সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপের সুপারিশপ্রাপ্তরা (ঢাকা ও চট্টগ্রাম বিভাগ) সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন। 

গত বছরের অক্টোবরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের ৬ হাজার ৫৩১ জনকে চূড়ান্তভাবে সুপারিশ করা হলেও আজ বৃহস্পতিবার আদালতের রায়ে কোটা পদ্ধতি অনুসরণ করে প্রকাশিত ফল বাতিল করা হয়। সকালে বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ প্রকাশিত ফল বাতিল করে রায় দেন। এরপরই সচিবালয়ের সামনে ব্যানার নিয়ে শান্তিপূর্ণ অবস্থান শুরু করেন। বেলা পৌনে ১টার দিকে সচিবালয়ের সবগুলো গেট বন্ধ করে দেওয়া হয়। 

সচিবালয় নিরাপত্তায় দায়িত্বরত পুলিশের অতিরিক্ত কমিশনার ফারহানা মৃধা সমকালকে বলেন, পৌনে ১টার দিকে তারা সচিবালয়ের মূল ফটকের সামনে এসে বসে পড়েন। এরপর পরিস্থিতি বিবেচনায় গেটগুলো বন্ধ করে দেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন পর্যায়ে কথা বলা হচ্ছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: র স মন

এছাড়াও পড়ুন:

পুলিশের জবাবদিহির দাবিতে চট্টগ্রামে থানা ঘেরাও

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে চট্টগ্রাম নগরের খুলশী থানা ঘেরাও করেছেন স্থানীয় ছাত্র-জনতা। আজ রোববার বেলা তিনটার দিকে খুলশী থানা সাধারণ জনগণ ও ছাত্রসমাজের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়৷

এদিন ব্যানার হাতে খুলশী থানার প্রবেশ ফটকের সামনে অবস্থান নেন ছাত্র-জনতা। এ সময় ছিনতাই, হত্যা, ধর্ষণের মতো ঘটনায় প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপের দাবি জানান তাঁরা। চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অপরাধে জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি করা হয়। এর আগে তাঁরা থানা অভিমুখে পদযাত্রা করেন।

এতে বক্তব্য দেন মো. মুসা, আবু জাফর, তানভীর খান, নবাব সলিম উল্যাহসহ আরও অনেকে। তানভীর খান বলেন, দেশে যখন সব থানায় হামলা হয়েছে, তখন জনগণ এই থানা পাহারা দিয়েছে। তার বিনিময়ে পুলিশ কিছুই দেয়নি। বরং নীরব ভূমিকা পালন করেছে। চাঁদাবাজি, হামলা এসব বিষয়ে পুলিশ এখনো নীরব।

বক্তারা বলেন, চাঁদাবাজির বিরুদ্ধে পুলিশ কেন কথা বলছে না? পুলিশ কেন নীরব, তার জবাবদিহি করতে হবে। ছাত্র-জনতা থানার নিরাপত্তা দিতে পেরেছে। তাহলে পুলিশ কেন জনগণের নিরাপত্তা দিতে পারছে না? পুলিশকে জবাবদিহি করতে হবে। সবার সামনেই জবাব দিতে হবে।

এ বিষয়ে জানতে চাইলে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রথম আলোকে বলেন, ছাত্রসমাজ বিভিন্ন দাবিতে থানার সামনে অবস্থান নিয়েছিল। আধা ঘণ্টার মতো তাঁরা সেখানে ছিলেন। আলোচনার পর তাঁরা চলে গেছেন।

সম্পর্কিত নিবন্ধ