ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৩টি হল থেকে শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের নাম মুছে দিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। গতকাল বুধবার রাতের বিভিন্ন সময়ে এ কর্মসূচি পালন করেন তাঁরা। এর আগে রাত ৯টার দিকে ক্যাম্পাসে শেখ মুজিবুর রহমানের ভাঙা ম্যুরালে ক্ষমতাচ্যুত সরকারপ্রধান শেখ হাসিনার পোস্টার ঝুলিয়ে প্রায় ৩০ মিনিট ধরে জুতা নিক্ষেপ করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত শেখ হাসিনার পোস্টারে জুতা নিক্ষেপ কর্মসূচিতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শতাধিক বিক্ষুব্ধ শিক্ষার্থী।

শিক্ষার্থীরা বলেন, সম্প্রতি ফ্যাসিবাদের মূল নায়ক হাসিনা ভাষণ দেওয়ার ঘোষণা দেন। তাই হাসিনার ঘৃণাসূচক প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করেন তাঁরা। এরপর একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ‘শেখ রাসেল হলের’ সামনে গিয়ে শেষ হয়। পরে ‘শেখ পরিবারের’ নামে কোনো স্থাপনা থাকবে না জানিয়ে ঘোষণা দেন তাঁরা। এ সময় শিক্ষার্থীরা ‘ভাষণ না জুতা, জুতা জুতা’; ‘ফ্যাসিবাদের ঠিকানা, এই বাংলায় হবে না’; ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’; ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’; ‘দালালি আর করিস না, পিঠের চামড়া থাকবে না’; ‘মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ’সহ বিভিন্ন স্লোগান দেন।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে সবুজ রঙের কালিতে ঢাকা হয়েছে শেখ রাসেল হলের নামের একাংশ। আজ সকালে তোলা.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ওসমানী বিমানবন্দরে দুই যাত্রীর কাছ থেকে সাড়ে ১৭ কেজি সোনা উদ্ধার

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে একটি ফ্লাইটের দুই যাত্রীর কাছ থেকে ১৭ কেজি ৫০০ গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বিমানবন্দর থেকে তাঁদের আটক করা হয়।

আটক দুজন হলেন মৌলভীবাজারের সাঈদ আহমদ ও সিলেটের জৈন্তাপুরের আবতাপ উদ্দিন। এসব সোনা তাঁরা চার্জার ফ্যান ও লাইটের ব্যাটারির ‘চেম্বারে’ বিশেষ কৌশলে লুকিয়ে এনেছিলেন। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) অভিযান চালিয়ে ওই দুই যাত্রীকে আটক করে।

ওসমানী বিমানবন্দর সূত্রে জানা যায়, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে ছেড়ে আসা বিমান বাংলাদেশের বিজি-২৫২ উড়োজাহাজে করে এসেছিলেন সাঈদ আহমদ ও আবতাপ উদ্দিন। বিমানবন্দরে অবতরণ করার পর যাত্রীদের মালপত্র তল্লাশি করা হয়। তবে সোনায় প্রলেপ থাকায় বিমানবন্দরের তল্লাশিতে তা ধরা পড়েনি। পরে এনএসআইয়ের সদস্যরা ওই দুই যাত্রীর ব্যাগ তল্লাশি করেন। তাঁদের চার্জার ফ্যান ও লাইট খুলে সোনা পাওয়া যায়। উদ্ধার করা সোনার মধ্যে ১২০টি বার এবং ৪টি বল আকৃতির যার ওজন ১৭ কেজি ৫০০ গ্রাম।

সিলেট কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট বিমানবন্দর এয়ারফ্রেট বিভাগের সহকারী কমিশনার বিকাশ চন্দ্র দেবনাথ প্রথম আলোকে বলেন, আটক দুজনের বিরুদ্ধে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ মামলা করবে।

সম্পর্কিত নিবন্ধ