আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি শুরু হতে দুই সপ্তাহও বাকি নেই। এর আগে অস্ট্রেলিয়াকে যেন বড়সড় এক ধাক্কাই দিলেন মার্কাস স্টয়নিস। ওয়ানডে থেকে হঠাৎ অবসরের ঘোষণা দিলেন ৩৫ বছর বয়সী এই অলরাউন্ডার।

স্টয়নিস রেখেই গত ১৩ জানুয়ারি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। বৈশ্বিক এই টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে আগামী সপ্তাহে দুটি ওয়ানডে খেলবে অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কা সফরের স্কোয়াডেও রাখা হয়েছিল তাঁকে। কিন্তু আজ সকালে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, টি-টোয়েন্টিতে মনোযোগী হতে ওয়ানডে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন স্টয়নিস।

অবসরের ঘোষণা দিতে গিয়ে স্টয়নিস বলেন, ‘অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে ক্রিকেট খেলা আমার জন্য একটি অবিশ্বাস্য যাত্রা এবং আমি সবুজ ও সোনালির সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তের জন্য কৃতজ্ঞ। শীর্ষ পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করা এমন একটি বিষয়, যা আমি সব সময় লালন করব।’

স্টয়নিস আরও বলেন, ‘সিদ্ধান্ত নেওয়াটা সহজ ছিল না। কিন্তু আমার মনে হয়েছে ওয়ানডে থেকে সরে এসে ক্যারিয়ারের পরবর্তী অধ্যায়ে পুরোপুরি মনোযোগী হওয়ার এটাই সঠিক সময়। রনের (অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের ডাকনাম) সঙ্গে আমার সম্পর্কটা দারুণ। তিনি আমার সিদ্ধান্তকে সমর্থন জানানোয় তারিফ করতেই হয়। আমি সতীর্থদের জন্য উল্লাস করব।’

২০১৫ সালে ওয়ানডে অভিষেক স্টয়নিসের। ৭১ ম্যাচের শেষটি খেলেছেন পাকিস্তানের বিপক্ষে, গত বছরের নভেম্বরে জন্মশহর পার্থে। ক্যারিয়ারের বেশির ভাগ ম্যাচে লোয়ার মিডল অর্ডারে ব্যাট করা স্টয়নিস ৯৩.

৯৭ স্ট্রাইক রেটে করেছেন ১৪৯৫ রান। ফিফটি আছে ৬টি, সেঞ্চুরি ১টি। মিডিয়াম পেস বোলিংয়ে নিয়েছেন ৪৮ উইকেট।

২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপ জেতা স্টয়নিসকে নিয়ে কোচ ম্যাকডোনাল্ড বলেন, ‘স্টয়নিস এক দশক ধরে আমাদের ওয়ানডে দলের গুরুত্বপূর্ণ অংশ। সে শুধু একজন অমূল্য খেলোয়াড়ই নয়, ব্যক্তি হিসেবেও অসাধারণ। সে একজন সহজাত নেতা, একজন ব্যতিক্রমী জনপ্রিয় খেলোয়াড় এবং বড় মাপের মানুষ। ওয়ানডে ক্যারিয়ার এবং তার সব অর্জনের জন্য তাকে অভিনন্দন জানানো উচিত।’

ওয়ানডে থেকে স্টয়নিসের আকস্মিক অবসর জর্জ বেইলির নেতৃত্বাধীন অস্ট্রেলিয়ার নির্বাচক কমিটির কাজ আরও বাড়িয়ে দিল। পিঠের চোটে পড়ায় ৩১ জানুয়ারি চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে পড়েন আরেক অলরাউন্ডার মিচেল মার্শ। চোটের কারণে অধিনায়ক প্যাট কামিন্স ও অভিজ্ঞ পেসার জশ হ্যাজলউডেরও খেলা নিয়ে আছে সংশয়। শ্রীলঙ্কা সফর ও চ্যাম্পিয়নস ট্রফির জন্য নির্বাচকদের তাই চারজন পরিবর্তিত খেলোয়াড়ের নাম ঘোষণা করতে হবে।

কামিন্স, মার্শ ও হ্যাজলউডের জায়গায় স্পেনসার জনসন, জেইক ফ্রেজার-ম্যাগার্ক ও শন অ্যাবট দলে ঢুকতে পারেন বলে শোনা যাচ্ছে। আর স্টয়নিস অবসর নেওয়ায় প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেতে পারেন মিচেল ওয়েন। ২২ বছর বয়সী ওয়েন সম্প্রতি বিগ ব্যাশ ফাইনালে বিস্ফোরক সেঞ্চুরি করে আলোচনায় এসেছেন। অস্ট্রেলিয়ার সফলতম অধিনায়ক রিকি পন্টিংও ওয়েনকে চ্যাম্পিয়নস ট্রফির জন্য বিবেচনা করতে বলেছেন।

১৯ ফেব্রুয়ারি করাচিতে স্বাগতিক পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফি। অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচ ২২ ফেব্রুয়ারি। ওই দিন লাহোরে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের মুখোমুখি হবে চ্যাম্পিয়নস ট্রফির দুইবারের চ্যাম্পিয়নরা।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র জন য

এছাড়াও পড়ুন:

নেত্রকোনায় কৃষক আনোয়ারুল হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

প্রতীকী ছবি

সম্পর্কিত নিবন্ধ

  • নড়াইলে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন
  • রাষ্ট্রীয় স্বীকৃতি ইয়াংওয়ানের চেয়ারম্যান কিহাক সাংকে
  • শিক্ষাপ্রতিষ্ঠান সরকারীকরণে দীর্ঘসূত্রতা!
  • দিনাজপুরের বনতাড়া গ্রামে ৭ দিন আতঙ্কের পর এল সম্প্রীতির বার্তা
  • নেত্রকোনায় কৃষক আনোয়ারুল হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
  • কনকাশন সমস্যায় মাত্র ২৭ বছর বয়সে অবসরে পুকোভস্কি
  • বারবার মাথায় আঘাত, ২৭ বছরেই ক্রিকেট ছাড়লেন সেই পুকোভস্কি
  • কনকাশনের কাছে হার মেনে ২৭ বছরেই ক্রিকেট ছাড়লেন সেই পুকোভস্কি
  • অবসর নিয়ে গুঞ্জনে যা বললেন ধোনি
  • আইএমইডিতে নতুন সচিব, স্থানীয় সরকার বিভাগের সচিবকে জনপ্রশাসনে সংযুক্ত