আর্সেনালকে হারিয়ে ইংলিশ কারাবাও তথা লিগ কাপের ফাইনালে উঠেছে নিউক‌্যাসল। দুই লেগ মিলিয় তারা ৪-০ গোলে হারিয়েছে আর্সেনালকে। প্রথম লেগে ঘরের মাঠে ২-০ ব‌্যবধানে হারার পর ফিরতি লেগেও একই ব‌্যবধানে হারল গার্নার্সরা।

এর আগে প্রিমিয়ার লিগের ম‌্যাচে ম‌্যানচেস্টার সিটিকে ৫-১ গোলে হারিয়েছিল আর্সেনাল। তাতে ভক্ত-সমর্থকরা আশা করেছিল নিউক‌্যাসলের বিপক্ষে ঘুরে দাঁড়াবে তারা। কিন্তু সেটা আর হলো কই!

ম‌্যাচের ১৯ মিনিটে জ‌্যাকব মার্ফি গোল করে এগিয়ে নেন দলকে। তার গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় নিউক‌্যাসল। বিরতির পর ৫২ মিনিটে ব‌্যবধান বাড়ায় তারা। এ সময় ফাবিয়ানের বাড়ানো বল থেকে গোল করেন অ‌্যান্থনি গর্ডন। বাকি সময়ে অবশ‌্য আর কোনো গোল হয়নি। তাতে ফিরতি লেগে ২-০ ব‌্যবধানের জয়ে ফাইনালে জায়গা করে নেয় নিউক‌্যাসল।

আরো পড়ুন:

শেষ মুহূর্তের গোলে সেমিফাইনালে রিয়াল

চল্লিশে পা দিলেন ফুটবলের উপেক্ষিত প্রতিনায়ক

আগামী ১৬ মার্চ ফাইনালে লিভারপুল অথবা টটেনহ‌্যাম হটস্পারের মুখোমুখি হবে নিউক‌্যাসল।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল আর স ন ল আর স ন ল যবধ ন

এছাড়াও পড়ুন:

কারিগরি শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রলীগের সমর্থন ‘ঘৃণাভরে’ প্রত্যাখ্যান

ছয় দফা দাবি আদায়ে কারিগরি শিক্ষার্থীদের চলমান আন্দোলনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সমর্থন দেওয়ার চেষ্টা ‘ঘৃণাভরে’ প্রত্যাখ্যান করেছে ‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে কারিগরি শিক্ষার্থীদের সংগঠন ‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’ এই তথ্য জানায়।

কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের সেল সম্পাদক (অস্থায়ী) মো. সাব্বির আহমেদ স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কিছু সদস্য সামাজিক যোগাযোগমাধ্যমে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রতি সমর্থনের নামে বিবৃতি ও প্রচারণা চালাচ্ছে। কারিগরি ছাত্র আন্দোলনের সঙ্গে এই জঘন্য, নিকৃষ্ট, স্বার্থান্বেষী ও রাজনৈতিক সন্ত্রাসীদের কোনো সম্পর্ক নেই এবং আমরা তাদের তথাকথিত সমর্থন ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।

আরো পড়ুন:

কুয়েট ভিসির পদত্যাগ দাবিতে মশাল মিছিল

টাঙ্গাইলে নকল সরবরাহের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

বিবৃতিতে বলা হয়, যে সংগঠন বছরের পর বছর শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাস, দখলদারিত্ব, সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্যাতন, হত্যাকাণ্ড ও দমন-পীড়নের মাধ্যমে শিক্ষার পরিবেশ ধ্বংস করেছে, টেকনিক্যাল সেক্টরের বারোটা বাজিয়েছে; কারিগরি উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা লুট করেছে। তারাই আবার সমর্থন দিচ্ছে, এটা হাস্যকর। নিষিদ্ধ ছাত্রলীগের সমর্থন আমাদের জন্য অপমানজনক এবং অগ্রহণযোগ্য।

আরো বলা হয়, কারিগরি ছাত্র আন্দোলন একটি স্বতন্ত্র, অহিংস এবং ছাত্রবান্ধব আন্দোলন। আমরা কোনো রাজনৈতিক দলের সমর্থন বা হস্তক্ষেপ চাই না। যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের আন্দোলনের সঙ্গে নিজেদের নাম জড়িয়ে রাজনৈতিক ফায়দা লুটতে চাইছে কিংবা দেশকে অস্থিতিশীল করতে পাঁয়তারা চালাচ্ছে। আমরা তাদের চিহ্নিত করছি, তাদের বিরুদ্ধে প্রয়োজনে আইনগত ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব।

আন্দোলনকারীরা স্মরণ করিয়ে দেন, আমরা জুলাই গণঅভ্যুত্থানের সক্রিয় যোদ্ধা। আপনাদের মতো নিষিদ্ধ সংগঠন এবং স্বৈরাচারের পতন ঘটিয়ে জনগণের তথা আমাদের সরকার গঠন করেছি। এ সরকার ছাত্র-জনতার সরকার। তাই সরকারকে অস্থিতিশীল করতে কারিগরি ছাত্র আন্দোলন ব্যবহার করার সুযোগ কাউকে দেওয়া হবে না।

ঢাকা/রায়হান/রাজীব

সম্পর্কিত নিবন্ধ