংস নতুন কোনো বিদেশি আনেনি, বরং পুরনো দল নিয়েই ফাইনালের পরিকল্পনা সাজিয়েছে। গ্রাহাম ক্লার্ক, খাজা নাফে, হোসাইন তালাত ও বিনুরা ফার্নান্দোর ওপর ভরসা রেখেছে তারা। শেষ পর্যন্ত বরিশালের ‘বিদেশি দাপট’ নাকি চিটাগংয়ের পরিচিত কম্বিনেশন- কারা হাসবে শেষ হাসি, সেটিই দেখার অপেক্ষা!
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব প এল
এছাড়াও পড়ুন:
জিনদের আহার্য
মহানবী (সা.) একবার তার সাহাবি আবু হুরায়রা (রা.)-কে বললেন কিছু পাথর নিয়ে আসতে। তবে হাড় বা গোবর আনতে নিষেধ করলেন। আবু হুরায়রা (রা.) কাপড়ে করে কিছু পাথর এনে সেগুলো নবীজি (সা.)-এর পাশে রেখে চলে গেলেন। নবীজি (সা.) কাজ সেরে ফিরে আসার পর আবু হুরাইরা জিজ্ঞেস করলেন, আল্লাহর রাসুল, হাড় ও গোবরে সমস্যা কী? তিনি উত্তরে বললেন, সেগুলো জিনদের খাবার। নাসিবিন শহরে (সিরিয়া ও ইরাকের মধ্যে আলজাযিরার একটি নগরী) জিনদের একটি প্রতিনিধি দল এসেছিল। তারা সবাই খুব ভালো জিন। আমার কাছে খাবার সম্পর্কে জিজ্ঞাসা করেছিল। আমি আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করি। তাই তারা যে হাড় বা গোবরের পাশ দিয়ে যাবে, তাতেই নিজেদের জন্য খাবার খুঁজে পাবে। (বুখারি, হাদিস: ৩,৫৭৮)
আরও পড়ুনইবলিস কি জিন নাকি ফেরেশতা১৬ মার্চ ২০২৫তাই কেউ যদি বিসমিল্লাহ বলে খাবার খায় এবং হাড় থেকে মাংস খাওয়ার পর নাপাক স্থানে না ফেলে, মুমিন জিনেরা সেই হাড় হাতে নিলে তাতে গোশত ফিরে আসবে। (তিরমিজি, হাদিস: ৩,২৫৮)
আর দুষ্ট জিন ও শয়তানরা খায় এমন খাবার, যাতে আল্লাহর নাম উচ্চারণ করা হয় না। যেসব খাবারের শুরুতে বিসমিল্লাহ বলা হয়, সেগুলো তারা ছুঁয়েও দেখে না।
গোবরে জিনদের পশুদের জন্য খাবার জমা হয়। তার মানে জিনদের পোষা প্রাণী আছে এবং তারা তাতে আরোহণ করে। রাসুল (সা.) বলেছেন, ‘গোবর বা হাড় নাপাকি পরিষ্কারের কাজে ব্যবহার করো না। কারণ এগুলো তোমাদের ভাই জিনদের খাবার।’ (তিরমিজি, হাদিস: ১৮)
আরও পড়ুনকোরআন শুনে একদল জিন ইসলাম ধর্ম গ্রহণ করেন০৬ আগস্ট ২০২৩