আদমজীতে কিং প্যালেস রেস্টুরেন্টকে লাখ টাকা জরিমানা
Published: 6th, February 2025 GMT
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ কর্তৃক নিয়মিত তদারকি এবং ব্যবসায়ীগণ যাতে ভোক্তার নিকট গুণগত খাদ্য পণ্য সরবরাহ করে এর অংশ হিসেবে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজী সোনামিয়া মার্কেট এলাকায় বাজার মনিটরিং করা হয়।
এসময় পচা, বাসি খাবার সংরক্ষণ করার অপরাধে ‘কিং প্যালেস রেস্টুরেন্ট’কে ১ লাখ টাকা টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক জানান, ফ্রিজে কাঁচা মাংসের সাথে রান্না করা মাংস, পূর্বে রান্না করা বাসি গ্রিল, চিকেন চাপ, শিক কাবাব পাওয়া যায়।
যা ভোক্তার সাথে প্রতারনা এবং সেবা গ্রহীতার জীবন ও নিরাপত্তা বিপন্ন কারী কার্য। ফলে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ১ লাখ টাকা অর্থ দন্ড আরোপ ও আদায় করা হয়।
এসময় প্রতিষ্ঠানটির ম্যানেজার মো.
পরে বাসি, পূর্বে রান্না করা খাদ্য দ্রব্য জনসম্মক্ষে ধ্বংস করা হয় । জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা ।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
সিরাজগঞ্জে ২ পক্ষের সংঘর্ষের ঘটনায় আটক ৪
সিরাজগঞ্জ পৌর এলাকার বাহিরগোলায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় চারজনকে আটক করেছে যৌথ বাহিনী। রবিবার (৬ এপ্রিল) বিকেলে সেনাবাহিনী, পুলিশ ও র্যাব যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জে সেনাবাহিনীর ক্যাম্প অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুনায়েদ বিন কবির।
স্থানীয় সূত্র জানায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গতকাল শনিবার (৫ এপ্রিল) বাহিরগোলায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এসময় ইট নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত সাতজন আহত হন। আজও দুই পক্ষ সংঘর্ষে জাড়ায়। এতে তিনজন আহত হন।
খবর পেয়ে সেনাবাহিনীর লেফটেন্যান্ট তাওহীরের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে যায়। পরে পুলিশ ,র্যাব ও সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে। এসময় ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়। পরে তাদের সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়। যৌথবাহিনীর অভিযানের পর বাহিরগোলায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
আরো পড়ুন:
শরিয়তপুরে ককটেল বিস্ফোরণ, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার
জলাশয় ইজারার বিরোধ নিয়ে সংঘর্ষে অর্ধশতাধিক আহত
সিরাজগঞ্জে সেনাবাহিনীর ক্যাম্প অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুনায়েদ বিন কবির বলেন, “সিরাজগঞ্জের আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী দিনরাত কাজ করে যাচ্ছে।”
সিরাজগঞ্জ সদর থানার ওসি হুমায়ুন কবির বলেন, “শহরের বাহিরগোলায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় যৌথবাহিনী চারজনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগের পর মামলা দায়েরসহ আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।”
ঢাকা/অদিত্য/মাসুদ