বরিশালের ‘বিদেশি দাপট’, চিটাগং কতটা প্রস্তুত?
Published: 6th, February 2025 GMT
বিপিএলের শিরোপার লড়াইয়ে মুখোমুখি ফরচুন বরিশাল ও চিটাগং কিংস। শুক্রবার ফাইনালে গড়াবে প্রতিদ্বন্দ্বিতার শেষ ধাপ। প্রথম কোয়ালিফায়ারে চিটাগং কিংসকে হারিয়ে সরাসরি ফাইনালে উঠে বরিশাল। এবার ট্রফির লড়াইয়েও তামিমদের সামনে একই প্রতিপক্ষ। ফাইনালের জন্য বরিশাল দলে আগে থেকেই ছিলেন কাইল মায়ার্স। এরপর শুধু ফাইনাল খেলাতে উড়িয়ে আনা হল জিমি নিশামকেও। তবে চিটাগং কোনো নতুন বিদেশি না এনে আগের স্কোয়াডের ওপরই ভরসা রাখছে।
লিগ পর্ব থেকেই বরিশাল ও চিটাগংয়ের লড়াই ছিল নজরকাড়া। শেষ ম্যাচে বরিশালকে হারিয়ে কোয়ালিফায়ারে জায়গা করে নেয় চিটাগং, যেখানে তামিমদের কাছে বড় ব্যবধানে হেরে যায় তারা। তবে দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনা টাইগার্সকে নাটকীয়ভাবে হারিয়ে ফের ফাইনালে ওঠে কিংসরা।
বরিশাল এবার শক্তিশালী দল নিয়েই মাঠে নামছে। শুরু থেকেই দলে থাকা ডেভিড মালান ফাইনালের বড় ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। পাকিস্তানি পেসার মোহাম্মদ আলি প্রথম কোয়ালিফায়ারে দুর্দান্ত বোলিং করেছেন, নিয়েছিলেন পাঁচ উইকেট। আর বিশেষভাবে ফাইনালের জন্যই উড়ে এসেছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশাম।
অন্যদিকে, চিটাগং কিংস নতুন কোনো বিদেশি আনেনি, বরং পুরনো দল নিয়েই ফাইনালের পরিকল্পনা সাজিয়েছে। গ্রাহাম ক্লার্ক, খাজা নাফে, হোসাইন তালাত ও বিনুরা ফার্নান্দোর ওপর ভরসা রেখেছে তারা। শেষ পর্যন্ত বরিশালের ‘বিদেশি দাপট’ নাকি চিটাগংয়ের পরিচিত কম্বিনেশন- কারা হাসবে শেষ হাসি, সেটিই দেখার অপেক্ষা!
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব প এল
এছাড়াও পড়ুন:
শিশুকে ধর্ষণের খবর শুনে বাবার মৃত্যু
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ছয় বছরের শিশুকে দলবদ্ধ ধর্ষণের কথা শুনে বাবার মৃত্যু হয়েছে। ভুক্তভোগীর শিশুটির মামা এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ধর্ষণে শিকার শিশুটির বাবা বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। রোববার বিকেলে তার মেয়ের এই ঘটনা শোরর পর থেকে তিনি আরও অসুস্থবোধ করতে থাকেন। সোমবার সকাল ১১টায় তাঁর মৃত্যু হয়।
এদিকে ধর্ষণের অভিযোগে দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ধর্ষণের ঘটনা ঘটে। এই ঘটনায় ভিকটিমের নানী বাদী হয়ে বানিয়াচং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। গ্রেপ্তার দু’জনের মধ্যে একজনের বয়স ১৭ বছর, আরেকজন ১৫।
ধর্ষণের শিকার মেয়েটিকে উদ্ধার করে প্রথমে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে পাঠানো হয় সদর আধুনিক হাসপাতালে। সোমবার ২২ ধারায় আদালতে জবানবন্দি দেওয়ার পর মেয়েটিকে নানির জিম্মায় দেওয়া হয়েছে। গ্রেপ্তার দুই কিশোরকে আপাতত জেলা কারাগারে পাঠিয়েছেন আদালত। পরে তাদের গাজীপুরের টঙ্গী শিশু সংশোধনাগারে পাঠানো হবে। রাষ্ট্রপক্ষের আইনজীবী মইনুল হাসান দুলাল এসব তথ্য জানিয়েছেন।
পুলিশ জানায়, রোববার বিকেলে বাড়িতে খেলাধুলা করছিল শিশুটি। এক পর্যায়ে তাকে ১০ টাকা দেওয়ার লোভ দেখিয়ে বাড়ির পাশের জঙ্গলে নিয়ে যায় দুই কিশোর। সেখানে তাকে ধর্ষণ করে তারা। এ সময় ভুক্তভোগীর চিৎকার শুনে লোকজন এগিয়ে গেলে বখাটেরা পালিয়ে যায়। শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ ঘটনায় রাতে মৌখিক অভিযোগ করা হলে পুলিশ অভিযান চালিয়ে দুই কিশোরকে আটক করে। পরদিন লিখিত অভিযোগ করা হয়েছে।
বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ বলেন, দুই কিশোরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।