একাধিক গবেষণা জানিয়েছে, কালো রঙের প্লাস্টিকে ক্যানসারের ঝুঁকি সবচেয়ে বেশি। ২০২৪ সালের এপ্রিলে আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন জার্নালে প্রকাশিত গবেষণা থেকে জানা যায়, কালো রঙের প্লাস্টিকের মাধ্যমে শরীরে পলিব্রমিনেটেড ডাইফিনাইল ইথারের পরিমাণ বেড়ে যায়। এ উপাদান বিভিন্ন ধরনের ক্যানসারের জন্য দায়ী। ফলে ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যেতে পারে ৩০০ শতাংশ পর্যন্ত।

২০২৪ সালের অক্টোবরে প্রকাশিত আরেক গবেষণা থেকে জানা যায়, কালো রঙের প্লাস্টিকে ব্রমিনেটেড ফ্লেম রিটার্ডান্টস ও অরগানোফসফেট ফ্লেম রিটার্ডান্টসের পরিমাণ সর্বোচ্চ। ২০৩ ধরনের কালো রঙের প্লাস্টিকের ওপর চালানো গবেষণায় দেখা গেছে, সব ধরনের কালো প্লাস্টিকেই শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর এই দুই রাসায়নিক আছে। এই প্লাস্টিক যেভাবেই ব্যবহার করেন না কেন, এর মাধ্যমে ক্ষতিকর উপাদানগুলো মানবদেহ ও পরিবেশে প্রবেশ করে ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে। ‘নিউরোটক্সিডিটি’র অন্যতম কারণ এ বিষাক্ত রাসায়নিক।

আরও পড়ুনযে ৭ খাবার পুনরায় গরম করলে ‘বিষাক্ত’ হয়ে যায়০২ মে ২০২৪সবচেয়ে বিষাক্ত কালো রঙের প্লাস্টিক.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

জুনের মধ্যে মূল্যস্ফীতি ৮ শতাংশে নামিয়ে আনতে চায় সরকার

চলতি ২০২৪-২৫ অর্থবছর, অর্থাৎ আগামী জুনের মধ্যে সার্বিক মূল্যস্ফীতি ৮ শতাংশে নামিয়ে আনতে চায় অন্তর্বর্তী সরকার। আজ বুধবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট–বিষয়ক বিশেষ বৈঠকে সরকারের পক্ষ থেকে এ পরিকল্পনা নেওয়া হয়েছে। বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে।

বৈঠকে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদারসহ অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন সব বিভাগের সচিব এবং অর্থ বিভাগের বাজেট প্রণয়নের সঙ্গে সম্পর্কিত অতিরিক্ত সচিবেরা উপস্থিত ছিলেন। এ বৈঠকে চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের কিছু বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে।

সাবেক অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর করা চলতি অর্থবছরের বাজেটে সার্বিক মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ছিল ৬ দশমিক ৫ শতাংশ। বাজেট পাসের ১ মাস ৫ দিন পর গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। আওয়ামী লীগ আমলে মূল্যস্ফীতি কমিয়ে দেখানোর একটা প্রবণতা ছিল বলে অর্থনীতিবিদেরা বিভিন্ন সময় বলে আসছেন।

এ বিষয়ে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের কাছে বেশ কয়েকবারই মন্তব্য করেছেন, অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন সরকারের আমলে মূল্যস্ফীতির প্রকৃত হিসাব দেওয়া শুরু করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। বিবিএসের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত জানুয়ারিতে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমে ৯ দশমিক ৯৪ শতাংশে নেমেছে।

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে গত ডিসেম্বরে অনুষ্ঠিত কো-অর্ডিনেশন কাউন্সিলের বৈঠকে চলতি অর্থবছরের মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। ওই বৈঠকে আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছিল ৭ শতাংশ।

প্রধান উপদেষ্টার সঙ্গে অনুষ্ঠিত আজকের বৈঠকে চলতি অর্থবছরের জন্য মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হারের লক্ষ্যমাত্রাও ঠিক করা হয়েছে। সূত্রগুলো জানায়, এ হার ধরা হচ্ছে ৫ দশমিক ২৫ শতাংশ। চলতি অর্থবছরের মূল বাজেটে এ লক্ষ্যমাত্রা ছিল ৬ দশমিক ৮ শতাংশ। যদিও বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রাক্কলন অনুযায়ী, চলতি অর্থবছরের জিডিপির প্রবৃদ্ধির হার ৫ শতাংশের বেশি না–ও হতে পারে।

চলতি ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা সংগ্রহের লক্ষ্যমাত্রা দেওয়া হলেও তা ২২ হাজার কোটি টাকার বেশি কমানো হচ্ছে। বৈঠক সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে এনবিআরের সংগ্রহ লক্ষ্যমাত্রা ঠিক করা হচ্ছে ৪ লাখ ৬৩ হাজার ৫০০ কোটি টাকা।

বৈঠক শেষে জানতে চাইলে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘বৈঠকটি ছিল মূলত সংশোধিত বাজেট নিয়ে আলোচনা। সংশোধিত বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। মূল্যস্ফীতি কমছে এবং আগামী রোজার পর তা আরও কমবে। আপনারা দেখতে পাবেন।’ এর বাইরে তিনি কোনো মন্তব্য করতে চাননি।

সম্পর্কিত নিবন্ধ

  • বাংলাদেশকে ‘ব্যর্থ রাষ্ট্র’ প্রমাণের চেষ্টা করছে কারা?
  • দ্বিতীয় প্রান্তিকে মুনাফা বেড়েছে পাওয়ার গ্রিড কোম্পানির
  • বৃটিশ আমেরিকান টোব্যাকোর চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা
  • চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করেছে বিএটি, সব মিলিয়ে ৩০০ শতাংশ নগদ
  • জুনের মধ্যে মূল্যস্ফীতি ৮ শতাংশে নামিয়ে আনতে চায় সরকার
  • বুমরা না খেললে ভারতের সম্ভাবনা ৩০-৩৫ ভাগ কমে যাবে
  • সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
  • রেকর্ড ৪,৪৫৬ কোটি টাকা লভ্যাংশ দিচ্ছে গ্রামীণফোন
  • নারী ফুটবলার সুমাইয়াকে ধর্ষণ ও হত্যার হুমকি