প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন মনির হায়দার
Published: 6th, February 2025 GMT
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক মনির হায়দার। গতকাল বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে সই করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবুল হায়াত মো. রফিক।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম–সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে ছয় মাস মেয়াদে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য গঠন) পদে সিনিয়র সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।
এতে আরও বলা হয়, এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ওসমানী বিমানবন্দরে দুই যাত্রীর কাছ থেকে সাড়ে ১৭ কেজি সোনা উদ্ধার
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে একটি ফ্লাইটের দুই যাত্রীর কাছ থেকে ১৭ কেজি ৫০০ গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বিমানবন্দর থেকে তাঁদের আটক করা হয়।
আটক দুজন হলেন মৌলভীবাজারের সাঈদ আহমদ ও সিলেটের জৈন্তাপুরের আবতাপ উদ্দিন। এসব সোনা তাঁরা চার্জার ফ্যান ও লাইটের ব্যাটারির ‘চেম্বারে’ বিশেষ কৌশলে লুকিয়ে এনেছিলেন। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) অভিযান চালিয়ে ওই দুই যাত্রীকে আটক করে।
ওসমানী বিমানবন্দর সূত্রে জানা যায়, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে ছেড়ে আসা বিমান বাংলাদেশের বিজি-২৫২ উড়োজাহাজে করে এসেছিলেন সাঈদ আহমদ ও আবতাপ উদ্দিন। বিমানবন্দরে অবতরণ করার পর যাত্রীদের মালপত্র তল্লাশি করা হয়। তবে সোনায় প্রলেপ থাকায় বিমানবন্দরের তল্লাশিতে তা ধরা পড়েনি। পরে এনএসআইয়ের সদস্যরা ওই দুই যাত্রীর ব্যাগ তল্লাশি করেন। তাঁদের চার্জার ফ্যান ও লাইট খুলে সোনা পাওয়া যায়। উদ্ধার করা সোনার মধ্যে ১২০টি বার এবং ৪টি বল আকৃতির যার ওজন ১৭ কেজি ৫০০ গ্রাম।
সিলেট কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট বিমানবন্দর এয়ারফ্রেট বিভাগের সহকারী কমিশনার বিকাশ চন্দ্র দেবনাথ প্রথম আলোকে বলেন, আটক দুজনের বিরুদ্ধে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ মামলা করবে।