ওবায়দুল কাদেরের বাড়িতে ভাঙচুর-আগুন
Published: 6th, February 2025 GMT
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নোয়াখালীর কোম্পানীগঞ্জের বাড়িতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে।
এসময় ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জার একটি দোতলা ঘর, টিনশেড ঘর ও টিনের রান্নাঘরে ব্যাপক ভাঙচুর করা হয়।
সরেজমিনে দেখা যায়, বাড়ির সামনে থাকা একটি পানির ট্যাংক ও পরিত্যক্ত একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলা সমন্বয়ক আরিফুল ইসলাম বলেন, আওয়ামী লীগ ও ওবায়দুল কাদের দুঃশাসনের ফলে আজকে তাদের এ পরিণতি। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভাঙচুর কার্যক্রম অব্যাহত রয়েছে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
গণহত্যার পরও হাসিনার কোনো অনুশোচনা নেই: ছাত্রদল সম্পাদক
সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুনগণহত্যার জন্য শেখ হাসিনা ক্ষমা না চাওয়াতেই মানুষ ক্ষুব্ধ হয়ে ৩২ নম্বরে হামলা চালিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা কলেজে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন শেষে এ মন্তব্য করেন তিনি।
ছাত্রদল সাধারণ সম্পাদক বলেন, ৭৫ সালে পটপরিবর্তনের পর জিয়াউর রহমানের শাসনামল থেকে খালেদা জিয়ার জোট সরকারের সময় পর্যন্তও এই বাড়ি অক্ষত ছিল। কিন্তু জুলাই অভুত্থানে গণহত্যার চালানোর পরও শেখ হাসিনার বক্তব্যে কোনো অনুশোচনা নেই। সেই কারণে ক্ষুব্ধ একটি অংশ এই হামলা চালায়।
তিনি আরও বলেন, জুলাই-আগস্টে দুই হাজারেরও বেশি নিরীহ মানুষ নিহত হয়েছে। তাদের আত্মত্যাগ তখনই পূর্ণতা পাবে যখন বিচার কার্যক্রম চলবে ও সন্ত্রাসীরা গ্রেপ্তার হবে।
এ সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মীদের প্রতি তিনি আহ্বান জানান যাতে তারা শেখ হাসিনার উসকানিতে পা না দেয় এবং তার নির্দেশ পালন করা থেকে বিরত থাকে।
উল্লেখ্য, কর্মসূচি পালন শেষে ছাত্রলীগের বিচারের দাবিতে কলেজ অধ্যক্ষের কাছে স্মারকলিপি দেন ছাত্রদলের নেতাকর্মীরা।
বিএইচ