অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ফাইল আদান-প্রদানে গুগলের কুইক শেয়ার অ্যাপে নতুন সুবিধা
Published: 6th, February 2025 GMT
গুগলের কুইক শেয়ার অ্যাপ ব্যবহার করে তারের সংযোগ ছাড়াই আশপাশে থাকা নির্দিষ্ট স্মার্টফোন ও কম্পিউটারে দ্রুত ফাইল আদান-প্রদান করা যায়। আর তাই অনেকেই নিয়মিত অ্যাপটির মাধ্যমে পরিচিতদের ফোনে বা কম্পিউটারে তথ্য পাঠিয়ে থাকেন। বর্তমানের তুলনায় আরও সহজে দুটি ফোনের মধ্যে তথ্য আদান-প্রদানের সুযোগ দিতে কুইক শেয়ার অ্যাপে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল। এ সুবিধা চালুর ফলে সংযোগ বিচ্ছিন্ন হলেও কুইক শেয়ার অ্যাপের মাধ্যমে নির্দিষ্ট ফোনে দ্রুত ফাইল পাঠানো যাবে।
গুগলের তথ্যমতে, এখন থেকে কুইক শেয়ার অ্যাপের মাধ্যমে ফাইল স্থানান্তরের সময় সংযোগ বিচ্ছিন্ন হলেও ট্রান্সফার প্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে পুনরায় চালু হবে। ফলে নতুন করে ফাইল পাঠানোর কার্যক্রম শুরু করতে হবে না। ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় আপডেটে নতুন এ সুবিধা যুক্ত করা হয়েছে।
আরও পড়ুনস্মার্টফোনে জায়গা খালি করার ৬ উপায়০৬ সেপ্টেম্বর ২০২৪উল্লেখ্য, এত দিন কুইক শেয়ার অ্যাপে ফাইল পাঠানোর সময় সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে ফাইল পাঠানোর প্রক্রিয়া মাঝপথেই বন্ধ হয়ে যেত। ফলে ব্যবহারকারীদের নতুন করে ফাইল পাঠানোর প্রক্রিয়া শুরু করতে হতো। নতুন হালনাগাদের ফলে সংযোগ বিচ্ছিন্ন হলেও ওয়াই-ফাই বা মোবাইল ডেটার মাধ্যমে ফাইল ট্রান্সফার পুনরায় স্বয়ংক্রিয়ভাবে শুরু হবে।
বিশেষজ্ঞরা বলছেন, বড় ফাইল, টিভি শো কিংবা ৪কে ভিডিও পাঠানোর ক্ষেত্রে এই সুবিধা বেশ কার্যকর হবে। তবে দুর্বল ইন্টারনেট সংযোগ থাকলে স্থানান্তর সম্পন্ন হতে বেশি সময় লাগতে পারে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ইসলামবিদ্বেষী মন্তব্য ঘিরে তোপের মুখে অস্কার মনোনীত অভিনেত্রী
গত বছর কান উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার পাওয়ার পর ব্যাপক আলোচনায় আসেন স্প্যানিশ অভিনেত্রী কার্লা সোফিয়া গ্যাসকোন। জ্যাক অঁদিয়ারের ‘এমিলিয়া পেরেজ’ সিনেমার জন্য এবারের অস্কারে সেরা অভিনেত্রী হিসেবে মনোনয়নও পেয়েছেন কার্লা। সম্প্রতি তাঁর পুরোনো টুইট ঘিরে শুরু হয়েছে বিতর্ক। প্রবল রোষের মুখে দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন অভিনেত্রী। তারপরও থামছে না সমালোচনা। খবর বিবিসির
কী নিয়ে বিতর্ক
২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত নানা বিষয়ে টুইট করেন কার্লা। গত সপ্তাহে তাঁর পুরোনো টুইটগুলো সামনে এসেছে। ২০২০ সালের ২ সেপ্টেম্বর এক রেস্তোরাঁয় মুসলিম পরিবারের ছবি শেয়ার করে একটি টুইট করেন কার্লা। সেখানে তিনি বোরকা নিয়ে কটাক্ষ করেন। ২০২১ সালের ২৯ জানুয়ারি আরেকটি টুইটে( বর্তমান এক্স) তিনি লিখেছিলেন, ‘ইসলাম আন্তর্জাতিক অধিকারগুলো পূরণ করতে ব্যর্থ।’ আরেক পোস্টে ইসলামধর্মকে নিষিদ্ধ করারও দাবি তোলেন এই অভিনেত্রী।
২০২২ সালের ২২ নভেম্বর এক পোস্টে কার্লা সোফিয়া লিখেছেন, ‘স্পেনে কি মুসলমানের সংখ্যা বেড়ে গেল?’
এমিলিয়া পেরেজ এর দৃশ্য। আইএমডিবি