পাকিস্তানের করাচিতে চ্যাম্পিয়নস ট্রফি শুরু হবে ১৯ ফেব্রুয়ারি। তিন দিন পর দুবাইয়ে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। এ ম্যাচে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ ভারতের কোন বোলারকে নিয়ে সবচেয়ে বেশি চিন্তায় পড়তে পারে? কে আবার, যশপ্রীত বুমরা! এটা সাধারণ ভাবনা হলেও পাকিস্তান দলের অন্তর্বর্তীকালীন কোচ আকিব জাভেদ সে দলে নেই। পাকিস্তানের সাবেক পেসার উল্টো ভারতকেই পরামর্শ দিয়েছেন, চিরপ্রতিদ্বন্দ্বীরা যেন তাদের সেরা পেসার বুমরার যত্ন নেয়। অর্থাৎ বুমরার ফিটনেস নিয়ে ভাবতে বলেছেন ভারতকে।

আরও পড়ুনচ্যাম্পিয়নস ট্রফির আগে যেখানে পিছিয়ে বাংলাদেশ৬ ঘণ্টা আগে

গত ডিসেম্বর-জানুয়ারিতে বোর্ডার-গাভাস্কার সিরিজে সর্বশেষ প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেন বুমরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে সে সিরিজে ৩২ উইকেট নিয়ে সিরিজসেরাও হন বুমরা। কিন্তু পিঠের পুরোনো চোট সিডনিতে শেষ টেস্টে ফিরে এসেছিল। যে কারণে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে বোলিং করতে পারেননি।

চ্যাম্পিয়নস ট্রফি সামনে রেখে বুমরা এখন আপাতত বিশ্রামে আছেন। চোটপ্রবণ হওয়ায় বুমরাকে সব টুর্নামেন্ট কিংবা সিরিজে খেলায় না ভারত। আইসিসির বড় টুর্নামেন্টে তাঁকে খেলানো হয় কিংবা বড় দলের বিপক্ষে সিরিজে। সে অনুযায়ী চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াডে বুমরাকে রেখেছে ভারত।

পাকিস্তানের অন্তবর্তীকালিন কোচ আকিব জাভেদ.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ওআইসিভুক্ত ১৯ দেশের মিশনপ্রধান ডেকেছে ইসি

ইসলামী সহযোগিতা সংস্থাভুক্ত (ওআইসি) ১৯ দেশের মিশনপ্রধানকে ডেকেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী সোমবার বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সভাকক্ষে তাদের উদ্দেশে ত্রয়োদশ সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি তুলে ধরবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন।

পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের ভোট কার্যক্রম ও প্রবাসীদের অনলাইন ভোটিং নিয়েও সহায়তা চাইবে কমিশন। পরে সাংবাদিকদের ব্রিফ করা হবে। ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম গতকাল বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন।

ইসি সূত্রে জানা গেছে, ইতোমধ্যে ১৯ দেশের মিশনপ্রধানকে আমন্ত্রণ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। দেশগুলো হলো– আফগানিস্তান, আলজেরিয়া, ব্রুনাই দারুসসালাম, মিসর, ইন্দোনেশিয়া, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মরক্কো, ওমান, পাকিস্তান, ফিলিস্তিন, কাতার, সৌদি আরব, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাত। 

ওই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের অভ্যর্থনার জন্য নির্বাচন কমিশন সচিবালয়ের সাত কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। গতকাল ইসির এক আদেশে এ তথ্য জানানো হয়েছে। এর আগে যুক্তরাজ্য, ইউএনডিপি, ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশ ও সংস্থার সঙ্গে নির্বাচন নিয়ে আলোচনা করেছে ইসি।

সম্পর্কিত নিবন্ধ