ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঠিক না হলেও শেরপুর জেলার তিনটি সংসদীয় আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণার পর বিষয়টি ছড়িয়ে পড়ায় এলাকায় আলোচনা শুরু হয়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে জেলা জামায়াতের প্রচার বিভাগের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত তথ্য প্রচার করা হয়। আর বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে শেরপুর জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

তিনটি আসনের সম্ভাব্য প্রার্থীরা হলেন, শেরপুর-১ (শেরপুর সদর) আসনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম, শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক ও জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মু.

গোলাম কিবরিয়া ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে শেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি আলহাজ নুরুজ্জামান বাদল।

শেরপুর সদর-১ আসনের মনোনীত প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম বলেন, ‘‘সংসদ নির্বাচনে প্রার্থী দেওয়ার ব্যাপারে কেন্দ্র থেকে সিদ্ধান্ত নেওয়া হয়। আমি আগেই এই ব্যাপারে তথ্য পেয়েছি। আমাকে আমার এলাকায় সাধারণ মানুষের কাছে পৌঁছে কাজ করতে বলা হয়েছে।’’

তিনি আরো বলেন, ‘‘তৃণমূল পর্যায়ে মানুষ জামায়াতের নেতৃত্ব দেখতে চাচ্ছে, যা আমাদের উৎসাহিত করেছে। আগেভাগে প্রার্থী দেয়ার ফলে প্রতিটি গ্রামের ওয়ার্ড পর্যায়ের মানুষ তাদের প্রার্থীদের চিনতে পারবে।’’

এ ব্যাপারে শেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি ও শেরপুর-৩ আসনের প্রার্থী আলহাজ নুরুজ্জামান বাদল বলেন, ‘‘স্থানীয় মতামত ও মাঠপর্যায়ের জরিপের ভিত্তিতে কেন্দ্রীয় জামায়াতে ইসলামী সম্ভাব্য প্রার্থী তালিকার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। আগামী নির্বাচনের জন্য আমরা সাধারণ মানুষের সঙ্গে মিশে তাদের দুঃখ-কষ্ট বুঝার চেষ্টা করছি। আমাদের প্রার্থী মনোনয়নে কোনো প্রতিযোগিতা নেই। তাই আমাদের মনোনয়ন প্রক্রিয়া সহজ।’’ 

ঢাকা/তারিকুল/বকুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইসল ম আসন র

এছাড়াও পড়ুন:

ভালোবাসা, বন্ধুত্ব, বিশ্বাস ও ত্যাগের গল্পে তৌসিফ, আইশা

ভালোবাসা দিবসে দেশের বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নাটক, ওয়েব ফিল্ম। অনুমিতভাবেই এসব কনটেন্টে উঠে আসবে ভালোবাসার গল্প। নির্মাতা ইফফাত জাহান মম নিয়ে আসছেন এমনই একটি নাটক ‘ব্যথার বাগান’। পরিচালকের ভাষ্যে, ‘এটি ভালোবাসা ও বন্ধুত্বের গল্প।’

এর আগে ওয়েব ফিল্ম ‘মুনতাসির’ বানিয়ে আলোচিত হয়েছিলেন তরুণ নির্মাতা ইফফাত জাহান মম।

লেখক কিঙ্কর আহসানকেও নাটকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। নির্মাতার সৌজন্যে

সম্পর্কিত নিবন্ধ