লালমনিরহাটের হাতীবান্ধায় জুঁই খাতুন (২২) হত্যার বিচারের দাবিতে এলাকাবাসী লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করেছেন। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তিন ঘণ্টাব্যাপী এই অবরোধ চলে।

জানা যায়, ৩ বছর পূর্বে একই উপজেলার সিংগিমারী ইউনিয়নের জাহেদুল ইসলামের মেয়ে জুঁই খাতুনের সাথে সানিয়াজান ইউনিয়নের শেখ সুন্দর গ্রামের মমিকুল ইসলামের ছেলে আলী হোসেনের সাথে বিয়ে হয়। গত ৩০ জানুয়ারি সন্ধ্যা ৭:৩০ মিনিটে স্বামী আলী হোসেনের বাড়ি থেকে জুঁই খাতুনের মৃত্যুর খবর আসে। পরিবারের দাবি, স্বামীর নির্যাতনের শিকার হয়ে তিনি মারা যান।

জুঁই খাতুনের মা লিপি বেগম অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে স্বামী আলী হোসেন মাদক ও জুয়ার আসক্ত ছিলেন এবং যৌতুকের জন্য জুঁইকে চাপ দিতেন। টাকা আনতে না পারায় মারধর শেষে বালিশ চাপা দিয়ে তাকে হত্যা করে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয় বলে অভিযোগ করেন তিনি। 

অবরোধের সময় হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম মিয়া ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, দ্রুত মামলা গ্রহণ ও আসামি গ্রেপ্তারের আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেয়।

এদিকে, পুলিশ প্রথমে ঘটনাটিকে আত্মহত্যা ধরে নিয়ে একটি ইউডি মামলা রুজু করলেও, পরিবারের আপত্তির মুখে ও আন্দোলনের চাপে মামলাটি হত্যা মামলা হিসেবে নেওয়ার আশ্বাস দেয়।

 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: অবর ধ অবর ধ

এছাড়াও পড়ুন:

রূপগঞ্জে চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে  ইয়াকুব (৩২) নামে এক ইলেকট্রিক মিস্তিরির বৈদ্যুতিক সরঞ্জাম চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার তারাব পৌরসভার খাদুন এলাকায় এ ঘটনা ঘটে। রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক আলতাব হোসেন জানান, খাদুন এলাকার জালাল উদ্দীনের ছেলে ইয়াকুব (৩২) বিদ্যুতের খুটি থেকে বৈদ্যুতিক সরঞ্জাম চুরি করতে গিয়ে শর্টসার্কিট মৃত্যু হয়েছে বলে  প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।

ইয়াকুবের বড় ভাই ইয়াছিন জানান, খাদুন এলাকার শাকিল সহ বেশ কয়েকজন রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গেলে দেখি  বিদুতের খুঁটির নিচে লাশ পড়ে আছে। এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও,সি) লিয়াকত আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। কোন রহস্য আছে কিনা সেটা তদন্ত কওে বের করা হবে।
 

সম্পর্কিত নিবন্ধ